নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

সামুতে আমার ও কতিপয় ব্লগারের ভুতূড়ে সমস্যা,সামুর মোবাইল সাইট ও টেকনিক্যাল টীমের কাছে আমার আবেদন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

গত পরশু রাতে সামুতে একটা পোস্ট দিয়েছিলাম। প্রসংগ বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা । রাতে মোবাইল থেকে ঘোরাঘুরি করছিলাম। হঠাত দেখি সামুর মোবাইল সাইট থেকে পোস্ট দেয়ার নতুন অপশন দেয়া হয়েছে। তাই টেস্ট কেস হিসেবে এই পোস্টটা দিলাম।



তো এই টেস্ট কেস থেকে কি কি পেলাম?





চিত্র-১ঃ দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই /:) /:)



পোস্ট খোলা মাত্র দেখি নিজের পোস্টে আমার নিজেরই নাকি মন্তব্য করার অনুমতি নাই!!! সামুতে কি নিজের ব্লগে নিজেকে ব্লক করে দেয়ার কোন নতুন অপশন আসছে???!!!



এরপরও চেষ্টা করলাম পোস্টে মন্তব্যের জবাব দিতে। এর ফলে কি হল দেখুনঃ





চিত্র-২ঃ sorry, you are not allowed to comment in this blog



আমি নাকি নিজের পোস্টে মন্তব্য করতে "allowed" না। /:) /:) /:)



ভেবেছিলাম সম্ভবত মোবাইল থেকে পোস্ট করায় এই সমস্যা হচ্ছে।তাই কম্পিউটার থেকে ঢুকে পুরা পোস্ট আবার লিখে এডিট করলাম।



কিন্তু যেই লাউ, সেই কদু।



আজ পোস্ট দেয়ার পর দেড়দিন হয়ে গেলেও আমি এখনো একটি মন্তব্যের জবাব দিতে পারিনি। :( :(



খালি আমারই এই সমস্যা হচ্ছে নাকি বাকি ব্লগাররাও এই সমস্যা ফেস করছেন তা জানার জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দেই।



ব্লগার অপু তানভীর, একজন ঘূণপোকা ও আমিনুর রহমান আমাকে জানান তারা এই ধরনের কোন সমস্যা ফেস করছেন না। তবে কয়েকজন ব্লগার জানান তারা বিচিত্র ধরনের অন্য সমস্যা ফেস করছেন।



ব্লগার মামুন রশিদ জানান, আমি সবার ব্লগে যেতে পারি, শুধু কাল্পনিক ভালবাসার ব্লগে গেলে বলে সামু সাময়িক বন্ধ



আর ব্লগার স্বপ্নবাজ অভি জানান, আমি তো পোষ্ট রেডি করে রাখছি দুই দিন হইলো , সবার ব্লগে কমেন্ট করতে পারি , খালি নিজের ব্লগে ক্লিক করলেই বলে কন্টেন্ট নট ফাউন্ড হ্যাকার কি করিলো আল্লাহ জানে





চিত্র-৩ঃ অন্যান্য ব্লগাররা যেসব ভূতুড়ে সমস্যার মুখোমুখি



পোস্টটা দেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ও আমার সহব্লগাররা যেসব সমস্যা ফেস করছি সামু ব্যবহার করতে গিয়ে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানো।আমার সমস্যা জানিয়ে ইতিমধ্যেই ব্লগ মডারেটর জানাকে একট ইমেইল দিয়েছি। এখনো কোন প্রতিক্রিয়া আসেনি। আশা করছি শীঘ্রই ব্লগ কর্তৃপক্ষ সমস্যা সমাধানে ব্যবস্থা নেবেন।



এবার আসি পোস্টের পরের অংশে।প্রথমে এই ছবিটা দেখুন।





চিত্র-৪



স্ক্রীনশট্টা নেয়া ২০১৩ সালের ২৮ মে। ১২১ জন ব্লগার ও ৯৪৬ জন ভিজিটর অনলাইনে থাকলেও মোবাইল থেকে আছেন মাত্র তিনজন।



