নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ গল্পঃ♣♣কাহলিল জিবরানের চারটি গল্প♣♣

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

♣♣♣♣The Three Gifts♣♣♣♣

এক শহরে এক দয়ালু রাজকুমার ছিলেন।প্রজারা সবাই তাকে অত্যন্ত ভালবাসত আর শ্রদ্ধা করত।কিন্তু সেই শহরে এক দরিদ্র লোক বাস করত যে রাজকুমারকে অত্যন্ত অপছন্দ করত। রাজকুমার সম্পর্কে আজেবাজে কথা বলে সে তাকে অপমান করার চেষ্টা করত।

রাজকুমার এই লোকটির কথা জানতেন, তবুও তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন।

রাজকুমার অনেকদিন ধরে লোকটির কথা ভাবলেন।অবশেষে এক শীতের রাতে লোকটির ঘরের দরজায় রাজকুমারের এক চাকর উপস্থিত হল। চাকরের সাথে ছিল এক বস্তা আটা, এক বস্তা চিনি আর এক ব্যাগ সাবান।

চাকর তাকে অভিনন্দন জানিয়ে বলল, অভিবাদন, আমাদের রাজকুমার এই উপহারগুলো আপনার জন্য পাঠিয়েছেন।এগুলো আপনি গ্রহন করুন।

চাকরের কথা শুনে লোকটা অত্যন্ত গর্বিত হয়ে উঠল। তার কাছে মনে হল রাজকুমার শেষ পর্যন্ত হার মেনে নিয়েছে, তাই এই উপহার পাঠিয়ে তার সাথে সন্ধি করতে চাইছে।এই আনন্দে শেষ পর্যন্ত লোকটা গির্জার বিশপের কাছে সব জানিয়ে দম্ভসহকারে বলল, দেখেছ, তোমাদের রাজকুমার আমার প্রশংসা পাওয়ার জন্য কত উন্মুখ?

কিন্তু বিশপ খুশি মনে জবাব দিল, ওহ, কত জ্ঞানী আর মহান আমাদের রাজকুমার আর কি অল্প তোমার জ্ঞান! রাজকুমার মুখে নয়, বরং ইশারায় কথা বলেন। এই আটা তোমার খালি পেট ভরানোর জন্য, এই সাবান তোমার নোংরা মন পরিস্কার করবে আর এই চিনি তোমার মুখের মিষ্টতা ফিরিয়ে আনবে।

সেদিন থেকে লোকটা নিজের ক্ষুদ্রতা নিয়ে লজ্জিত থাকত। রাজকুমারের জন্য তার মনে ঘৃনা বেড়ে গিয়েছিল, কিন্তু সে আরো বেশি ঘৃনা করত বিশপকে- যে তাকে তার ক্ষুদ্রতার কথা স্মরন করিয়ে দিয়েছিল।

কিন্তু তার মুখ ছিল একদম বন্ধ।


♣♣♣♣Peace and War♣♣♣♣


তিনটি কুকুর সূর্যের দিকে তাকিয়ে চিতকার করছিল।প্রথম কুকুর স্বপ্নালু চোখে বলল, কুকুরের রাজত্বে বসবাস করাটা সত্যিই এক বিস্ময়।চিন্তা করে দেখ, কত সহজে আমরা সমুদ্রের মধ্য দিয়ে, মাটির ওপর দিয়ে, এমনকি আকাশের বুক চিড়ে ঘুরে বেড়াই। ভেবে দেখ, আমাদের বিনোদনের জন্য নিত্যনতুন কত আবিষ্কার হচ্ছে।

দ্বিতীয় কুকুর বলে উঠল, শিল্পকলায় আমাদের কতটা ঝোঁক দেখ। পূর্বপুরুষদের চেয়ে কত চমতকার ছন্দে আমরা চাঁদের দিকে চেয়ে ডেকে উঠি।পানিতে নিজের প্রতিবিম্ব দেখে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি, দিনকে দিন আমরা কত সুন্দর হয়ে উঠছি।

তৃতীয় কুকুর বলল, কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক আর একই সাথে অনন্দিত সেটা হল আমাদের কুকুরদের মাঝে চমতকার বোঝাপড়া আর আমাদের শান্তিপ্রিয়তা।

এমন সময় তারা দেখল বেওয়ারিশ কুকুর নিধনের একটা গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে।তিন কুকুর লাফিয়ে রাস্তায় নেমে দৌড়াতে শুরু করল। তৃতীয় কুকুরটা বলল, জীবন বাঁচাতে হলে দৌড়াও। সভ্যতা আমাদের পিছু নিয়েছে।


