নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ তার স্বপ্নের চাইতেও বড়মানুষ তার স্বপ্নের চাইতেও বড়

নিরপেক্ষ মানুষ

একজন সত্যিকারের ভাল মানুষ হিসেবে বেঁচে থাকাটাই লক্ষ্য।ভালবাসি স্বপ্ন দেখতে।অজীবন মানুষের সেবা করে যেতে চায়http://www.facebook.com/7Irfan2

নিরপেক্ষ মানুষ › বিস্তারিত পোস্টঃ

অনলাইন শপ oo.com.bd, বিড়ম্বনার আরেক নাম

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬

অনলাইন শপ oo.com.bd, প্রতারণার আরেক নাম -_- -_-।যদি ঠকতে, প্রতারিত হতে না চান তাইলে এই সাইট থেকে কিছু কেনা থেকে ১হাজার হাত দূরে থাকুন :/ ।খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমার এদের এখান থেকে একটা হুডি কিনতে গিয়ে -_-।এদের এখানে একটা হুডি পছন্দ হওয়ায় অর্ডার করতে যাইয়া দেখি অর্ডার করার কোন অপশন নাই।শেষে লিঙ্কটা নিয়ে ফেবু পেইজে মেসেজ করার পর একটা নাম্বার দিল।দিলাম কল,কথা বলার পরে ঠিকানা পাঠাতে বললো এবং এটাও জানালো "টাকা চাইলে কিছু অগ্রিম পাঠাতে পারবো অথবা একসাথে প্রোডাক্ট পাঠানোর পরে পাঠাতে পারবো"।ঠিকানা জোগাড় করে কল দিলাম অর্ডার করার জন্য।প্রোডাক্ট নাম্বারটা জানানোর পরে জানালো এটা তাদের "স্টকে আছে এবং দুই দিনের মধ্যে ডেলিভারি দিয়ে যোগাযোগ করবে"।কিন্তু তিনদিন পরেও যোগাযোগ না করায় কল দিলে তারা জানায় এটা তাদের "স্টকে নাই" এবং আরো কিছুদিন সময় লাগবে।অথচ অর্ডার নেওয়ার সময় কিন্তু জানিয়েছে এটা স্টকে আছে -_-।তাও মেনে নিলাম যে এটা হতেই পারে। প্রশ্ন হচ্ছে, যেহেতু তারা কথা দিয়েছে দুইদিনের মধ্যে ডেলিভারি দিবে, কিন্তু কোন কারণে সেটা পারছে না, তাইলে কি তাদের এটা কাস্টমারকে নিজে থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল না ?? কিন্তু মহাশয়রা এটাও করে না।এরপর অর্ডার দেওয়ার ৭ দিন চলে যাওয়ার পরও ডেলিভারি না দেওয়াই কল দিলে বললো কমপ্লেইন নাম্বারে যোগাযোগ করার জন্য। যোগাযোগ করার পর বললো ২ ৩ দিনের মধ্যে ডেলিভারি দিবে এবং প্রোডাক্টের "দাম ৬৫০টাকা ও কুরিয়ার খরচ ১০০টাকা মোট ৭৫০টাকা" (যেটা তাদের সাইটে লেখা ছিল)। কুরিয়ার ফি ১০০ টাকা অবশ্যই "অগ্রিম বিকাশ করতে হবে" অথচ আগে বলেছিল অগ্রিম না করলেও চলবে !! যাই হউক, ১০০ টাকা অগ্রিম পাঠিয়ে দিলাম। তারপর ২দিনে ডেলিভারির বদলে ১০তম দিনে কুরিয়ার থেকে কল দিয়ে জানালো প্রোডাক্টটা এসেছে। প্রোডাক্ট নেওয়ার সময় কুরিয়ার দাবি করলো ৭৫০ টাকা ! বললাম ১০০টাকা যেহেতু অগ্রিম দিয়েছি সো এখন তো ৬৫০ টাকায় পাবে। তারা রশিদ দেখালো যেখানে "অগ্রিম পেমেন্টের জায়গায় লেখা ০ টাকা" !! দিলাম কল, এবার তারা জানালো প্রোডাক্টের দামই "৭৫০টাকা", এতে কুরিয়ার ফি এড নাই !! অথচ আগে বলেছে ফি এড করা আছে।বললাম, আমাকে জানানো হয়েছে আছে । উত্তরে তারা কইলো সে জানে না তাই বলছে !! মাথা গেল গরম হয়ে, যে সঠিক তথ্য জানে না সে কেন কাস্টমারের সাথে এটা নিয়ে কথা বলবে + অর্ডার নেওয়ার পর থেকে প্রায় ১০ বারের যোগাযোগের মধ্যে কোন বারই কেন এটা জানালো না যে কুরিয়ার ফি আলাদা ?? অনেক তর্কের পরেও তারা এটা স্বীকার করতে রাজি নয় যে তাদের ভুল হয়েছে । যখন কইলাম এই সাইট থেকে নিজে কিছুই তো কিনবো না এবং সবাইকে বলে দিব যেন এই সাইট থেকে কিছু না কিনে, তখন তারা আমারে লোভ দেখায় এরপর কোন প্রোডাক্ট অর্ডার করলে ১০০ টাকা ছাড় দিবে ।কিন্তু সাফ কইয়া দিছি ওই সাইটে আর কখনোই যামু না ।আপনারাও যাইয়েন না...