এবার আসুন আজকের অবস্থাটা দেখি।





চিত্র-৫ঃ আজকের অনলাইন ব্লগার ও মোবাইল ভিজিটর



মাত্র ৫৯ জন ব্লগার ও ১৯৮ জন ভিজিটর অনলাইনে, তার মধ্যে ৪০ জন মোবাইল থেকে।



চিত্র-৪ আর চিত্র-৫ তুলনা করলে অস্বীকার করার কোন উপায় নেই মোবাইল থেকে এখন অনেক বেশি সংখ্যক ব্লগার এবং ভিজিটর সামুতে আসে। আগামী দিনগুলোতে এই সংখ্যা বাড়বে বই কম্বে না।এর পেছনে অন্যতম প্রধান কারন স্মার্টফোনের উত্থান। স্মার্টফোনে মোটামুটি কম্পিউটারের সব কাজ করার সুবিধা থাকায় এবং সহজ বহনযোগ্যতার কারনেই মোবাইলের এই জনপ্রিয়তা।



স্মার্টফোনের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ফেসবুকহ অধিকাংশ সাইটই মোবাইল সাইট ও মোবাইল অ্যাপ তৈরী করেছে। সামুর মোবাইল সাইট আছে বটে, কিন্তু আমার জানামতে কোন মোবাইল অ্যাপ নেই।কোন মোবাইল অ্যাপ ভবিষ্যতে লঞ্চ করা হবে কিনা তাও জানি না। ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম (আন্ড্রোয়েড, উইন্ডোজ ফোন এবং আইওএস) এর জন্য সামুর মোবাইল অ্যাপ তৈরী করাটা আমার মনে হয় এখন সময়ের দাবী।



আসি সামুর মোবাইল সাইটের ব্যাপারে।



আগে যখন সামুতে মোবাইল থেকে ব্রাউজিং করতাম তখন মোবাইল সাইট থেকে কোন পোস্ট দেয়া যেত না। আগেই বলেছি, সামুতে এখন মোবাইল সাইট থেকে পোস্ট দেয়া যায়। নিঃসন্দেহে ভাল উদ্যোগ। তবে সেটাই যথেষ্ট নয়।



আসুন এবার আরেকটি ছবি দেখি।





চিত্র-৬ঃ নতুন ব্লগ লেখার জন্য প্রয়োজনীয় সুবিধাসমূহ নেই



দেখা যাচ্ছে, মোবাইল সাইটে কেবল লেখা বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন করার অপশন আছে, কিন্তু কোন ছবি, ভিডিও বা লিংক যোগ করার অপশন নেই।কেউ মোবাইল থেকে করতে চাইলে তাকে করতে হবে ম্যানুয়ালি। এছাড়া ইমোটিকন যোগেরও অপশন নেই, পোস্ট অটো ড্রাফট হয় কিনা তাও জানি না।এসব অপশন না দিয়ে কেবল "নতুন পোস্ট লিখুন" অপশন দিলে তাতে ব্লগারদের কতটুকু আর সুবিধা হবে তা সহজেই অনুমেয়।



আশা করছি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ বিষয়গুলো দেখবেন।



সামুর মোবাইল সাইটে আমি নিয়মিতই আরেকটা ভূতূড়ে সমস্যার মুখোমুখি হই। জানিনা আর কারো এই সমস্যাটা হয় কিনা।আসুন আরো দুটো স্ক্রীনশট দেখি।





চিত্র-৭ঃ পোস্টে এসেছে ২৪টি মন্তব্য





চিত্র-৮ঃ বাকি ১২খানা মন্তব্য গায়েব



লক্ষ্য করুন চিত্র-৭ এ সকাল ১০.২৫ মিনিটে আমার পোস্টে মন্তব্য করা হয়েছে ২৪টি। আর চিত্র-৮ এ সকাল ১০.২৫ মিনিটে পোস্ট ওপেন করে দেখি মাত্র ১২টা মন্তব্য। শেষের ১২টি মন্তব্য মোবাইল থেকে দেখা যাচ্ছে না!!!



