নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সহজ সরল সাধারণ যুবক সত্যের অন্বেশনে নির্ভিক অভিযাত্রী

এম. এ. হোসাইন

এম. এ. হোসাইন › বিস্তারিত পোস্টঃ

যৌন নিপীড়ণ বা ধর্ষণের কারণে ঠিক কী পরিমাণ শিশু জন্ম নিচ্ছে ? রোহিঙ্গা ক্যাম্পে…………।।।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭


রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৪৮ হাজার নারী সন্তান জন্ম দিতে পারেন৷ যাঁদের অধিকাংশই বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন৷ গত নয় মাসে বাংলাদেশে জন্ম নিয়েছে অন্তত ১৬ হাজার রোহিঙ্গা শিশু৷ জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর তথ্য মতে সেনা নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে প্রতিদিন গড়ে ৬০টি করে শিশু জন্ম নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নভেম্বর মাসে হিউম্যান রাইটস ওয়াচ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫২ জন রোহিঙ্গা নারী ও কিশোরীর সাক্ষাৎকার নিয়েছে তারা৷ যাঁদের মধ্যে ২৯ জন ধর্ষণের শিকার হওয়ার পর মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ নিয়ে পালিয়েছিলেন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অ্যন্ড্রিউ গিলমার আশঙ্কা করেন, গত বছরের আগষ্ট জুড়ে চলা ‘উন্মত্ত যৌন সহিংসতা'-র কারণে শিশু জন্মহারে একটি ‘অপ্রতিরোধ্য' বৃদ্ধি পাবে।


পাশাপাশি আরও আশঙ্কা করা হচ্চে যে, এতে করে অনেক শিশুই জন্মের পর পরিত্যক্ত হতে পারে কিংবা গর্ভপাতের কারণে মা ও শিশু উভয়েরই মৃত্যু হতে পারে৷ অনেক রোহিঙ্গা নারীরা মিয়ানমার সেনাবাহিনীর ধর্ষণের শিকার হয়েছেন। সন্তানের সামনে মাকে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। অনেক শিশু পেয়েছি যাদের মা-বাবাকে হত্যা করা হয়েছে। আগুনে ছুড়ে শিশু হত্যা করা হয়েছে। প্রিয়াঙ্কারা আসবেন যাবেন রোহিঙ্গদের কিছুই হবেনা।

বাংলা মিডিয়া অনেক দিন রোহিঙ্গদের পিছনে পরে ছিল এখন আর পারছেন না টিআরপি পরে যাচ্ছে তাই তারাও অন্যদিকে নজড় ঘুড়িয়ে দিয়েছে। সমাজের বিত্তবানদের অনুরোধ করবো রোহিঙ্গ শিশু (সদ্য জন্ম নেয় শিশুসহ) ও বয়স্কদের প্রতি পবিত্র রমজানের শেষ ভাগে হলেও যেন সাহয্যের হাত বাড়িয়ে দেন
(ছবি গুগল থেকে সংগৃহিত)

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: ভয়াবহ অবস্থা।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

এম. এ. হোসাইন বলেছেন: সত্যি অনেক ভয়াবহ। সরকারের ভাসনচর চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত।

২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

সনেট কবি বলেছেন: মানবিক বিপর্যয়। বিশ্বের সবার এদিকে নজর দেওয়া উচিত।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

এম. এ. হোসাইন বলেছেন: জাতিসংঘ দায় সাড়া বক্তব্য প্রদান করেই ক্ষান্ত

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২১

স্ব বর্ন বলেছেন: ভয়ংকর এক পরিস্থিতির দিকে চলছে দেশ।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৪

এম. এ. হোসাইন বলেছেন: ভয়ংকর এক পরিস্থিতির দিকে দেশ চলছে না দেশকে নিয়ে যাওয়া হচ্ছে।

৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৬

স্ব বর্ন বলেছেন: তা বললেও ভুল হবে না।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮

এম. এ. হোসাইন বলেছেন: জি ভাই সহমত পোষণ করছি

৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩১

স্ব বর্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে,আমি ব্লগে নতুন সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩

এম. এ. হোসাইন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: বিপন্ন মানবতা

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:১৮

এম. এ. হোসাইন বলেছেন: আওয়াজ দিন আপনার অবস্থান থেকে

৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

কানিজ রিনা বলেছেন: ভয়ঙ্কর মানবতা লঙ্ঘিত একজাতি রহিঙ্গারা
তার উদাহরন। জাতি সংঘের মানবতার
সদ্যসরা ওদের জন্য শুধু বক্তৃতা দিয়েই
খালাস ওদের নিজশ্ব বাসস্থানে ওরা কবে
নাগাদ ফিরতে পারবে ওদের ভবিষ্যৎ কি
কেউ জানেনা। ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২০

