নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জরীফ উদ্দীন

জরীফ উদ্দীন

মন জোগাতে নয় জাগাতে

জরীফ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

সিগারেট ও তুমি

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

সিগারেটে শেষ টান দিয়ে ধোয়ার
কুন্ডলী পাকিয়ে আস্তে আস্তে ছেড়ে
দিচ্ছি আকাশে। এরই মাঝে
কখন তন্দ্রা এসেছে জানি না।
অথচ রেলস্টেশন লোকে গিজগিজ করছে।
প্লাটফর্মে ঠান্ডা কম হওয়ায় সূর্যর তেজ রশ্মিতে।

হঠাৎ ফোনটা বেজে উঠল তীর্ব সাইরেন বাজিয়ে।
ডান হাতটা পকেট হাতরিয়ে বাহির করল মোবাইল ফোন।
রিচিব করতে মনটা চাচ্ছে না।
অনিচ্ছায় স্কিনে চোখ রেখে আমি অবাক।
তুমি ফোন করেছে।
তাহলে কি আবারো আমার ধরণীতে ফাগুন এলো বসন্তের সাজ নিয়ে হাড় কাঁপানো শীতে?
তাহলে কি আমার মরা নদীতে এলো জোয়ার?
এ কি আমার সুভাগ্য না মন্দ ভাগ্যের আহ্বান?
হউক এতদিন পরে আমার কথা মনে পরেছে।
তবুও ফোন রিচিব করলাম না পুরাতন কোন আত্মাভিমানে।

পকেটে রাখা শেষ সিগারেটের মাথায় আগুন লাগিয়ে সব চিন্তাকে বিদায় দিয়ে নিকোটিনের বিষাক্ত ধোয়ার কুন্ডলী পাকিয়ে বাতাসে উড়ে দেই ভাবনাহীন।
মোবাইল সাইলেন্ট করলাম আর একবার টোন বাজার আগেই।

উত্তর দিক কাঁপিয়ে তীর্ব সাইরেন বাজিয়ে ট্রেন আসলো।
দীর্ঘ অপেক্ষার ট্রেন।
তবুও চরলাম না তাতে।
টিকেট উড়ে দিলাম আকাশে।
প্লাটফর্ম ছেড়ে হাটা শুরু করলাম রাস্তার দিকে।
যে রাস্তাটি চলে গেছে সোজা ব্রম্মপুত্রের বুক বরাবর।
সিগারেট হাতে আছে ভুলেই গেছিলাম। এমন কি ভুলে গেছি তোমার কথাও।
আর কত মনে রাখব তোমাকে?

যে সিগারেটকে এতো যতনে রেখে চুমু দেই পরম ভালোবাসায়।
সেই নিমকহারামী সিগারেট আমার হাতের দুটো অাঙ্গুল পুড়ে দিল।
তুমি তো অন্তরটা আগেই পুড়িয়ে দিয়েছো।
কোন তফাৎ নেই তোমাদের মাঝে।
কোন তফাৎ নেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৬

জরীফ উদ্দীন বলেছেন: যে সিগারেটকে এতো যতনে
রেখে চুমু দেই পরম ভালোবাসায়।
সেই নিমকহারামী সিগারেট
আমার হাতের দুটো অাঙ্গুল পুড়ে
দিল।
তুমি তো অন্তরটা আগেই পুড়িয়ে
দিয়েছো।
কোন তফাৎ নেই তোমাদের
মাঝে।
কোন তফাৎ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.