আজব এক সমস্যা।





চিত্র-৯ঃ মোবাইল থেকে ক্রমানুসারে পাতায় যাওয়া যায়





চিত্র-১০ঃ মোবাইল থেকে নির্বাচিত পাতায় যাওয়া যায়



চিত্র -৯ আর ১০ এ লক্ষ্য করলে দেখবেন সামুর মোবাইল সাইটে নির্বাচিত পাতা আর ক্রমানুসারে পাতা এক্সেস করার সুযোগ থাকলেও অনুসারিত ব্লগে যাওয়ার কোন সুযোগ নেই। অথচ সামুতে ঢুকলে আমি নিজের ব্লগে ঢুকি, তারপরেই অনুসারিত পাতায়। কিন্তু মোবাইল সাইটে সেই সুযোগটাই রাখা হয়নি।যাদের লেখা পড়তে পছন্দ করি তারাইতো আমার অনুসরনে আছেন। তাদের লেখাই যদি পড়তে না পারি তবে আর ব্লগে আসব কেন?





চিত্র-১১ঃ ডেস্কটপ সাইটে সুইচ করার অপশন নেই



এছাড়া আগে সামুর মোবাইল সাইটের একদম নিচের দিকে ডেস্কটপ সাইটে সুইচ করার অপশন থাকত।চিত্র-১১তে লক্ষ্য করুন। সামুর মোবাইল সাইটে এখন সেই অপশনটাও নেই।





চিত্র-১২



চিত্র-১২তে লক্ষ্য করুন। নিজের পোস্টে মন্তব্য মুছে দেয়ার সুযোগ আছে, কিন্তু মন্তব্যের জবাব দেবার অপশন নেই। অথচ এককালে সামুতে মোবাইল থেকেই মন্তব্যের জবাব দেয়া যেত।



পোস্ট বিশাল হয়ে যাচ্ছে। আর বেশি বড় করব না।শেষ করব ডেস্কটপ সাইটের একটা অপশন নিয়ে কথা বলে। সামুতে নোটিফিকেশন বলে একটা অপশন আছে যাতে কেউ আপনাকে অনুসরন করলে, আমার পোস্টে মন্তব্য করলে বা আপনার মন্তব্যের জবাব দিলে নোটিফিকেশন হিসেবে দেখায়। বাকিদের কি অবস্থা জানিনা, তবে আমার ব্লগে প্রায়ই দেখি হয়ত কেউ আমার পোস্টে কমেন্ট করে গেছে বা আমার মন্তব্যের জবাব দিয়েছেন, কিন্তু লগিন করলে আমার এখানে কোন নোটিফিকেশন দেখায় না।



সবশেষে, সামুতে টেকনিক্যাল টীম বলে আদৌ কিছু আছে কিনা আমার জানা নেই। যদি থেকে থাকে তবে তাদের প্রতি আমার অনুরোধ, অনেকগুলো সমস্যার কথা তুলে ধরলাম। দয়া করে আমলে নিন। সামুকে পছন্দ করি বলেই এখনো আছি, নইলে ব্লগ প্লাটফর্মের অভাব নেই।





===========================================



পোস্টের সারমর্ম নিম্নরূপঃ





^^^^^^^^^^^^^^যা নতুন যুক্ত হয়েছে^^^^^^^^^^^^^^^

**মোবাইল সাইট থেকে এখন অনুসারিত ব্লগ একসেস করা যায়।





^^^^^^^^^^^^^^^^^^যা কিছু চাই^^^^^^^^^^^^^^^^^



মোবাইল সাইট থেকে

**নতুন পোস্ট দেয়া যায়, কিন্তু কোন বিভাগে প্রকাশ করা যায় না।

**পোস্টে কিংবা মন্তব্যে কোন লিংক, ছবি বা ভিডিও যোগ করার অপশন নাই।

**মন্তব্যের জবাব বা রেটিং দেয়ার কোন অপশন নাই।

**থেকে পোস্ট প্রিয়তে নেয়া যায় না।

**পোস্টের সম্পূর্ন পরিসংখ্যান দেখায় না(রেটিং আর মন্তব্য সংখ্যা দেখায়, কিন্তু হিট বা কতজন প্রিয়তে নিল তা দেখা যায় না।)

