নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...শ্রাবণের বৃষ্টিতে ভিজে যায় অপেক্ষা, ভিজে যায় অভিমান...তুমি ভালো থেকো ভালোবাসা...

হয়ত তোমারই জন্য

Mobile Software Engineer

হয়ত তোমারই জন্য › বিস্তারিত পোস্টঃ

আয়নাবাজি -থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ?

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪২


আয়নাবাজি’র পরিচালক হিসেবে অমিতাভ রেজা চৌধুরী দেশে-বিদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।এবার তিনি শিক্ষক হিসেবে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফেসবুকে তার এই ষ্টাটাস দেখে এটুকুই বলতে পারি
বালের ষ্টাটাসেও এত লাইক পরে আগে জানতাম না ৷আবার উনিই এখন ঢাবির শিক্ষক ,তাহলে দেশে গুণীর কদর আছে কি বলেন ? :-P

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, একজন ডিরেক্টর যদি পড়ানোর সুযোগ পায়, সেটা ভালো!

২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৭

হয়ত তোমারই জন্য বলেছেন: মন্তব্যের জন্য, ধন্যবাদ ভাই ৷

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


নতুন বিষয়ের উপর লিখার চেষ্টা করবেন।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মানিজার বলেছেন: উনি গুণী না । প্রমাণ করতে পারবেন ?

৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

হয়ত তোমারই জন্য বলেছেন: @মানিজার ,আমাদের দেশে গুণী বেশী বলেই হয়তো আমরা অন্য দেশ গুলোর চেয়ে পিছিয়ে আছি ৷মন্তব্যের জন্য, ধন্যবাদ ভাই ৷

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: উনি টিচার হইছে? দ্যাটস কুল

৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই হচ্ছে আমাদের দেশের শিক্ষকগণদের অবস্থা। হায়রে বাংলাদেশ।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

হয়ত তোমারই জন্য বলেছেন: @ফারিহা হোসেন প্রভা মন্তব্যের জন্য ধন্যবাদ ৷শুধু শিক্ষক নয় সবজায়গাতেই এক অবস্থা কয়েক দিন আগে সুন্দরী প্রতিযোগিতায় বিচারকরা মেয়েদের যে ভাবে প্রশ্ন করলেন তাতে ওদের বিসি এস পাশ করে প্রতিযোগিতায় আসা উচিত ছিল ৷বিচারকরা এমন ভাব দেখাচ্ছিলেন মনেহল একেক জন বুদ্ধিজীবীর বাপ ৷সাংবাদিক পুলিশ সহ সবজায়গাতেই দেখবেন সবাই বুদ্ধিজীবীর ভাবনেয় মনেহয় তারাকয়েক জন আছেবলেই দেশটা চলছে ৷

৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

হয়ত তোমারই জন্য বলেছেন: @ধন্যবাদ উদাসী স্বপ্ন মন্তব্যের জন্য ধন্যবাদ ৷অনেক দেরীতে হলেও অপনাকে পেলাম খুজে খুভ ভাল লিখেন আপনি ব্লগিয় বন্ধুত্বের শুভেচ্ছা রইল ৷

১০| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যোগ্য লোক যোগ্য স্থানে থাকা খুব দরকার।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামাজিক মাধ্যমে এমন ভাষা ব্যবহার করবেন, এ কথা ভাবতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.