নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জরীফ উদ্দীন

জরীফ উদ্দীন

মন জোগাতে নয় জাগাতে

জরীফ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

কবিতা "তুমি কে?"

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৫

'তুমি কে আসিলে' বল তুমি কে?

তোমাকে দেখে জীবন ডাইরীর কালো অধ্যায়

আজ আলোকিত হয়ে ফাল্গুনের স্বরলিপি গায়

চুপিচুপি গুনগুনিয়ে।

মনটা আমার হয়ত জীবন দার বনলতার মতো

বলতে চায় "এত দিন কোথায় ছিলে।"



' তুমি কে আসিলে' বল তুমি কে?

তোমার পদেপদে পথের শুকনো পাতা

হাত তালি দেয় মরমরিয়ে।

মাতাল হাওয়ায় উঠলো যে ঐ

উড়িয়ে নিতে তোমার কালো কেশ।

কবি মন হকচকিয়ে হয়ত জসীমের কলমের মতো

থমকে দাড়ায় পল্লিবালা দেখার তরে।



'তুমি কে আসিলে' বল তুমি কে?

ডাইনী পুরী জাগিল কেন এত কোলাহল?

পাখিরা গাওয়া করল শুরু মন মাতানো গান।

ফুল ফোটানোর অায়োজন।

ভ্রমরের উড়াউড়ি, মৌমাছির মধু সংগ্রহ।

কটকটি কোথায় আজ পালাল?

কিরনমালাকে দেখে।

আচ্ছা তুমি কিরণ মালা নওতো?



'তুমি কে আসিলে' বল তুমি কে?

যাকে আমি খুঁজেছি সেই বয়ঃসন্ধি থেকে,

যার জন্য আমি সাজাই

রং নাম্বারে দিবা নিশির কাব্য

যাকে নিয়ে বুনেছি হাজারো স্বপ্ন জাল।

যাকে অনুভব করি বুকের বাম পাজরে।

তুমি সে নও তো, তবে তুমি কে?



==============================

জরীফ উদ্দীন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৮

জরীফ উদ্দীন বলেছেন: বড় অবেলায় পেলাম দেখা এখনই যাবে হারিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.