**কোন সার্চ অপশন নাই(ব্লগার বা ব্লগ পোস্ট)

**ডেস্কটপ সাইটে সুইচ করার অপশন নাই।

**কোন নোটিফিকেশন সেন্টার নাই।





ডেস্কটপ সাইট থেকে

**নোটিফিকেশন বেশির ভাগ সময় কাজ করে না। অনেক সময় দেখা যায় আমার পোস্টে কোন ব্লগার মন্তব্য করলেও তা নোটিফিকেশনে দেখায় না। আর অন্য ব্লগার তার পোস্টে আমার মন্তব্যের জবাব দিলে তা কখনোই দেখায় না।

**সার্চ অপশনটা আরো উন্নত হওয়া প্রয়োজন। কেবল ব্লগার বা ব্লগ পোস্ট নয়, বিষয়ভিত্তিক ও কীওয়ার্ড ভিত্তিক সার্চের সুযোগ থাকা প্রয়োজন।

**বিভাগ অপশনটার অনেক উন্নয়ন প্রয়োজন।আমার ব্লগে কোন একটা বিভাগে ক্লিক করলে ওই বিভাগে প্রকাশিত সর্বশেষ দুইটা বা তিনটা পোস্ট দেখায়, তার আগে প্রকাশিত পোস্টগুলা দেখায় না। সমস্যাটার সমাধান আশা করছি।

মন্তব্য ৫৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

আমিনুর রহমান বলেছেন:





কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে :)

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি গতকাল থেকে চেষ্টা করছি একটা পোষ্ট দিতে, তাও পারছি না। :( আজকে এখন লগ ইন হইলাম। দেখা যাক আল্লাহ ভরশা।

আপনার এই সমস্যাটির জন্য ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০০

আমি তুমি আমরা বলেছেন: আপনি মনে হয় শেষ পর্যন্ত পোস্টটা দিতে পেরেছেন। আমিও শেষ পর্যন্ত মন্তব্যের জবাব দিতে পারছি :)

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

পাকাচুল বলেছেন: আমি ফেসবুকে আপনাকে যেটা বলেছিলাম, সেটাই হয়েছে, আপনি নিজেকে নিজে ব্লক করেছেন।

আমি যা বলেছিলাম, সেটা সত্যি কিনা যাচাই করার জন্য নিজেকে নিজে ব্লক করি, তারপর এখন আর আনব্লক করতে পারছি না।

আমি ছবি গুলো ব্লগে আপলোড করছে পারছি না, আপনাকে ফেসবুকে দিচ্ছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০২

আমি তুমি আমরা বলেছেন: আর আমিও আপনাকে ফেসবুকে যেটা বলেছিলামঃ নিজেকে আমি ব্লক করি নাই, এমনকি মজা করার জন্যও না। সম্ভবত সামুরই কোন সমস্যা ছিল, পোস্ট দেয়ার একদিন পর দেখি মন্তব্যের জবাব দিতে পারছি।

আপনার কি অবস্থা? নিজেকে আনব্লক করতে পেরেছেন?

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০২

মামুন রশিদ বলেছেন: সময়োপযোগী পোস্ট ।

অনেকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে বিচ্ছিন্নভাবে পোস্ট দিয়েছেন । যারা সমস্যা ফেস করছেন, এই পোস্টে এসে জানাতে পারেন ।

আশাকরি এই পোস্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা সমাধানের উদ্যোগ নিবেন ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪

আমি তুমি আমরা বলেছেন: পোস্ট আশা করি কতৃপক্ষের নজরে গেছে। তারা এখন কি স্টেপ নেন, সেটাই দেখার অপেক্ষা।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

মৃদুল শ্রাবন বলেছেন: খুব ভালোভাবে স্ক্রীন শট দিয়ে সমস্যা গুলো তুলে ধরেছেন। কর্তৃপক্ষ আমাদের কাছে এটা চাচ্ছে। সামুর টেকনিক্যাল টিম ব্লগের উন্নয়ন করার জন্য সমস্যা গুলো নোটডাউন করছেন বলে জানি।

সামুর মোবাইলের ফুল ভার্সন তারা নিজেরা অফ করে রেখে উন্নয়নের কাজ করছে। তাই নতুন করে মোবাইল ভার্সন থেকে পোষ্ট করার ট্যাবটা যুক্ত করেছে।



