নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের পথিক

হেৃদওয়ানুল জান্নাহ

হেৃদওয়ানুল জান্নাহ

হেৃদওয়ানুল জান্নাহ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৯

চিৎকার করছে, শুয়রের মতো চিৎকার করছে!
কৃষক, মজুর, শ্রমিক মেহনতি দরিদ্র আত্মাগুলো দাসত্মের খাচা থেকে মুকি্তর আশায় অসহনীয় ব্যথা নিয়ে চিৎকার করে যাচ্ছে।কিন্তু সেই শব্দের কোনো শক্তি নেই। অসীম গগনের পানে শুন্য আখি নিয়ে তাকিয়ে থাকার পরেও কোনো সম্ভাবনার তারকা আলো জ্বেলে হাসি দিচ্ছে না।

৫৬ হাজার বর্গমাইলের কাঁঠালচাপা গন্ধভরা উঠোনে বারবার জানোয়ারদের বিভৎসতা পুতি গন্ধ ছড়ালেও এদেশের নির্বোধ রাজনীতিবীদদের সুবোধ তৈরি হয়নি এখনো।

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা নামক যে ঘ্রাণ ছড়ানো ফুল বৃক্ষ তৈরি হয়েছিলো সেই স্বাধীনতা নামক ফুলবৃক্ষের বাগানে যে কীট-পতঙ্গ ও আগাছার জন্ম হয়েছে তা যদি দমন করা না যায়, তাহলে সেই আলোকজ্জ্বল সাহসী সম্ভাবনার স্বাধীনতা শকুনদের ভয়াল থাবায় ছিন্ন-বিচ্ছিন্ন হবে নিশ্চিত।
মুক্তি তখন থেকে যাবে অধরায়...........

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৩১

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: শব্দে চলাচলে মাধ্যম লাগে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: একটু বুঝিয়ে বললে ভাল হয়। মুখ্য-সুখ্য মানুষ।

২| ৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৩১

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: শব্দে চলাচলে মাধ্যম লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.