নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ তার স্বপ্নের চাইতেও বড়মানুষ তার স্বপ্নের চাইতেও বড়

নিরপেক্ষ মানুষ

একজন সত্যিকারের ভাল মানুষ হিসেবে বেঁচে থাকাটাই লক্ষ্য।ভালবাসি স্বপ্ন দেখতে।অজীবন মানুষের সেবা করে যেতে চায়http://www.facebook.com/7Irfan2

নিরপেক্ষ মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্যারোডি:-আমাদের ঢাকা শহর:P;)

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬

আমাদের ঢাকা শহর

চলে থেমে থেমে

সারাদিন রাস্তাঘাট

জ্যামে ভরা থাকে।

পার হয়ে যায়

সময়,পার হয় দিন

দুই পাশে লম্বাজ্যামে

শুধু গাড়ি আর গাড়ি।



ভ্যাঁনভ্যাঁন করে মাছি

কোথাই নেই তারা

রাস্তারধারে ডাস্টবিন

ময়লাতে ভরা।

হৈহোল্লোড় করে সেথা

পথশিশুর ঝাঁক

রাতে ওঠে থেকে থেকে

হুঁইসেলের হাঁক।



পাশাপাশি কোটাবাড়ি

গলিও আছে

ছিনতাইকারীর আড্ডা

তারি ফাঁকে ফাঁকে।



ছোট ছোট ছেলে মেয়ে

সকাল বেলাতে

ভারি ব্যাগ কাঁধে

ঘুম ঘুম চোখে স্কুলে চলে।

ছুটির দিনেও তারা

বিশ্রাম বাদ দিয়ে কোচিং এতে চলে।



গাড়ি ঘোড়া ভাঙ্গে পিকেটার

ককটেলও মারে

পুলিশ দৌড়াই তাদের

রাস্তাঘাটে।



আষাঢ় বাদল মাসে

ড্রেন ভর ভর

নৌকা ছুটিয়া চলে

রাস্তা বরাবর।

ড্রেনগুলো ভরে গিয়ে

পানি রাস্তায় উঠে

পথশিশুর দল তাতে

সাঁতার কেটে চলে।

মানুষে মানুষে

পড়ে যায় সাড়া

পোস্টের উৎসবে জেগে

উঠে ফেবুপাড়া।।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: ভালো হৈছে প্যারোডি।

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: থ্যাংকু থ্যাংকু

২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭

নিরপেক্ষ মানুষ বলেছেন: থ্যাংকু

৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

দি সুফি বলেছেন: হাহাহাহাহা ভালো হয়েছে =p~ =p~

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: থ্যাংকু

৪| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

দালাল০০৭০০৭ বলেছেন: কি প্যারোডিরে ভাই !!!

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: ভালা লাগে নাই?

৫| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪

মোমেরমানুষ৭১ বলেছেন: দারুন হয়েছে, নোংরা এই শহরে দম আটকে যাচ্ছে

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৯

নিরপেক্ষ মানুষ বলেছেন: থ্যাংকু।চট্টগ্রামে চইলা আসেন

৬| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪১

দালাল০০৭০০৭ বলেছেন: লেগেছে গ
:-)

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.