কর্তৃপক্ষের প্রতিঃ তবে আমার মতে মোবাইল ভার্সন শুধু মাত্র পোষ্ট পড়ার জন্য ঠিক আছে, ঠিকমতো ব্লগিং এর জন্য মোবাইলে ফুল ভার্সন ওপেন করে দিলেই হবে। আমরা যারা মোবাইল থেকে ব্লগিং করতাম, তারা এনড্রয়েট সেট থেকে ফায়ার ফক্স বা গুগুল ক্রোম ব্যবহার করেই ডেক্সটপের মতোই ব্যবহার করতে পারতাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৫

আমি তুমি আমরা বলেছেন: সামুর মোবাইলের ফুল ভার্সন তারা নিজেরা অফ করে রেখে উন্নয়নের কাজ করছে। তাই নতুন করে মোবাইল ভার্সন থেকে পোষ্ট করার ট্যাবটা যুক্ত করেছে।

জানি না আপনার সোর্স কি, তবে আমার মনে হয় ঘোষনা দিয়ে কাজটা করলে ভাল হত।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

আলম দীপ্র বলেছেন: আমি একবার অনেক চেষ্টা করেও মজিলা ব্রাউজার দিয়ে পোস্ট দিতে না পেরে এক্সপ্লোরার দিয়ে দিলাম ।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম। আমি অবশ্য কখনো এ ধরনের সমস্যার মুখে পড়িনি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

রায়ান ঋদ্ধ বলেছেন: সমস্যাগুলো মোটামুটি অনেককেই ফেস করতে হচ্ছে। পোস্টে মন্তব্য এসেছে দেখাচ্ছে, কিন্তু পোস্ট খুলে খুঁজে পাচ্ছি না। নটিফিকেশন দেখা আর মন্তব্যের জবাব দেওয়ার অপশনগুলো একান্ত জরুরী। সেই সাথে অনুসরিত ব্লগারদের লেখা দেখতে না পারাটা ব্লগে আসার ইচ্ছাটাকে ক্রমাগত কমিয়ে দিচ্ছে।

মোবাইল সাইটের অনেক উন্নতি প্রয়োজন। সেই সাথে ফুল ভার্সন দেখার অপশনটি অচিরেই ফিরিয়ে দেয়া হোক।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১০

আমি তুমি আমরা বলেছেন: পোস্টে মন্তব্য এসেছে দেখাচ্ছে, কিন্তু পোস্ট খুলে খুঁজে পাচ্ছি না।

একই সমস্যার মুখোমুখি হয়েছি ডেস্কটপ ও মোবাইল সাইট- দুটো থেকেই। ডেস্কটপ সাইটে মন্তব্য আসতে একটু লেট হয়, তবে মোবাইল সাইটে পোস্ট আপডেটেড হতে কয়েক যুগ লেগে যায়। সম্ভবত দুটো সাইটের আলাদা সার্ভার এটার কারন।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১১

আমি তুমি আমরা বলেছেন: নটিফিকেশন দেখা আর মন্তব্যের জবাব দেওয়ার অপশনগুলো একান্ত জরুরী।

সহমত।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১১

আমি তুমি আমরা বলেছেন: মোবাইল সাইটের অনেক উন্নতি প্রয়োজন। সেই সাথে ফুল ভার্সন দেখার অপশনটি অচিরেই ফিরিয়ে দেয়া হোক।

সহমত।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

রায়ান ঋদ্ধ বলেছেন: সমস্যাগুলো মোটামুটি অনেককেই ফেস করতে হচ্ছে। পোস্টে মন্তব্য এসেছে দেখাচ্ছে, কিন্তু পোস্ট খুলে খুঁজে পাচ্ছি না। নটিফিকেশন দেখা আর মন্তব্যের জবাব দেওয়ার অপশনগুলো একান্ত জরুরী। সেই সাথে অনুসরিত ব্লগারদের লেখা দেখতে না পারাটা ব্লগে আসার ইচ্ছাটাকে ক্রমাগত কমিয়ে দিচ্ছে।

মোবাইল সাইটের অনেক উন্নতি প্রয়োজন। সেই সাথে ফুল ভার্সন দেখার অপশনটি অচিরেই ফিরিয়ে দেয়া হোক।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২

