নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ তার স্বপ্নের চাইতেও বড়মানুষ তার স্বপ্নের চাইতেও বড়

নিরপেক্ষ মানুষ

একজন সত্যিকারের ভাল মানুষ হিসেবে বেঁচে থাকাটাই লক্ষ্য।ভালবাসি স্বপ্ন দেখতে।অজীবন মানুষের সেবা করে যেতে চায়http://www.facebook.com/7Irfan2

নিরপেক্ষ মানুষ › বিস্তারিত পোস্টঃ

পরিবার থেকে সাপোর্ট দিচ্ছে না[/sb]

১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৭

নতুন বিজনেস শুরু করতে যাওয়া কারো জন্য খুবই কমন একটা বিষয়। সবার ক্ষেত্রেই গল্পটা কমন, পরিবার বিজনেস না করা করে চাকরি করতে বলছে। আসুন পরিবার কেন এটা বলে সেটা একটু গভীর ভাবে ভেবে দেখ

চাকরি একটা নিরাপদ ইনকামের পথ আমরা সবাই জানি, ব্যাবসা বিশেষ করে নতুন ব্যাবসা সবসময়ই একটা ঝুঁকিপূর্ণ কাজ। এখানে আপনি সফল হতেও পারেন, আবার বিফলও হতে পারেন। অপরদিকে এটাই স্বাভাবিক যে কোন বাবা মা চান না তার সন্তান নিরাপদ পথ বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ কোন কিছু করুন। তারা ভয় পান, আপনি যদি বিফল হন তাহলে কেমন সমস্যায় পড়বেন সেটা ভেবে। ঠিক এই জায়গাটা থেকেই ব্যাবসায়ের শুরুতে পরিবার সাধারণত সাপোর্ট করে না।

তাহলে কি করবেন?? পরিবারের অমতেই শুরু করবেন নাকি থেমে যাবেন। আমার দৃষ্টিকোন থেকে সহজ সমাধান হল, "আপনি কি করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন, কিভাবে করবেন,সফল হলে কি হবে, ব্যার্থ হলে তখন কি করবেন" এই পয়েন্টগুলো তাদের সাথে বসে ১০০% ক্লিয়ার করে নিবেন, এবং তাদের থেকে একটা সুযোগ চাইবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি পারফেক্টলি কাজটা করতে পারেন তাহলে আপনার অনুমতি এবং সাপোর্ট পাওয়ার সম্ভাবনা ৮০%

সো? বসে আছেন কি করতে?? সব কিছু নিজে ভালভাবে ভেবে বসে পড়ুন বাবা মাকে নিয়ে আপনার প্ল্যান সম্পর্কে জানাতে

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমি বসে নেই, আপনার পোষ্ট পড়ার পর, অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা করার জন্য প্ল্যান করে ফেলেছি; দেশের কোন এলাকায় নিমোনিয়া বেশী বেশী হচ্ছে, কোন আইডিয়া?

৩| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @চাঁদগাজীঃ এই ব্যাপারে বিনা পয়সায় কোন ডাটা আপনি পাবেন বলে মনে হয় না।

ব্লগার নিরপেক্ষ মানুষ একজন তরুন উদ্যোক্তা। নিজের অবস্থান থেকে শত প্রতিকুলতা পার হয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন। উনার সম্পর্কে অনেকেই হয়ত জানেন না।

৪| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:০৯

নেওয়াজ আলি বলেছেন: পুকুরে মাছ চাষ করতেছি। সবজি করেছি ।

৫| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৪

সত্যপীরবাবা বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা
"ব্লগার নিরপেক্ষ মানুষ" সম্পর্কে জানানোর জন্য কৃতজ্ঞতা। তা্ঁর সাফল্য কামনা করি।
আশা করি, উনি যেহেতু "নিজের অবস্থান থেকে শত প্রতিকুলতা পার হয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন" ... চাঁদগাজীর এই খো্ঁচানো ধরনের কমেন্ট সয়ে নিতে/অগ্রাহ্য করতে জানেন।

অ.ট. অনেক আগে ব্লগে ব্লগারদের পরিচিতিমূলক কিছু পোস্ট দেয়া হতো যতদূর মনে পরে। ভিন্ন ধরনের কিছু করছেন (এই তরুন উদ্যোক্তা, উদাহরন হিসেবে) এমন ব্লগারদের নিয়ে কি সেই রকম পরিচিতিমূলক পোষ্ট ব্লগ কর্তৃপক্ষের কাছ থেকে আশা করা যায় (সাধারন ব্লগারদের একে অন্যের পরিচিতিমূলক না, সেই পোস্টগুলো বড্ড অগভীর, পরস্পরের পীঠ চুলকানিসুলভ হয়ে যায়)? বিশেষভাবে তা্ঁদের উদ্যোগ, সাফল্য (ব্যর্থতাও, ব্যর্থতা থেকে পরিবর্তিতে কেউ হয়ত সাফল্যের সুত্র খু্ঁজে পাবেন), বা্ঁধা বিপত্তি পার হওয়ার প্রচেষ্টা ইত্যাদি। আমরা ব্লগারা সেইসব জেনে হয়ত তা্ঁদের প্রচেষ্টায় সহযোগী হতে পারব (তা্ঁদের ইচছা থাকলে, অবশ্যই)।

