নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সহজ সরল সাধারণ যুবক সত্যের অন্বেশনে নির্ভিক অভিযাত্রী

এম. এ. হোসাইন

এম. এ. হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে পাদ্রীশিবপুর ভ্রমন।

০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৭



পথ প্রর্দশিকা কুমারী মারিয়া গির্জা

বাংলার ইতিহাসে বহুল আলোচিত ব্যক্তি রাজবল্লভ ফরিদপুর ও বরিশালের জমিদার ছিলেন। তার কর্মক্ষেত্র ঢাকা ও মুর্শিদাবাদ হলেও তার অর্থনৈতিক প্রতিপত্তির প্রধান উৎস ছিল বরিশালের রাজস্ব।
রাজবল্লভ ঢাকা জেলার বিক্রমপুর পরগণার রাজনগরে ১৭০৭ খ্রিঃ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কৃষ্ণজীবন সেন। তার মাতা ছিলেন বশিালের উত্তর শাহাবাজপুর পরগণার জমিদার কন্যা। রাজবল্লভ বৈদ্য বংশীয়। প্রবাদ আছে তিনি প্রথম জীবনে মুর্শিদাবাদে মুহুরী ছিলেন। জনৈক নবাব কর্মচারীর সুনজরে পড়ে তিনি ঢাকার নৌবিভাগে কেরানির চাকরি লাভ করেন।



রাজবল্লভের সাথে ঘসেটি বেগমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ১৭৫৭ খ্রিস্টাব্দের পরে রাজবল্লভ বুজুর্গ উমেদপুর, শাহজাদার ও সেলিমাবাদ পরগণার একাংশের জমিদারীর পূর্ণ কর্তৃত্ব লাভ করেন। তিনি রাজস্ব আদায়ের জন্য কর্মচারী নিয়োগ করেন। কিন্তু আগাসাদেক ও বরিশালের কৃষকদের বিরোধিতার জন্য রাজবল্লভ রাজস্ব আদায় করতে ব্যর্থ হন। তাই তিনি গোয়া ও বাণ্ডেল হতে একদল পর্তুগীজ নিয়ে আসেন।



পর্তুগীজরা রাজবল্লভের নিকট হতে ভূমি লাভ করে বাকেরগঞ্জের শিবপুর গ্রামে বসতি স্থাপন করে। পর্তুগীজ ধর্মযাজক বা পাদ্রীদের নামানুসারে শিবপুরের নাম হয় পাদ্রী শিবপুর।




সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয়

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:২৪

লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।

০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:২৪

এম. এ. হোসাইন বলেছেন: ধন্যবাদ লাবণ্য ২

২| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌পো‌স্টে ভা‌লো লাগাও শুভ কামনা।

০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:২৫

এম. এ. হোসাইন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল

৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: চমৎকার ।

০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:২৫

এম. এ. হোসাইন বলেছেন: ধন্যবাদ মি. রাজীব নুর

৪| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৫০

প্রথমকথা বলেছেন: খুব স্বল্প বর্ণনা। আরো বেশি লেখা উচিৎ ছিল। ভাল লিখেছেন।

০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৫৯

এম. এ. হোসাইন বলেছেন: সময় অল্প তাই সল্প লিখলাম সময় বেশি পেলে আরো যোগ করবো। মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সংক্ষিপ্ত হলেও ভালো লেগেছে। আরেকটু বিস্তারিত হলে আরও ভালো হত।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:৩৩

এম. এ. হোসাইন বলেছেন: বিস্তারিত লিখবো পাদ্রীশিবপুর ভ্রমন অভিজ্ঞতা শিরোনামে। মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:০১

জাহিদ অনিক বলেছেন: ২য় ছবিটা নান্দনিক।
পাদ্রীশিবপুর আমি গিয়েছি অনেকবার

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:৩৫

এম. এ. হোসাইন বলেছেন: হুম ওদের আচরণটা ছিল শিশুদের মত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.