নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ তার স্বপ্নের চাইতেও বড়মানুষ তার স্বপ্নের চাইতেও বড়

নিরপেক্ষ মানুষ

একজন সত্যিকারের ভাল মানুষ হিসেবে বেঁচে থাকাটাই লক্ষ্য।ভালবাসি স্বপ্ন দেখতে।অজীবন মানুষের সেবা করে যেতে চায়http://www.facebook.com/7Irfan2

নিরপেক্ষ মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রেমময় ৪ খানা অনুকাব্য :P :D

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩০

*যারা কাছে আছে

তারা কাছে থাকে

তারা তো পারেনা জানিতে

তাহাদের চেয়ে তুমি কাছে আছো

আমার হৃদয় খানিতে। (সংগৃহিত)





*সকাল আমার গেল মিছে,

বিকেল যে যায় তারই পিছে,

রেখো না আর,

বেঁধো না আর কলের কাছাকাছি,

আমি ডুবতে রাজি আছি। (সংগৃহিত)





*ভালোবাসা হয়ে যায় করা যায় না ,

লগ্ন যেমন বয়ে যায় ধরা যায় না।

সন্ধ্যার আকাশে উঠেছে যত তারা জ্বলে জ্বলে ,

রাত শেষে হবে যে সারা রিক্ত মন

তার ভরা যায় না ভালো লাগা চোখে নেশা স্বল্পক্ষণ ,

ভালোবাসা চিরন্তণ মনের বাধন।

(বান্ধবীর লিখে দেওয়া)





*হাজার বছর ধরে লুকিয়ে রেখেছি তোমারে

আমার মনের মন্দিরে ,

ফেলবোনা তোমারে ফেলবোনা গো দূরেছূরে,

লক্ষ দিনের আলোর আঁধারে যে রূপে রেখেছি তোমারে ,

সে রূপ করে রাখবো জড়িয়ে আমার ভালোবাসার কুঠিরে।

নতুন দিনের নতুন ভোরে ,

এক সুরে গেয়ে গান ,

ধন্য হবো দোঁহে

এই মোর প্রতিদান ।।

(বান্ধবীর লিখে দেওয়া)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

মায়াবী ছায়া বলেছেন: +++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১

নিরপেক্ষ মানুষ বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২

নিরপেক্ষ মানুষ বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: *সকাল আমার গেল মিছে,
বিকেল যে যায় তারই পিছে,
রেখো না আর,
বেঁধো না আর কলের কাছাকাছি,
আমি ডুবতে রাজি আছি।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: হাছানি লিঙ্কন ভাই :P

৪| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: +++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: ধন্যবাদ।আমার ব্লগে স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.