নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরোবরে সৌরভ জাগ্রতচিত্তে !!জীবনে অনেক ঘুমিয়েছি এখন জেগে থাকতে চাই! !!

হ্যা সৌরভ

সরবরে সৌরভ জাগ্রতচিত্তে! !

হ্যা সৌরভ › বিস্তারিত পোস্টঃ

চেহারা বই_মোহ তৈরির কারখানা

০৮ ই মে, ২০১৪ দুপুর ২:৩৮

ছোটবেলা থেকেই আমি বইপড়ুয়া মানুষ | আমার বাবা বাংলার লেকচারার হওয়াতে না চাইতেই অনেক বড় একটা গিফট আমি পেয়েছিলাম আর তা হলো আমার আব্বুর গড়ে তোলা বিশাল লাইব্রেরি | আমি শরত্চন্দ্র,হুমায়ূন আহমেদ,সমরেষ মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অনেক লেখক এর বই পড়তাম নাওয়া খাওয়া ফেলে |সৃজনশীল পরীক্ষায় না আসলেও আমি বারবার রিভাইস দিতাম বইগুলো, প্রত্যেকবারই যেন নতুন সাধ পেতাম বইগুলো পড়তে গেলে | তবে এখন আমি কেন জানি সেই সাধের বইগুলো বা নতুন কোন বই পড়তে পারছি না অন্য এক বই আমাকে হাতছানি দিয়ে ডাকে|

বুঝতে পারছি কেন জুকারবার্গ এই নীল জগতের নাম রেখেছিলেন চেহারা বই (ফেসবুক এর আক্ষরিক অনুবাদ) |আজ চেহারাবই আমাকে কারনে অকারনে ডাকছে, দিনে দুপুরে ডাকছে, ঘরে বাইরে ডাকছে | চেহারা বই, অন্য বই থেকে আলাদা কারন এর আছে অসীম সম্মোহন ক্ষমতা ঠিক যেমনটা নবমী রূপসীর মাঝে থাকে | যখন একবার কেউ এর মোহে পড়ে তখন এটা ঐ মানুষের সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ন বিষয়গুলোকে তুচ্ছ করে তাকে নিয়ে বেশী বেশী ভাবার বিস্তীর্ণ ক্ষেত্র তৈরি করে, বাধ্য করে শুধুমাত্র তাকে নিয়ে আবিষ্ট থাকতে | এই একটা কারনেই এটা ভয়ঙ্কর |

চেহারা বই ও আমার পড়া আগেরত বইগুলোর আপেক্ষিক অসাধারনত্ব নিয়ে দুই শুক্লকেশপক্ক্বরা যতই তর্কাতর্কি করুক এর ভালো দিকটা নিয়ে কাজ করা সত্যিই কঠিন | বলছি না এর ভালো দিকটা নেই ,আছে এবং তা অসীম পরিমান ই আছে |

আমার মনে হচ্ছে আমি মোহাবিষ্ট হয়ে যাচ্ছি | যেকোন কিছুর প্রতিই মোহ জিনিষটা খারাপ | আমি চেহারা বইয়ে থাকতে চাই তবে মোহ আবিষ্ট হয়ে নয় |

তাই মোহবিভ্রট জয়ের প্রতীক্ষায়......

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:১০

শরৎ চৌধুরী বলেছেন: ভালো পর্যবেক্ষণ।

২| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

নাজমুল ইসলাম নিষাদ বলেছেন: হাতের লেখা বড়ই সুন্দর। খুব পছন্দ হল। :)

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

হ্যা সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । দোয়া রাখবেন ।

৩| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:৪২

খগম বলেছেন: You are a lucky man.+++

৪| ০৮ ই মে, ২০১৪ রাত ১০:০০

এনামুল রেজা বলেছেন: ফেসবুক আসক্তির পর্যায়ে চলে গেলে সেটা অসুখই বটে!

৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: বেশ।

৬| ০৯ ই মে, ২০১৪ রাত ১:৩০

জোনাকী বলেছেন: আমারও একই অবস্থা...

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬

হ্যা সৌরভ বলেছেন: এখন কি অবস্থা । আসক্তি কমেছে নাকি বেড়েছে ??

৭| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:৪০

হ্যা সৌরভ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো, আপনাদের সবার মূল্যবান মন্তব্য পড়ে । অনেক ধন্যবাদ সবাইকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.