নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরোবরে সৌরভ জাগ্রতচিত্তে !!জীবনে অনেক ঘুমিয়েছি এখন জেগে থাকতে চাই! !!

হ্যা সৌরভ

সরবরে সৌরভ জাগ্রতচিত্তে! !

হ্যা সৌরভ › বিস্তারিত পোস্টঃ

একজন গ্রাম্য,সাধরন সুম্বাদিকের সাংবাদিকত্ব!!

২১ শে মে, ২০১৪ রাত ৯:৩৫

নিপুল শেখ, আমার দুর্সম্পর্কের মামা ,একজন "সুম্বাদিক" ছিলেন । জীবনের বেশীরভাগ সময় আঞ্চলিক পত্রিকাটার সাংবাদিকতা করেই গ্রামে এই "সুম্বাদিক" উপাধি পেয়েছিলেন । সুম্বাদিক শব্দের তুলনায় সাংবাদিক শব্দটা তার অধিক গৌরবময় মনে হত । তাই গ্রামে পুরোদস্তুর "সুম্বাদিক" উপাধি পাওয়া মানুষটা গৌরবময় "সাংবাদিক" হওয়ার জন্য চেষ্টা করছিলেন ।



আজ মাথা থেকে দেহ ৩ খন্ডে বিচ্ছিন্ন লাশটা দেখে আসলাম । এইসব সুম্বাদিক মানুষেরা বড়ই বিপজ্জনক । মরনের পরেও হয়ত তারা তাদের আন্দোলন চালিয়ে যায় । এইজন্য হয়ত তার জিহ্বা এবং হাতের আঙুল বিচ্ছিন্ন করা হয়েছে ।



তবে ডাক্তারি বিদ্যা পড়ানোর জন্য অতিমাত্রায় লাশচুরি হওয়া কবরস্থানটাতে আজ অতিরিক্ত পাহারাদার লাগবে না । কারন তার লাশটারও আজ কোন মূল্য নেই ।



মামা কালকে হয়ত সাংবাদিক Journalist উপাধি পাবেন বিভিন্ন সংবাদে ।



তার আপাত সামান্য অবদান স্মরন রাখার দায়িত্ব ইতিহাসের আছে কিনা আমি সন্দিহান । তবে একটা হতাশা তার থেকে যাবে বলে মনে হয় ।



কারন আমার গ্রামে মামা নিপুল শেখ একজন "সুম্বাদিক" হয়েই থেকে যাবেন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫৩

উড়োজাহাজ বলেছেন: কি হয়েছে, একটু খুলে বলবেন?

২| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫৩

উড়োজাহাজ বলেছেন: কি হয়েছে, একটু খুলে বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.