অপু তানভীর বলেছেন: আমার জীবনে যেমন সমস্যার শেষ নেই তেমনি সামুর টেকনিক্যাল সমস্যারও শেষ নাই । কর্তৃপক্ষ্যের দৃষ্টি আকর্ষন কইরা আর কি হইবে ? কেডায় শুনবে এই অভাগাদের কথা !
এই নিয়েই চলতেছি, এই নিয়ে চলতে হইবে ! :(:(:(

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

আমি তুমি আমরা বলেছেন: আমার জীবনে যেমন সমস্যার শেষ নেই তেমনি সামুর টেকনিক্যাল সমস্যারও শেষ নাই ।[/si

=p~ =p~ =p~

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

ভিটামিন সি বলেছেন: গতকাল পর্যন্ত আমি বিজয়ে কোন লেখা বা কমেন্ট করতে পারতাম না। ইউনজিয় ব্যবহার করতে হতো। কিন্তু আজকে লগইন করে বিজয়ে লিখতে পারছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: আমি বিজয়-ইউনিবিজয় কোন ঝামেলাতেই যাই না। অভ্র ব্যবহার করি। ওটাই সবচেয়ে সহজ, সবচেয়ে সুবিধাজনক।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

আহসানের ব্লগ বলেছেন: নইলে ব্লগ প্লাটফর্মের অভাব নেই। :/

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪

আমি তুমি আমরা বলেছেন: সামুর পর আর কোন কোন সাইটকে ব্লগিং এর জন্য লিস্টে রেখেছেন?

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

rubelboss বলেছেন: ধন্যবাদ ভাই। একেবারে মনের কথাগুলো বলেছেন। আগে মোবাইলে সামুর ফুল ভার্সন দেখার সুযোগ ছিল বলে ব্লগ সার্চ করে পড়তে পারতাম। কিন্তু এখন আর তা করা যাচ্ছে না। তাই এ অপশনটি আবার যোগ করার জন্য অনুরোধ করছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫

আমি তুমি আমরা বলেছেন: ফুল ভার্সনে সুইচ করার অপশনটা অতি জরুরী। আপনার সাথে সহমত।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

জানা বলেছেন:

জরুরী পোস্ট।

নজরে রাখছি এবং সমাধান নিয়ে আবার সময় করে ফিরে আসবো এখানে। ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

আমি তুমি আমরা বলেছেন: একটা সমস্যার সমাধান হয়েছে। মোবাইল থেকে অনুসারিত পাতায় যাওয়া যাচ্ছে।

আশা করছি বাকি সমস্যাগুলোরও দ্রুত সমাধান হবে।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

মুদ্‌দাকির বলেছেন:
সামুর এখন যা ইচ্ছা তাই অবস্থা চলছে !!!! পুরাই মাথা গরম :( :( :( :(

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৭

আমি তুমি আমরা বলেছেন: :(

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ডি মুন বলেছেন:

জানা বলেছেন:

জরুরী পোস্ট।

নজরে রাখছি এবং সমাধান নিয়ে আবার সময় করে ফিরে আসবো এখানে। ধন্যবাদ।




জানা আপুকেও ধন্যবাদ, আশাকরি দ্রুতই সমস্যাগুলোর একটা স্থায়ী সমাধান হবে।

ধন্যবাদ

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

আমি তুমি আমরা বলেছেন: আমিও আশাকরি দ্রুতই সমস্যাগুলোর সাময়িক নয়,একটা স্থায়ী সমাধান হবে।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অফলাইনে যখন লেখাটা পড়েছি, প্রথমে পোষ্টে ঢুকে ভয় পাইছি :( :(( আমার কমেন্টের স্ক্রিনশট? আমি আবার কি করলামর'রে ভাই!!!

ছবি আপলোড আর মোবাইলে ফুল ভার্সন পুনরায় চালু করা অতি জরুরী। নইলে এমনিতেই ব্লগার আর ভিজিটরের সংখ্যা দিন দিন কমছে, আরও কমতে থাকবে। একজনতো হুমকি দিয়ে গেল, ব্লগ প্লাটফর্মের অভাব নেই। :/ :-* ;)

জানা আপু দ্রুত সমাধান করুন। ছবি আপলোড না করতে পারায় কোন ভ্রমণ কাহিনী পোস্ট করতে পারছি না।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

আমি তুমি আমরা বলেছেন: অফলাইনে যখন লেখাটা পড়েছি, প্রথমে পোষ্টে ঢুকে ভয় পাইছি।আমার কমেন্টের স্ক্রিনশট? আমি আবার কি করলামর'রে ভাই!!!