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২১

আহসানের ব্লগ বলেছেন: কোন ওয়েব সাইট? o.O

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২২

নিরপেক্ষ মানুষ বলেছেন: oo.com.bd

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১

শাহ আলম বাদশাহ বলেছেন: ০ মানেইতো ০ রে ভাই

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

নিরপেক্ষ মানুষ বলেছেন: ঠিক ঠিক

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ভ্রাতা।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: সকালে ওরা কল করে প্রশ্ন করছে আমি কেন পোস্টটি এভাবে লিখেছি ?? সোজা বলে দিয়েছি আমার আভিজ্ঞতা কিভাবে লিখবো সেটা আমার ব্যাপার

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

এহসান সাবির বলেছেন: কিনব না কিছু ওখান থেকে।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

নিরপেক্ষ মানুষ বলেছেন: ভুলেও যাইয়েন না

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

নতুন বলেছেন: কাস্টমার সাভি`স শিখতে হবে এদের...

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

নিরপেক্ষ মানুষ বলেছেন: ওরা এখনো স্বীকার করছে না যে ওরা ভুল করেছে !! উল্টো আমাকেই দোষী বানাতে চাচ্ছে, আমি কেন জিনিসটা ফেরত না পাঠিয়ে গ্রহন করলাম !!

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

ভিটামিন সি বলেছেন: দুইটা মাষ্টার কার্ড থাকা সত্বেও আমি অনলাইনে বিশ্বাসী নই। মার্কেটে যাই, ২০টা দেখি, ২টা/১টা কিনি। নিজ হাতে দেখে কেনার মজাই আলাদা।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: এটাই আমার ১ম বার।আর তাতেই এ অবস্থা

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: ইসস এই সেবা দিয়ে ওরা টিকে থাকে কিভাবে ওরাই জানে। যেহেতু অনলাইনে কেনা আমাদের দেশে এখনও জনপ্রিয় না, তারা পারত ভাল সেবার মাধ্যমে গ্রাহক ধরে রাখতে। কিন্তু সেবার মান যা শুনলাম, কোন গ্রাহক আর ২য় বার ও পথে যাবে না।
তার মানে ৭৫০ টাকার প্রোডাক্ট কিনতে আপনার খরচ হয়েছে প্রায় ১০০০ টাকা। ৭৫০ টাকা পণ্যের দাম, ১০০ টাকা কুরিয়ার আর ১৫০ টাকা (প্রায়) মোবাইল বিল+কুরিয়ার অফিসে যাওয়া-আসা বাবদ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২১

নিরপেক্ষ মানুষ বলেছেন: সেটাই । কথা ছিল হোম ডেলিভারি দিবে,অথচ আমাকেই কুরিয়ারে যেতে হয়েছে !!!

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা, ওরা যদি আর একবার ফোন করে, আপনি সেটা রেকর্ড করে রাইখেন, আর আপনাকে যে হ্যারাজ করেতেছে তা নিয়ে লিখেন। প্রয়োজনে আমি আপনার ঐ পোস্ট ও বিষয় নিয়ে লিখবো! ফাজলামি পাইছে। ওরা ব্যাবসার কি বুঝে কে জানে! কিভাবে কাস্টমার মেইন্টেইন করতে হয়, ধরে রাখতে হয় তা নিয়ে তাদের বিন্দুমাত্র বালাই নেই! আহা, কতো বড় ব্যাবসায়ী তারা! ভুল করে উল্টো আবার জবাবদিহি চায়!

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: ডেলিভারি নেওয়া সময় যখন কথা হয়েছিল তখন বললো যে ৬৫০ টাকা বলেছে সে জানে না তাই বলেছে।কিন্তু পরের দিন কল করে বলে তাদের কেউ নাকি এমন কথা বলেই নাই !!! এমনকি উল্টো আমাকেই দোষী করছে কেন আমি প্রোডাক্টটা গ্রহণ না করে ফেরত পাঠিয়ে না দিয়ে গ্রহণ করলাম !!! তারা কইতাছে আমি কেন এই পোস্টে আমার ভুল গুলো লিখি নি, যখন বললাম আমি যেভাবে আপনাদের ভুলগুলো পয়েন্ট আকারে বলেছি সেভাবে আমার ভুলগুলোও বলেন।তখন তারা আর উত্তর না দিয়ে কথা ঘুরাইতে থাকে... তারা কোনভাবেই তাদের যে ভুল হয়েছে সেটা স্বীকার করতে রাজি নয়

আমার ভুল হয়েছে ৩টা । ১. তাদের ওখানে প্রোডাক্ট অর্ডার করেছি, ২. কথাগুলো রেকর্ড করে রাখিনি, ৩. ওদের যার সাথে কথা বলছি তার নাম জেনে রাখিনি

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫২

হাসান মাহবুব বলেছেন: আইচ্ছা যামু না।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: গেলেই ধরা খাইবেন...

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

কলমের কালি শেষ বলেছেন: হুম যামু না ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: গেলেই ধরা খাইবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.