নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ তার স্বপ্নের চাইতেও বড়মানুষ তার স্বপ্নের চাইতেও বড়

নিরপেক্ষ মানুষ

একজন সত্যিকারের ভাল মানুষ হিসেবে বেঁচে থাকাটাই লক্ষ্য।ভালবাসি স্বপ্ন দেখতে।অজীবন মানুষের সেবা করে যেতে চায়http://www.facebook.com/7Irfan2

নিরপেক্ষ মানুষ › বিস্তারিত পোস্টঃ

কনটেন্ট টিপস

০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৫৯

কনটেন্ট বলতে কি বুঝায় সেটা মোটামুটি আমরা সবাই জানি। এই যে আমরা পোস্ট লিখছি এটা, ছবি আপলোড করছি,ভিডিও আপলোড করছি সবই কনটেন্ট। ছবি,ভিডিওর দিকে আমি যাচ্ছি না, আমি লিখিত কনটেন্টের কিছু টিপস শেয়ার করতে চাই আপনাদের সাথ। প্রথমেই বলে রাখি আমি কনটেন্ট লেখায় অত ভাল না,আমি নিজেই এখনো শিখছি বিভিন্ন মাধ্যমে। সেই শেখা থেকেই কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই জাস্ট। আমি যেভাবে কনটেন্ট লিখি মূলত সেসব নিয়েই আপনাদের সাথে একটু শেয়ার করার সাহস করছি

১. হেডলাইন ঃ– যে কোন ধরণের কনটেন্টের জন্য একটা ক্যাচি হেডলাইন খুবই জরুরি। ফেসবুকের রিসার্চ ডাটা অনুসারে মানুষ একটা কনটেন্টের পিছনে ১ সেকন্ডেরও কম সময় ব্যায় করে। তাই আপনার হেডলাইনটি এমন হতে হবে যাতে পড়া মাত্রই মানুষ সেখানে আটকে যেয়ে পুরো লেখাটি পড়তে আগ্রহী হয

২. জ্ঞানঃ– আপনি একটি ভাল কনটেন্ট তখনই লিখতে পারবেন যখন সেই বিষয়ে আপনার ভাল জ্ঞান থাকবে। আপনি যতবেশি জানবেন ততই ভাল লিখতে পারবেন এটা খুবই কমন বিষয়। তাই কোন টপিকসে লেখার আগে সেটা সম্পর্কে কিছু পড়ালেখা করে নেওয়া ভাল। কনটেন্টে ইনফরমেটিভ কিছু তথ্য এড করুন। এতে কনটেন্টের মান বাড়বে

৩. উদাহরণঃ– খেয়াল করে দেখুন, আপনি নিজে কিন্তু কোন একটু বিষয় সাধারণভাবে যেভাবে বুঝতে পারেন তার চাইতে ভাল বুঝতে পারেন যদি উদাহরণ দিয়ে কেউ সেটা বুঝায়। তাই চেষ্টা করুন কনটেন্টে উদাহরণ ব্যাবহার করতে, এতে বিষয়টি বুঝা অনেক বেশি সহজ হয়।

৪. সহজ ভাষাঃ– আপনি নিজে ভাবুন তো, কোন ধরণের কথা আপনি নিজে পছন্দ করেন?? সহজভাবে কিছু বলা নাকি একটু অফিশিয়ালি কঠিন টাইপের কথা?? নিশ্চয় সহজ,তাই না? তাই আপনার কনটেন্ট লেখার সময়ও চেষ্টা করুন নিজের মত করে সহজ ভাষায় লেখার জন্য

৫. প্যারাগ্রাফ নয় রচনাঃ– এই বিষয়ে মোটামুটি আমরা সবাই ভুল করি। আমরা একসাথেই সব লিখে ফেলি যার ফলে লেখাটা হয়ে যায় বোরিং। কিন্তু সেটা না করে আমি এই পোস্টটি যেভাবে স্পেস দিয়ে দিয়ে প্যারা আকারে লিখছি সেভাবে যদি লিখেন তো লেখাটা পড়তে চোখের আরাম হয়, বিষয়টা বুঝতে সুবিধা হয়।

৬. ছবিঃ– একটি রিসার্চ ডাটা অনুসারে যে কনটেন্টে ছবি থাকে সেটা অন্য কনটেন্টের তোলনায় ৭৪% বেশি রিচ হয়। তাই চেষ্টা করুন যে টপিকসে কনটেন্ট লিখছেন সেই রিলেটেড কোন ছবি এড করতে। এতে আপনার কনটেন্টের রিচ অনেক বেড়ে যাবে

৭. প্রশ্ন ছুড়ে দেওয়াঃ– আপনি পুরো কনটেন্ট লিখার শেষে একটা উপসংহার টেনে পাঠকের কাছে প্রশ্ন ছুড়ে দিতে পারেন,কুইজ এড করে দিতে পারেন। এতে কনটেন্টে কমেন্টস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ মানুষ প্রশ্নের উত্তর, কুইজ দিতে পছন্দ করে।

৮. সময়ঃ– এই ভুলটা আমরা মোটামুটি সবাই করি। ফেসবুকের কিছু পিকটাইম,অফপিক টাইম আছে। কিছু সময়ে ফেসবুকে মানুষের এক্টিভিটি বেশি থাকে,কিছু সময়ে কম। এই কারণে দেখবেন কিছু নির্দিষ্ট সময়ে কোন পোস্ট করলে এক মিনিটেই ১৫-২০ টা লাইক চলে আসে,আবার কিছু সময়ে ৩০ মিনিটে ৫টা লাইকও আসে না। তাই পিকটাইম খুঁজে বের করে সেই সময়ে কনটেন্টটি পোস্ট করুন, এতে ভাল রিচ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়

৯. ইমুজিঃ– কনটেন্ট ইমুজির ব্যাবহার খুব গুরুত্বপূর্ণ। কঠিন জায়গায় সঠিক ইমুজির ব্যাবহার করলে পাঠক কনটেন্টের সাথে অনেক বেশি কানেক্টেড হয়। তবে এখানে লক্ষ্য রাখতে হবে ইমুজির ব্যাবহার যেন অতিরিক্ত না হয়ে যায়

মোটামুটি আমি নিজে কনটেন্ট লেখার সময় এই টিপসগুলো কাজে লাগানোর চেষ্টা করি। জানি না এগুলো কতটুকু কার্যকরি, তবে কিছুটা তো বটেই। আমি নিজেও এখনো শিখছি,আপনাদের থেকেই শিখছি। তাই টিপসগুলো কেমন লাগলো, এই বিষয়গুলো আগে থেকে কেমন ফলো করতেন, আমার কোথায় কোথায় ভুল আছে সেসব কমেন্টসে জানিয়ে দি

কাজি ইরফান

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ টিপস দেওয়ার জন্য।

২| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধ হলাম।

৩| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

ডি মুন বলেছেন: চমৎকার গোছানো পোস্ট।
আশাকরি, অনেকেই এ থেকে উপকৃত হবে।

৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ১০:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইমুজি কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.