৬| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @সত্যপীরবাবা
অবশ্যই সেই চেষ্টা করাই যায়। অনেকেই অবশ্য বিষয়টা গোপন রাখতে পছন্দ করেন। আমি চেষ্টা করব সামনে এমন কিছু করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে। :)

৭| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার পরিবার কি করে।তারা যদি চাকুরি করে তবে ব্যবসার কথা খুব একটা বোঝবে না,যদি ব্যবসা করে তবে চাকুরি করতে নিরুৎসাহীত করবে।আপনার যেটা করতে ভালোলাগে সেটা করুন।

৮| ১৭ ই জুন, ২০২০ রাত ১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যবসা করতে অনেক টাকা লাগে। একটা অফিসস্পেস, ডেকোরেশন, অফিস স্টাফ, নিজের রুম ডেকোরেশন, ফ্রিজ, এসি অনেককিছু, তাছাড়া মানানসই ড্রেসাপ ভালো স্যুট শু এসব কেনাকাটারও অনেক খরচ। সব পরিবারের এত টাকা দেয়ার সাধ্য থাকেনা।

৯| ১৭ ই জুন, ২০২০ রাত ১:৪৫

নতুন বলেছেন: ব্যাবসা এবং চাকুরী দুটোটেই চ্যালেন্জ আছে।

আমিও চাকুরী করছি কিন্তু উদোক্তা হতে চেস্টা করছি। ব্যাটে বলে হচ্ছে না।

গত কয়েক বছরে ২টা ব্যবসা নিয়ে চেস্টা করেছি কিন্তু পরিবারের কেউই সাহাজ্য করেনাই। তারা বলেছে দেশে এই ব্যবসা ভালো হবেনা। কিন্তু এখন ৫ বছর পরে স্বীকার করে যে তখন করলে খুবই ভালো হতো।

এগিয়ে যান অবশ্যই সফল হবেন।

একটা জিনিস মানুষ বোঝে না। যে

পৃথিবির কিছু মানুষ ব্যবসা করেছে। আর বাকি সব চাকুরী ঐ ব্যবসায় কাজ করছে।

তাই ব্যবসাই আসল, চাকুরী পরে আসে। তাই ছোট বা বড় যেই ব্যবসা হউক না কেন তাকে মনে এক রকমের শান্তি থাকে মনে।

১০| ১৭ ই জুন, ২০২০ সকাল ৮:০১

বিজন রয় বলেছেন: নিরপেক্ষ মানুষ .. আপনার সফলতা কামনা করি।

তবে সবার দ্বারা সবকিছু হয় না।

শুভকামনা।

১১| ১৭ ই জুন, ২০২০ সকাল ৮:৫০

নিরপেক্ষ মানুষ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। সিজনাল বিজনেস করার চাইতে আমি সবসময় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিজনেসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর বিজনেস করতে গেলে ডাটা কালেকশ, ডাটা এনালাইসি, প্ল্যানিং এসব অবশ্যই আপনাকেই করতে হবে

১২| ১৭ ই জুন, ২০২০ সকাল ৮:৫১

নিরপেক্ষ মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করছি, লেগে আছি। দোয়া করবেন যেন লক্ষ্যেে পৌঁছাতে পারি

১৩| ১৭ ই জুন, ২০২০ সকাল ৮:৫৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: কৃষিতেই মুক্তি। এই করোনাকালিন সময়ে অর্গানিক ফুডের চাহিদা প্রচুর,সামনের দিনগুলোতে আরো অনেক বেড়ে যাবে। তাই আপনি যদি এই জায়গাটাতে হিট করতে পারেন তো ছক্কা

১৪| ১৭ ই জুন, ২০২০ সকাল ৮:৫৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: আমার পরিবারে কেউ বিজনেস করে না। কিন্তু আমি বিজনেস নিয়ে দারুন সাপোর্ট পেয়েছি কারণ আমি আমার টার্গেট পরিষ্কার করে বুঝিয়ে বলতে পেরেছি

১৫| ১৭ ই জুন, ২০২০ সকাল ৮:৫৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার কথাটা ভুল নয় আবার ভুল। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো একটা বিজনেসের শুরুর সময়কার নয়, স্ট্রাগল পিরিয়ড পার করার পরের সময়কার। ঐ সময়ে এই বিষয়গুলোর খরচের টাকা আপনি বিজনেস থেকেই তোলে আনতে পারবেন। আমি নিজে বিজনেস শুরু করেছি ৫০০ টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ তিন বছর পরে চট্টগ্রামের বেস্ট অনলাইন সুইটস শপটাই আমার

১৬| ১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার উপর কেউ নির্ভরশীল না থাকলে ব্যবসার চেষ্টা করে দেখতে পারেন। যে যাই বলুক নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.