নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জরীফ উদ্দীন

জরীফ উদ্দীন

মন জোগাতে নয় জাগাতে

জরীফ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

আজ ও আগামীটা আমাদের

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

গ্রামে সালিশ বসেছে। গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে সালিশের কাজ শুরু হল। হঠাৎ করে এক তরুণ ছেলে একটা রায় ঘোষণা দেওয়ার জন্য উপস্থিতির দৃষ্টি আকর্ষণ করলে এক বয়স্ক ব্যক্তি বললেন, “এয় বান্দর তোরে এখানে কে ডেকেছে রে? তোর বাবা এখানে আছে উনি এখনও কোন কথা বলল না আর তুই বলছিস? ইচরে পাকা, ভদ্রতা শিখিসনি? বাপের চেয়ে ব্যাটা বড়।” ছেলেটি আবারো মিনুতীভরা কণ্ঠে ভুল স্বীকার করে বলল, “ আচ্ছা বলতে পারবেন কে মোবাইল আবিষ্কার করেছে?” কেউ বলতে পারল না বরং সবাই তার দিকে চেয়ে থাকলে সে বলল, “ মোবাইল আবিষ্কার করেছেন মার্টিন কুপার। আচ্ছা কুপারের বাবাও তো মোবাইল আবিষ্কার করতে পারত। তার বাবা আবিষ্কার করলেন না কেন?” মিটিং এর সবাই নিশ্চুপ। এই নিরবতার মাঝেও সেই লোকটি ছেলেটিকে থামিয়ে দিল ইচ্ছে মতো বকে। এই হলো আমাদের সমাজ। আমাদের সমাজ চায় না তরুণেরা এগিয়ে যাক। তাদের সাথে অংশগ্রহন করে ভবিষ্যতের জন্য তৈরি হউক। তারা একবার ভেবে দেখে না তারাও একদিন তরুণ ছিল। আজ তারা যে স্থানে আছে একদিন তারা সেখানে ছিলেন না। তাদের মানতে কষ্ট হয় সুকান্তের সেই অমিয় বাণী
‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাস যোগ্য ক’রে যাব আমি-
নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’

কেউ কিছু দেয় না, নিতে হয়। আমরা যারা তরুণ আছি তাদের সবাইকে এই নীতি আজ মানতে হবে। হয়ত আজ আমরা ছোট, কিছুই বুঝি না, ওরা বলে। কিন্তু কাল আমরা ছোট থাকব না। ইতিহাস দিব্যি স্বাক্ষি দেয়। তরুণ মানেই বড় কিছু। তরুণ মানেই নতুন কিছু। পৃথিবীর ইতিহাস থেকে জানা যায় বিশ্বে যত পরিবর্তন সাধিত হয়েছে। যত বিপ্লব সাধিত হয়েছে তা তরুণদের দ্বারা। তারুণ্য এমন এক শক্তি যার বিরুদ্ধে কখনো কোন শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি, পারবেও না। বিভিন্ন কবি-সাহিত্যিকদের সৃষ্টিতে আমরা তারুণ্যের শক্তি প্রতিধ্বনিত হতে দেখেছি বারবার। এই পৃথিবীতে তারুণ্যের শক্তি অদ্বিতীয়। যুগে যুগে যত অত্যাচারী শাসক ছিল তাদের পতনের মহানায়ক হিসেবে তরুণেরাই এগিয়ে ছিল। তরুণেরা বসে থাকে না। আজ পৃথিবীর সর্বচ্চ হিমালয়ের চূড়া থেকে শুরু করে ইংলিশ চ্যানেল কিংবা আফ্রিকার আমাজনের গহীন জঙ্গল এমন কোন স্থান নেই যেখানে তরুণের পদচিহৃ অঙ্কিত হয়নি। যা কেউ অস্বীকার করতে পারবে না। আমরা গলা উঁচু করে বলতে পারি পৃথিবীটা তরুণদের। আমরা যারা তরুণ আছি আমাদের। আর আগামীতে আমাদের ঘারের উপর এসে পড়বে পরিবার, সমাজ, রাষ্ট্র আর এগুলোর গুরুদায়িত্ব। তার মানে পরিষ্কার ভাবে বুঝা যায় আগামীটাও আমাদের। এজন্য আমাদের এখন থেকে তৈরি হতে হবে। সর্বক্ষেত্রে বিচরণ করতে হবে। জানতে হবে প্রচুর ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-দর্শন, জ্ঞান-বিজ্ঞানকে, পৃথিবীকে আনতে হবে আমাদের হাতের মুঠোয়। যার মধ্য দিয়ে আমাদের চোখের সামনে ফুটে উঠবে মানুষের জীবন দর্শণ। যুক্ত হতে হবে স্বচ্ছ রাজনীতির সাথে। সম্পৃক্ত হতে হবে উন্নয়নমূলক কর্মকা-ে। ভাবতে হবে সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি নিয়ে। তরুণদের একযোগে কাজ করার মাধ্যমে আগামীর বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভাবে একটি পরিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। যেখানে মানুষ অর্থনৈতিকভাবে কষ্ট পাবে না, না খেয়ে থাকবে কোন শিশু, কোন মানব সন্তানকে ঘুমাতে হবে না ফুটপাতে কিংবা রেল ষ্টেশন অথবা ঘাটে। হাসপাতালের টাকা পরিশোধ করার জন্য কোন নারী তার সদ্য প্রস্ফুটিত কলিকে বিক্রি করবে না কিংবা হাসপাতালে রেখে পালাবে না। অসুস্থ বাবার চিকিৎসার জন্য কোন স্কুল পড়–য়া ছেলেকে কাজ করতে হবে না চায়ের দোকানে। মেধাবী কোন ছাত্রকে রিক্সা চালিয়ে যোগাতে হবে না পড়ার খরচ, কোন মেধাবী ছাত্রীকে দেহকেই মূলধন করে ব্যবসা করতে হবে না হোটেলে।