=p~ =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২০

আমি তুমি আমরা বলেছেন: নইলে এমনিতেই ব্লগার আর ভিজিটরের সংখ্যা দিন দিন কমছে, আরও কমতে থাকবে। একজনতো হুমকি দিয়ে গেল, ব্লগ প্লাটফর্মের অভাব নেই।

কর্তৃপক্ষের বিষয়টা গুরুত্বের সাথেই নেয়া উচিত।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২২

আমি তুমি আমরা বলেছেন: ছবি আপলোড না করতে পারায় কোন ভ্রমণ কাহিনী পোস্ট করতে পারছি না।

দুঃখজনক।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: চমৎকার কাজের পোস্ট। সব সমস্যাগুলো একত্রে তুলে ধরার জন্য অাপনাকে অশেষ ধন্যবাদ।

অাশা করি, সামুর কর্তৃপক্ষ সমস্যাগুলো চিহ্নিত করে, সমাধান করবেন।

দেখলাম, পোস্ট জানা অাপুর নজরে গেছে। B-) এখন অপেক্ষা !!!!


অ.প.: বুঝলাম, এ কারণেই অাপনি অাপনার অাগের পোস্টের মন্তব্যের উত্তর দিতে পারেন নি।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২২

আমি তুমি আমরা বলেছেন: অাশা করি, সামুর কর্তৃপক্ষ সমস্যাগুলো চিহ্নিত করে, সমাধান করবেন।
আমিও আশায় আছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩

আমি তুমি আমরা বলেছেন: বুঝলাম, এ কারণেই অাপনি অাপনার অাগের পোস্টের মন্তব্যের উত্তর দিতে পারেন নি।

দুইদিনের বেশি সময় ধরে নিজের পোস্টে নিজে মন্তব্য করতে পারিনি।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

টুম্পা মনি বলেছেন: আমার মোবাইল থেকে ঢুকতে অনেক প্রব্লেম হয়। খালি প্রথম পাতা আর নির্বাচিত পাতা দেখায়। ল্যাপ্টপ থেকে যে প্রব্লেম হত সেটা এফ৫ এ ক্লিক করার পর ঠিক হয়ে গেছে। আশা করি সবার সমস্যা কর্তৃপক্ষ দেখবেন এবং সমাধান করে দিবেন।

চমৎকার পোষ্ট।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫

আমি তুমি আমরা বলেছেন: সেকি। আমি মোবাইল থেকে আগে শুধু নির্বাচিত পাতা আর সকল পোস্ট পাতা একসেস করতে পারতাম, এখন অনুসারিত পাতাও পারি।

আপনার সমস্যার সমাধান হয়েছে আশা করি।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সামুর সমস্যা গুলো আর গেলোনা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫

আমি তুমি আমরা বলেছেন: :(

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জানাপু @ আমার মোবাইল থেকে ফুল ভার্সন ( কম্পিউটার) আগে দেখতে পারতাম এখন মোবাইল ভার্সন দেখা যাই শুধু । ফুল ভার্সন দেখতে পারিনা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬

আমি তুমি আমরা বলেছেন: যদ্দূর বুঝলাম, মোবাইল থেকে ফুল ভার্সন অপশনটাই বন্ধ করে রাখা হয়েছে।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

মুহিব জিহাদ বলেছেন: অল্পকিছুদিন হয়েছে ব্লগে এসেছি সেই অল্প দিনের অবিজ্ঞতা থেকে বলছি, পুর্বে ভিজিটর হিসেবে খুব আরাম করে সামুতে ভিজিট করেছিলাম, এখন সামান্য ব্লগার হয়ে অসামান্য সমস্যায় ভুগছি।যাদের লেখা ভালোবাসি বলে ই এখানে আশা তাদের লেখা ই ঠিক মতো পড়তে পারছিনা। আপনার এই সমস্যার বেশিরভাগ আমি ও প্রতিনিয়তো ফেস করে যাচ্ছি, হয়তো ভালোভাবে ব্যাবহার করতে পারিনা ভেবে লজ্জায় কারো কাছে প্রকাশ করিনি। আশা করি কর্তিপক্ষ খুব ধ্রুত এটা সমাধান করবে

