নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের পথিক

হেৃদওয়ানুল জান্নাহ

হেৃদওয়ানুল জান্নাহ

হেৃদওয়ানুল জান্নাহ › বিস্তারিত পোস্টঃ

ঈদ আর....

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৮

ঈদ আর....

প্রাণে আনন্দের ও উৎসবের জোয়ার নিয়ে আমাদের মাঝে ঈদুল ফিতর হাসি দিয়েছে। দুচোখ ভরে উচ্ছলতা আর খুঁশির বান ডেকে সারা পৃথিবী আজ একাকার। ধনী-দরিদ্র, কালো-ধলা, ছেলে-মেয়ে সবাই মিলে আমরা আজ আনন্দ-আহলাদে আমাদের প্রিয় ঈদ উৎসব উদযাপন করছি।

কিন্তু কথা আছে...
আমার জানা মতে, গত ৫০ বছর বা তারও বেশি সময় ধরে সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, পাকিস্তান সহ আরো কিছু দেশের মুসলিম ভাই-বোনেরা প্রাণে আনন্দ আর উৎসবের বারতা নিয়ে ঈদ উদযাপন করতে পারে না।করবেই বা কি করে? তারাতো শুধুমাত্র শ্বাস-প্রশ্বাসই ঠিকমতো নিতে পারে না।
আমার যে ছোট ভাই বা বোন এই ঈদে সুন্দর রঙ মাখা জামা পড়বে, আহারে যে হাত, পা দিয়ে ছোট্ট সোনামনিরা ঈদের জামা কাপড় পড়বে, তাদেরতো সেই হাত বা পা বোমা অথবা মিসাইলের স্প্রিন্টারে শেষ হয়ে গেছে।
মা আর বাবা তাদের ছোট সোনামনির জন্য আদর করে যে রঙ-বেরঙয়ের পোষাক কিনেছিল এই ভেবে- ঈদে তার প্রাণের সোনামনিকে বেশ সুন্দর লাগবে। সেই ছোট্ট শিশুতো ঈদ আসার আগেই এই ভুবন থেকে হারিয়ে গেছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.