তরুণ তৈরি আছ তো?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

জরীফ উদ্দীন বলেছেন: The village sits arbiter. The
presence of the elite begin
arbitration. Suddenly a young boy
when a verdict is to draw attention
to the presence of one of the old
man said, "Who wants to Toure
eya monkey-ray? Yet he did not
tell your parents are here, and
you're talking about? Icare ripe,
sikhisani manners? Is bigger than
his father. "He's apologized and
said minutibhara again," Can you
tell me who invented the mobile?
"No one could tell him to his face,
but all she says is," Martin Cooper
invented the mobile. Cooper's
father could find the right mobile.
Why did not find his father? "The
silent meeting. Despite the silence,
the man stopped him whom Boeke.
This is our society. Our society
does not want to let the young
forward. Let them participate in
creating the future. Once a day
they were young, they do reflect.
One day they were there, that they
have in place today. It is hard to
accept their word Sukanto the
ambrosia
for the new baby, he would give up
the position,
not the old, the dead and the
debris-back.
We need to leave.
leave alone until the body still lives
today
is worth remove the rubbish,
the world I would consider this to
be in the baby's
my firm commitment to the newly-
born. "
Some do not have to take. We all
those who are young today must
abide by this principle. Today we
have a small, do not understand
anything, they say. But tomorrow
we will not be short. Sbaksi of the
oath. Young meant something big.
Young means something new.
According to the history of the
world, as the world changes. The
revolution led by the young
people. A force against the youth,
which has no power to prevent,
can not. The creation of various
poets, we have seen repeatedly
echoed youthful energy. This is
unique in the world the power of
youth. The tyrant was ever as great
in the fall of Youth was ahead.
Young people do not sit. Today,
the world's highest peak in the
Himalayas, from the depths of the
Amazon jungle in the English
Channel, and there is no place in
Africa where young padacihr was
not impressed. No one can deny
that. We can say that the world is
high and young people's throat.
We are young people who do. The
future will come on our gharera
family, society, state, and their
responsibility. That's clearly our
agamitao. So from now on will be
made. To walk everywhere. There
will learn the history, heritage,
literature and philosophy,
knowledge and science, will bring
the world in our hands. Which will
appear in front of us with the
philosophy of human life. Will be
added to the transparent politics.
Must be involved in development
activities. To think about society,
the state, culture. Bangladesh to
work together young people
coming through the economic,
social, political and stand tall
before the world as a whole. Where
people will not suffer
economically, I did not have any
children, you do not have to sleep
on the pavement, a human child or
a railway station or terminal. In
order to pay the hospital a woman
would not sell his newly blown
wondered, or did not run the
hospital. Sick father to son for
medical treatment will not be left
alone at home any more tea. We
need to continue to make the cost
of a rickshaw gifted student,
talented students do not have to
dehakei business hotel in the
capital.
Are the young?
_ Jarif Uddin

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.