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

আমি তুমি আমরা বলেছেন: আমিও সামাধান পাওয়ার আশায় আছি :)

২২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলি সমস্যা আমিও ফেস করছি ।
কতৃপক্ষের দৃস্টি আকর্শন করছি ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

আমি তুমি আমরা বলেছেন: দেখা যাক, কর্তৃপক্ষ কদ্দূর কি করে।

২৩| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুনলাম মানুষ নাকি নিজেরে নিজে ব্লক মারতে পারতেছে আজকাল ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮

আমি তুমি আমরা বলেছেন: ;) ;) :P :P

২৪| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

কলমের কালি শেষ বলেছেন: আমিও কোন নটিফিকেশন পাই না । কেউ আমার পোষ্টে মন্তব্য করলেও পাই না আবার কেউ মন্তব্যের উত্তর দিলেও পাই না ।

অনেক ধন্যবাদ আপনাকে সমস্যাগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য ।:)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮

আমি তুমি আমরা বলেছেন: আমিও কোন নটিফিকেশন পাই না । কেউ আমার পোষ্টে মন্তব্য করলেও পাই না আবার কেউ মন্তব্যের উত্তর দিলেও পাই না ।

সবার একই অবস্থা।

২৫| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৭

আবু শাকিল বলেছেন: আমি সামু লগিন করে শুধু নির্বাচিত পোষ্টে যেতে পারছি। সকল পোষ্টে ক্লিক করলেই বলে

মেরামতের কাজ চলিতেছে ।

পোষ্টের জন্য ধন্যবাদ ।

মৃদুল শ্রাবন ভাই বলেছেন ঃ


"কর্তৃপক্ষের প্রতিঃ তবে আমার মতে মোবাইল ভার্সন শুধু মাত্র পোষ্ট পড়ার জন্য ঠিক আছে, ঠিকমতো ব্লগিং এর জন্য মোবাইলে ফুল ভার্সন ওপেন করে দিলেই হবে। আমরা যারা মোবাইল থেকে ব্লগিং করতাম, তারা এনড্রয়েট সেট থেকে ফায়ার ফক্স বা গুগুল ক্রোম ব্যবহার করেই ডেক্সটপের মতোই ব্যবহার করতে পারতাম।


ব্লগের টেকনিক্যাল সকল সমস্যার সমাধান চাই ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯

আমি তুমি আমরা বলেছেন: ব্লগের টেকনিক্যাল সকল সমস্যার সমাধান চাই ।

সহমত।

২৬| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৫

রোকসানা লেইস বলেছেন: samu age jokjon jonaronno chilo cokher poloke blog prothom patha theke harie jeto ......tokhon sob sundhor chilo ........notun update notun jamela hocche.........amar somoshata amon.......banglay monthobbo korthe parchi na.
moduder cithi diechi, tarpor koyekdin bepi collo thikthak vablam thik hobe..........kichui hoy ni jamonchilo temoni acche......:(
asha kori apnar posti moduder drishti karbe ar amader somosha r somadhan hobe..........ek joner onek lekha prothom pathay thakleo akhon tader cokhe pore na.

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০

আমি তুমি আমরা বলেছেন: বাংলায় মন্তব্য করতে পারছেন না? অভ্র ট্রাই করেছেন?

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৫

শায়লা িসিদ্দক বলেছেন: আমার তো কোন নটিফিকেশনই আসে না,পোস্টগুলো খুললে দেখি সবার কমেন্ট :(

সামু ব্যবহার করছি মোটামুটি অনেকদিন যাবত কিন্তু এখনও এটার কাহিনী বুঝি না ঠিকমতো :/

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২০

আমি তুমি আমরা বলেছেন: নোটিফিকেশনকে আমাদেরই বারবার নোটিফাই করতে হবে, "ভাই, আমাকে নোটিফিকেশন দে" :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.