নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ তার স্বপ্নের চাইতেও বড়মানুষ তার স্বপ্নের চাইতেও বড়

নিরপেক্ষ মানুষ

একজন সত্যিকারের ভাল মানুষ হিসেবে বেঁচে থাকাটাই লক্ষ্য।ভালবাসি স্বপ্ন দেখতে।অজীবন মানুষের সেবা করে যেতে চায়http://www.facebook.com/7Irfan2

নিরপেক্ষ মানুষ › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট বিশ্বে আবারো পেসার রাজত্ব দেখার জন্য তৈরি হউন

১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

একটা সময় ছিল যখন ব্যাটসম্যানরা খেলতে নামার আগেই পেসারদের নাম শুনেই ভয় পেয়ে যেত।প্রায় প্রতিটি দলেই ছিল বাঘা বাঘা সব পেসার।এরা কত ব্যাটসম্যানের যে রাতের ঘুম হারাম করে দিয়েছিল তার ইয়াত্তা নেই।তারপর সময়ের পরিক্রমায় সেই রাজত্বের অবসান ঘটে শুরু হয় ব্যাটসম্যানদের রাজত্ব।কিন্তু এই রাজত্বের অবসানের সময় মনেহয় ঘনিয়ে আসছে ! অন্তত পেসার তালিকা দেখে তো তাই মনেহয়।খুব সম্ভবত আর কয়েক বছরের মধ্যেই আবার ফিরে আসতে পারে সেই পেসার রাজত্ব ! বর্তমানে প্রায় সব দলেই বেশ দারুন দারুন কিছু পেসার উঠে আসছে।যারা হতে পারে আগামি দিনের ক্রিকেট বিশ্বের রাজা।তাদেরই কয়েকজনের নাম দিতে একটা চেষ্টা করলাম:-





নিউজিল্যান্ড:- মিলস,ম্যাকক্লিনাঘান,বোল্ট,সাউদি।







ওয়েস্ট ইন্ডিজ:- রামপল,টিনো বেস্ট,এডওয়ার্ড,কেমার রোচ।







পাকিস্তান:- ইরফান,জুনায়েদ,উমর গুল,ওয়াহেব রিয়াজ,আসাদ আলি,সোহেল তানভির।





অষ্ট্রেলিয়া:- স্টার্ক,বার্ড,সিডল,হিলফেনহস,প্যাটিনসন,কামিন্স,ফকনার ।





ইংল্যান্ড:- ব্রড,ফিন,ব্রেসনান,এন্ডারসন।





ভারত:- ভুবেনশ্বর কুমার,অশোক দিন্দা,বিনয় কুমার,উমেশ যাদব।





দ. আফ্রিকা:- স্টেইন,মরকেল,ম্যাকলারেন,মরিস,সোতসোবে,ফিনল্যেন্ডার।





শ্রীলংকা:- কুলসেকারা,ইরিঙ্গা,লামকল,পেরেরা।





জিম্বাবুয়ে:- জার্ভিস,ম্যাথ,মাসাকাদজা।





বাংলাদেশ:- রবিউল,তাসকিন,রুবেল, শফিউল... আরো অনেক আছে !!

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:১৩

মাহবু১৫৪ বলেছেন: নতুন আরো অনেক খেলোয়াড় উঠে আসবে। পুরোনো যারা আছেন তারা হয়তো খুব বেশিদিন ফিট থাকবেন না। দেখা যাক কি হয়

১৩ ই জুন, ২০১৩ রাত ১১:১৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: যাদের নাম দিয়েছি তারা আরো কয়েক বছর থাকবে

২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম তবে আপনি যেই নাম গুলা বলেছেন সবাইকে ব্যাটসম্যানরা ভালো ভাবেই মোকাবিলা করেছে । কিন্তু পাকিস্তানের গত ম্যাচে দেখলাম ওয়াহেব রিয়াজ এর ওভার গুলা । ১৪৮,১৪৯, ১৪৭,১৫১,১৫০,১৫১ স্পীডে । অবাক হলাম বলিং এ এতো স্পীড এবং লাইন লেন্থ সব ঠিক ।


২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: পাকিস্তানের বোলিং লাইন সবসময় ভাল থাকে।ওদের নতুন বোলার আসাদ আলিও বেশ ভাল বোলিং করে

৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

ভাল্লুক আকবর বলেছেন: পেস বোলাররা যদি ১৪৫ কি.মির বেশি জোরে বল না করতে পারে তাদের আমার বিধ্বংসী বোলার মনে হয় না। সেই হিসাবে আপনার অনেকেই বাদ যাবে। এখন ইরফান,জুনায়েদ,উমর গুল,ওয়াহেব রিয়াজ, স্টার্ক,বার্ড,সিডল, ব্রড,ফিন,স্টেইন,মরকেল ভাল লাগে।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: বর্তমানে গতির চেয়ে কার্যকারিতা ও ভ্যারিয়েশনটাই বেশি গুরুত্বপূর্ণ

৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৪

ভাল্লুক আকবর বলেছেন: দুনিয়া কাঁপানো পেস বোলার পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ থেকে বের হইসে সবসময়। ওইখানে বোলারদের বলে যে যত জোরে পার বল কর। যার পেস আসে তারে পরে ভ্যারিয়েশন শিখান যায়। কিন্তু আপনে ধরেন নিউজিল্যান্ডের মিলসরে দিয়া জিভনেও ১৫০+ বল করাইতে পারবেন না। ভাই পেস বোলার মানেই আক্রমণাত্মক কিছু যারা কিনা পিচে আগুন লাগায়া দিবে। যাদের বল খেলতে গিয়া ব্যাটসম্যানের বুক কাঁপবে। যাদের বাউনসারে ব্যাটসম্যানের চেহারা বছকায়া যাইব।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৭

নিরপেক্ষ মানুষ বলেছেন: টিনো বেস্ট,কেমার রোচ,ফিনল্যেন্ডার,স্টেইন,

৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৬

আশিকুর রহমান ১ বলেছেন: আমার সোনার বাংলার পেসারদের যা অবস্থা তাতে করে এদের পেসার না বলে রান মেকার বলা যায়! বিসিবির উচিত ওয়ার্ল্ড ক্লাস পেসার তুলে আনার দিকে বেশি গুরত্ব দেয়া। রুবেল-শাহাদাত আর আবুলের মতো আবাল মার্কা পেসার দিয়ে আর যাই হোক বড় টিমের সাথে ম্যাচ জেতা সম্ভব না। এই মুহূর্তে আমাদের মাশরাফির মতো ৩-৪ জন পেসার দরকার!

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: সহমত

৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৩২

যুবায়ের বলেছেন: চমৎকার একটি বিষয়ের উপস্হাপন... প্লাস++

একটি সময় ছিল পেসারেরা ছিল ত্রাশ....এরকম একটি জুটি দেখেছি
টু ডাব্লিউ বলতো বিশ্ব ক্রিকেট তারা হলেন ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরাম। এদের বলে ব্যটসম্যনদের চোখে সর্ষেফুল দেখতো..

তবে বর্তমানে দক্ষিন আফ্রিকার মরকেল পেস ভয়ংকর!!!..

পাকিস্হানের একটি বোলার ছিল যা ওয়াসিমের ২য় কপি হবার মত
কিন্তু ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ!!..
নাম হচ্ছে মোহাম্মদ আমের।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

নিরপেক্ষ মানুষ বলেছেন: আমির কিন্তু আবার আসতেছে

৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

নিরপেক্ষ মানুষ বলেছেন: ধন্যবাদ

৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩

খেয়া ঘাট বলেছেন: ভাল্লুক আকবর বলেছেন: দুনিয়া কাঁপানো পেস বোলার পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ থেকে বের হইসে সবসময়। ওইখানে বোলারদের বলে যে যত জোরে পার বল কর। যার পেস আসে তারে পরে ভ্যারিয়েশন শিখান যায়। কিন্তু আপনে ধরেন নিউজিল্যান্ডের মিলসরে দিয়া জিভনেও ১৫০+ বল করাইতে পারবেন না। ভাই পেস বোলার মানেই আক্রমণাত্মক কিছু যারা কিনা পিচে আগুন লাগায়া দিবে। যাদের বল খেলতে গিয়া ব্যাটসম্যানের বুক কাঁপবে। যাদের বাউনসারে ব্যাটসম্যানের চেহারা বছকায়া যাইব।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪২

নিরপেক্ষ মানুষ বলেছেন: টিনো বেস্ট,কেমার রোচ,ফিনল্যেন্ডার,স্টেইন

৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

লিঙ্কনহুসাইন বলেছেন: বর্তমানে পেসার বোলার বলতে স্টার্ক , স্টেইন কেই বুঝি বাকি সব ভুয়া !!

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: টিনো বেস্ট,কেমার রোচ,ফিনল্যেন্ডার,ভুবেনশ্বর কুমার

১০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৫০

তৌফিক মাসুদ বলেছেন: আমার খুব ভাল লাগেনা এখনকার পেসারদের। বরং ওয়াসিম, মেকগ্রা, ওয়াকার, ব্রেটলি, ওয়ালশ, এরাই ভাল ছিল।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: সেই যুগ কি আর আসবে...

১১| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অষ্ট্রেলিয়া আর ভারতের একটারেও চিনলাম না

বাংলাদেশের রবিউল ভালা করবে আশা করছি

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: B:-) B:-)

তাসকিন ও আছে

১২| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: গণহারে নাম দিয়া দিসেন দেহি!

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: কই B:-) B:-) B:-)

১৩| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:২৬

ক্ষণিকের আগুন্তক বলেছেন: হাসান মাহবুব বলেছেন: গণহারে নাম দিয়া দিসেন দেহি! B-)) B-)

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: B:-) B:-) B:-)

১৪| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বাংলাদেশরে নিয়া আশা করতে পারতাছি না এই ব্যাপারে......

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

নিরপেক্ষ মানুষ বলেছেন: মাইনাচ

১৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪২

~মাইনাচ~ বলেছেন: যুতসই হয়নি

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

নিরপেক্ষ মানুষ বলেছেন: হয়ত

১৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

প্রত্যাবর্তন@ বলেছেন: ভাই, বাদ রইল কে ?

১৭| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

নিরপেক্ষ মানুষ বলেছেন: অনেকে

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আছিফুর রহমান বলেছেন: আজাইরা লিষ্ট। যারা আনর্জাতিক ক্রিকেট খেলছে তাদের সবাইরেই ঢুকায় দিছে। কোন মানে নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.