এম. এ. হোসাইন বলেছেন: ওরা ওদের ভবিষ্যত জানে যখন দেখবে ওদের কেউই গ্রহন করছে না তখন ওরা ভয়ঙ্কর রুপ ধারণ করবে আমাদের উপর সুতারং সতর্ক হোন

৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

অনুতপ্ত হৃদয় বলেছেন: মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২১

এম. এ. হোসাইন বলেছেন: রোহিঙ্গ ক্যাম্পের ঝুপরিতে

৯| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ঢাবিয়ান বলেছেন: মাদার অব হিউম্যনিটির এইসব নিয়া চিন্তা করার দরকার নাই। চিন্তাটা আমাদেরই করতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। পরিত্রানের উপায় খুজে না পেলে সামনে ভয়াবহ সময় অপেক্ষা করছে।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২৩

এম. এ. হোসাইন বলেছেন: ঠিক বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে

১০| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



মানুষ যখন ক্যাম্পে: কাজ নেই, ভবিষ্যত নেই, হতাশ; তাই এমনিতেই জিং জিং বেশী হচ্ছে! আবার রোহিংগা অবিবাহিত মেয়েরা এই বর্তমান অবস্হায় পরিবারের নিয়ম কানুন মানছে না, তারাও জিং জিং করে একটু সুখ পাবার চেষ্টা করছে; অনেকে ২ পয়সা আয় করছে।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬

এম. এ. হোসাইন বলেছেন: এই জিং জিং এ সহায়তাকারীদের থেকে দুরে থাকুন

১১| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

হাঙ্গামা বলেছেন: আমি চরম আতঙ্কিত।
জাতিসংঘ, আমেরিকা, ভারত, ওআইসি, রাশিয়া, সৌদি কেউই আমাগো গনতন্ত্রের মানস কন্যারে পাত্তা দিলো না।
সবাই উপর দিয়া ইয়েস ইয়েস আর পেছন থেকে নো নো করতেছে।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৭

এম. এ. হোসাইন বলেছেন: মোদি নানার কোন মন্তব্য পাচ্ছিনা যে সেটাই ভাবনার বিষয়

১২| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

কাইকর বলেছেন: কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮

এম. এ. হোসাইন বলেছেন: ভাষাহীনদের ব্যাথা আমি বুঝি

১৩| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

দীপঙ্কর বেরা বলেছেন: অবস্থা ক্রমশই জটিল

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮

এম. এ. হোসাইন বলেছেন: অতিব সত্য কথা

১৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:১২

মামদুদুর রহমান বলেছেন: মানবিক কারোনে হোলে ও তাদের সাহায্য করা দরকার।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫০

এম. এ. হোসাইন বলেছেন: তাদের সাহায্য করা দরকার তবে সুচিদের বক্তব্য ভিন্ন থেকে ভিন্নতর হতে চলেছে

১৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:১২

মামদুদুর রহমান বলেছেন: মানবিক কারোনে হোলে ও তাদের সাহায্য করা দরকার।

১৬| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৩৪

শিখণ্ডী বলেছেন: রোহিংগা শিশুদের দেখে মায়া হয়। কিন্তু যখন কাগজে পড়ি তাদের মাপ-মা কীভাবে ইয়াবা পাচার করে, বাংলাদেশে আশ্রয় নিয়ে এদেশের আইন মানতে চায় না, আরাকানে ওদের চেয়ে সংখ্যালঘু হিন্দুদের জোর করে মুসলমান বানায়, হত্যা করে তখন মনে হয় এদের এমনই হওয় উচিত।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫১

এম. এ. হোসাইন বলেছেন: ঘোড়ার মেডিসিন এর বেশী কিছু মনে করে না ওরা

১৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু রহিংগাদের বাচ্চা-কাচ্চা হচ্ছে না,

এই দুক্ষে একটি মহলে কান্নার রোল পড়ে গেছে।
ইউনেস্কোর হিসেবে রোহিংগা ক্যাম্পে এক লাখ নতুন শিশু জন্ম নিচ্ছে। এত কম হলে হয় নাকি?

রহিংগা ক্যাম্পে সকল জন্মনিয়ন্ত্রন সামগ্রী নিষিদ্ধ করে দেয়া উচিত।

২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬

এম. এ. হোসাইন বলেছেন: ইউনেস্কোর হিসেবে রোহিংগা ক্যাম্পে এক লাখ নতুন শিশু জন্ম নিচ্ছে। হিসাব নিয়ে ব্যস্ত কিন্তু পরবর্তী করনীয় কি সেটার দরকার নাই ভাই যত বেশী হিসাব তত বেশী প্রকল্প অনুমোদন তত বেশী আর্থিক সাহায্য ...............................। সুচি সুচি সুচি ..। । ।

১৮| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
এর সমাধান নাই।

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:২৭

এম. এ. হোসাইন বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.