নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমন্ত গাধা

ইফতি সৌরভ

.... এবং বোকা

ইফতি সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ট্রেনের টিকিট নিরুদ্দেশ

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২




এত্ত বড় ট্রেন, মানুষের সংখ্যা তার চেয়েও অনেক বড় কিন্তু এখন তো উৎসব নেই, লম্বা ছুটিও নেই! বৃহস্পতিবার না আবার শনিবারের রাতে ঢাকা - চট্টগ্রামের টিকিটটাও চাই না! চাই শুধু একটি টিকিট! একটি স্বাভাবিক দিনের স্বাভাবিক একটি টিকিট। রেল স্টেশনের টিকিট কাউন্টারে সহজ-সরল উত্তর, কোন টিকিট নেই। বাইরে এসে দেখি আনসারদের পকেটে টিকিট, প্রতি টিকিটে মাত্র 200/- অতিরিক্ত। অতচ অন-লাইনে seat selection -এ ঘন্টাখানেক আগেও দেখেছি, কাউন্টারের জন্য নির্ধারিত 'আসন'সমূহের বেশিরভাগ ফাঁকা!

খুব জানতে ইচ্ছা করে, স্বাভাবিক উপায়ে একটি স্বাভাবিক টিকিট কিনতে কত দিন আগে কোথায় যেতে হয়?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: টিকিট বাজারে পাবেননা।তবে কালো বাজারে পাবেন।

বাদুরের মতো দিনে চোখে দেখেনা। রাত্রে চলে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

ইফতি সৌরভ বলেছেন: কথা সত্য। আর কষ্ট লাগে যখন কালোবাজারিদের সাথে 'চুক্তি' সম্পন্ন হবার পর টিকিট কাউন্টার থেকেই টিকিট প্রিন্ট করে! পুরাটাই যাদু!!

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

সুমন কর বলেছেন: সব সব দুর্নীতি .....

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

ইফতি সৌরভ বলেছেন: সহমত । সাধারণ মানুষ কি কখনও বের হতে পারবে না এদের খপ্পর থেকে?

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

জাহিদ হাসান মিঠু বলেছেন:


আমাদের রেলমন্ত্রী বংশরক্ষার কাজে ভেস্তো আছেন, তাই রেলের দিকে মনোযোগ দিতে পারতেছেন না।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

ইফতি সৌরভ বলেছেন: রেল তো লোহার তৈরি তাই দেরি করে এদিকে নজর দিলেও মনে হয় না দায়িত্ববানদের কোন সমস্যা হবে। কিন্তু মানবদেহ মাটির তৈরি তাই সব গুড়ো মাটি হবার আগেই যতটুকু পারা যায় নজর দিতেই হবে। তাই গুরুত্ব অনুধাবনপূর্বক অবশ্যই 'বংশরক্ষা' প্রকল্প অগ্রধিকার পাবে - এ স্বাভাবিক; আমরা আম-জনতা কি বলতে পারি?

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

তারেক_মাহমুদ বলেছেন: বাংলদেশে এটাই স্বাভাবিক ঘটনা

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

ইফতি সৌরভ বলেছেন: সাধারণদের জন্য খুব স্বাভাবিক। আমাদের কষ্টের পাহাড় না থাকলে তাহাদের বিলাসী রাজত্ব টিকবে কিভাবে?

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: আমি কোনো দিনই ট্রেনের টিকিট কিনতে পারি নাই।
ঈদের সময় ছাড়াও গিয়েছি। কিন্তু টিকিট পাই নি।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

ইফতি সৌরভ বলেছেন: কাউন্টার থেকে রেলের টিকিট পাওয়া বিশাল ব্যাপার তবুও রেলের লোকসানের পরিমাণটা দেখেন! কাউন্টারে টিকিট নেই অতচ রেল ছাড়ার সময় দেখি ভেতরে ফাঁকা! তখন টিটি সাহেব হয়ে উঠেন আরেক দস্যু। জনমানুষের রেলের লোকসান করার কোন কারণ নেই, দরকার স্বচ্ছ জবাবদিহিতা। রেলের সব টিকিট অন-লাইনে করে দেওয়া উচিত।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

জনৈক অচম ভুত বলেছেন: এ আর নতুন কি!

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

ইফতি সৌরভ বলেছেন: নতুন না কিন্তু কষ্টটা বারংবার ফিরে আসে

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

করুণাধারা বলেছেন: বেশিরভাগ মানুষের অভিজ্ঞতাই আপনার মত। মাত্র একজনকেই স্বাভাবিক উপায়ে টিকেট পেতে শুনেছি- একজন এম পি কে ধরে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

ইফতি সৌরভ বলেছেন: 'একজন এম.পি. ধরে......' জ্বী! খুবই স্বাভাবিক উপায়ে

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: কালোবাজারের কারণে টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয়।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৩

ইফতি সৌরভ বলেছেন: জ্বী! আর আমরাও কালোবাজারেই সমস্যা সমাধানের চেষ্টা করি। সব জায়গাতেই 'সিন্ডিকেট', শুধু সাধারণ মানুষদের জন্য কিছু নেই। অবশ্য সাধারণরা ভালো কিছু শুরু করলেও দ্রুতই তার ভিতরে 'পলিটিক্স' প্রবেশ করে সব কিছুর দফারফা করে দেয়। আমরা কবে সচেতন হব, কে জানে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.