নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সহজ সরল সাধারণ যুবক সত্যের অন্বেশনে নির্ভিক অভিযাত্রী

এম. এ. হোসাইন

এম. এ. হোসাইন › বিস্তারিত পোস্টঃ

কেন কিছুই মুখোশে আড়াল করতে পারি না।?

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭


(ছবি গুগল থেকে সংগৃহীত)

আমি অতি সাধারন একটা মানুষ …………
পৃথীবির প্রত্যেক মানুষের কিছু না কিছু আশা-আকাঙ্কা থাকে, অসীম স্বপ্ন থাকে। যেখানে সে তার জীবনকে সাজায় নিজের মতন করে। আমারো তেমন একান্ত কিছু স্বপ্ন আছে, যা আমাকে ভালো কিছু করার প্রেরনা যোগায়।

জীবনে কখনো চাওয়া পাওয়ার হিসেব করিনি, হিসেব করার কোনো ব্যর্থ চেষ্টাও আমার নেই। যেকোনো মুহুর্তকে সহজে গ্রহন করার মানসিকতা পোষণ করি। জীবনকে সব সময় বুঝতে চেষ্টা করেছি অতি-সাধারণভাবে। পরিবর্তনশীল পৃথিবীর সাথে আমিও পরিবর্তীত হচ্ছি নিয়মিত বিরতীতে বড় বেশী আত্মমুখী ও স্বার্থপর, নিজে যা বুঝি তাকেই সর্বোচ্চ বুঝেছি মানি এবং নিজে যা দেখেছি তাই সর্বশ্রেষ্ঠ দেখা বলে ভাবি। যেমন খুশি অন্যকে মেপে যাচ্ছি, যারপরনাই হেরে যাচ্ছি প্রতিনিয়ত।

কারো অতীত দিয়ে তার বর্তমানকে মূল্যায়ন করা উচিত নয়, প্রতিটি মানুষই বিবেকবান, যার বিবেক যত প্রখর তার ভুলের ক্ষয় তত উজ্জ্বল। প্রখর বিবেকের দহন ভুলকে ঠিকই পুড়িয়ে দেয়। যার মুখোশ যত সুন্দর, পৃথিবীর কাছে সে তত বেশী আকর্ষণীয় কথাটা সত্য, তবে পৃথিবীর কাছে নয় পৃথিবীর মানুষগুলোর কাছে।
পৃথিবীর কাছে আমি কেমন তা এখনো জানি না, হযতোব বা জানতেও পারবো না। আমার প্রধান দূর্বলতা মুখোশ! সে এতই নিচে নেমে গেছে যে, যা বলি বা যা করি সবই প্রকাশ্যে। যা সত্য, যা মিথ্যা তার কোন কিছুই মুখোশে আড়াল করতে পারি না। আমার বিশ্বাস এ পৃথীবিতে ভালো মানুষের সংখ্যাই সবথেকে বেশি, যারা খারাপ কাজে জড়িত তারা হয়তোবা পরিস্থিতির শিকার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: জীবনবোধ সম্পর্কে ভালো একটি আলোচনা। ভালো লাগলো।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫১

এম. এ. হোসাইন বলেছেন: ধন্যবাদ সোহাগ তানভীর সাকিব ভাই

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: আশে পাশে মুখোশ পরিহিত চেহারার তো শেষ নেই সেখানে আপনি নিজেকে মুখোশে নিজেকে আড়াল করতে পারছেন না, খুব ই ভালো কথা। যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে চিনবে তারা আপনার সত্যিকার সত্ত্বাকেই ভালোবাসবে এবং চিনবে। কখনো মুখোশ খুলে গেলে সেই ভালোবাসা হারানোর কোন ভয় থাকবেনা যেটা মুখোশ পরিহিত দের থাকে।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৪

এম. এ. হোসাইন বলেছেন: খুবই ভালো বলেছেন ...........কথার ফুলঝুরি

৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: বেশি সমস্যা হলে একটা মুখোশ পড়ে নিবেন।

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪১

এম. এ. হোসাইন বলেছেন: এই মুখোশ সেই মুখোশ নয় মি. রাজীব নুর

৪| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

কিশোর মাইনু বলেছেন: দুনিয়াতে প্রত্যেক্টা মানুষ ই মুখোশধারী ভাই।ভাল-খারাপ সবাই।

আমার অন্যতম বদনাম আমি ঠোটকাটা,বেপোরোয়া,বেলাগাম।
বেয়াদ্দব টাইপের ছেলে।তবুও অনেক সময় অনেক কিছুই করতে পারিনা।
তখন একটা মুখোশ পড়ে ফেলতে হয়।
কখনো হাসির মুখোশ,কখনো রাগ ডেকে রাখার জন্য স্বাভাবিক চেহারার মুখোশ।

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

এম. এ. হোসাইন বলেছেন: ভাল বলেছেন কিশোর মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৭

অর্থনীতিবিদ বলেছেন: আমরা সবাই একটা করে মুখোশ পরে থাকি। বিশেষ বিশেষ সময়ে সেই মুখোশের আড়াল থেকে আমাদের আসল চেহারাটা বেরিয়ে আসে।

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৩

এম. এ. হোসাইন বলেছেন: ঠিক বলেছেন অর্থনীতি বিদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.