♣♣♣♣The Dancer♣♣♣♣


একদিন বিরাকশা রাজ্যের রাজদরবারে এক নর্তকী উপস্থিত হল তার গানের দল সাথে নিয়ে।বাশি আর সুরের তালে সে নাচ পরিবেশন করল রাজকুমারের সামনে।

আগুনের স্ফুলিংগের সাথে সে নাচল,আর নাচল ঢাল-তলোয়ারের সাথে। এরপর সে নেচে উঠল তারা আর সমগ্র মহাকাশকে সাথে নিয়ে। সবশেষে সে নেচে উঠল হাওয়ার তালে তালে, ফুলগুলোকে সাথে নিয়ে।

নাচ শেষে সিংহাসনের সামনে দাঁড়িয়ে সে অভিবাদন জানাল রাজকুমারকে।রাজকুমার বললেন, এই সুন্দরী নারী, ভালবাসা আর আনন্দের প্রতীক, কোথা থেকে আসে তোমার এই শিল্প? কিভাবে প্রকৃতির সব উপাদানকে তোমার ছন্দে নাচতে শেখাও?

নর্তকী আবার অভিবাদন জানিয়ে জবাব দিল, হে শক্তিশালী রাজা, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই।তবে আমি এটা জানি, একজন দার্শনিকের আত্মা থাকে তার মস্তিষ্কে, একজন কবির আত্মা থাকে তার বুকের মাঝে, একজন গায়কের আত্মা থাকে তার গলায় আর একজন নাচিয়ের আত্মা থাকে তার সারা দেহে।


♣♣♣♣The Statue♣♣♣♣


অনেককাল আগে পাহাড়ে এক লোক বাস করত।তার কাছে একটা প্রাচীন মূর্তি ছিল।মূর্তিটা তার ঘরের দরজার সামনে পরে থাকত।লোকটা কোনদিন মূর্তির দিকে ফিরেও তাকাত না।

একদিন তার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল এক শহুরে লোক।লোকটা ছিল জ্ঞানী।মূর্তিটা দেখে সে জানতে চাইল মূর্তিটা বিক্রি হবে কিনা।

পাহাড়ী লোকটা হেসে জানতে চাইল, এই পুরনো নোংরা পাথরখন্ড কে কিনবে?

শহুরে লোকটা বলল, এই মুর্তির জন্য আমি তোমাকে একটা রূপার মুদ্রা দেব।

শুনে পাহাড়ী লোকটা অবাক হয়ে গেল আর মূর্তিটা শহরে নিয়ে যাওয়া হল একটা হাতির পিঠে করে।

অনেক বছর পর পাহাড়ী লোকটা শহরে ঘুরতে গেল।রাস্তায় হাটতে গিয়ে একটা দোকানের সামনে প্রচন্ড ভীড় দেখে সে থমকে দাঁড়াল। দোকানের সামনে দাঁড়িয়ে একটা লোক চিতকার করছে, আসুন, পৃথিবীর সবচেয়ে সুন্দর আর আশ্চর্য মূর্তিটা দেখে যান।পৃথিবীর সেরা কারিগরের কাজ দেখতে আপনার খরচ হবে মাত্র দুইটি রূপার মুদ্রা।

পাহাড়ী লোকটা তখন দুটি রূপার মুদ্রা খরচ করে দোকানে প্রবেশ করল আর দেখতে পেল সেই পুরনো মূর্তিটা যেটা সে একদিন এক রৌপ্যমুদ্রার বিনিময়ে বিক্রি করেছিল।


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ

১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪

মন্তব্য ৪৭ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক প্যারা সত্বেও মোবাইল থেকে আরো একটা পোস্ট দিয়ে দিলাম। কাহলিল জিবরানের আরো চারটি গল্প অনুবাদ করলাম। দেখি সবার কেমন লাগে।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

সানড্যান্স বলেছেন: একি সাথে চারটা গল্প কেউ দেয় বোকা?

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

আমি তুমি আমরা বলেছেন: গল্পগুলো আকারে ছোট বলেই একসাথে চারটা গল্প পোস্ট করেছি। পোস্ট শেষের লিংকগুলোয় খেয়াল করুন। গল্প আকারে বড় হলে একট পোস্টে একটা গল্পই দেই। আর ছোট হলে একাধিক :)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: বরাবরের মতই চমৎকার অনুবাদ।
তবে সবচেয়ে ভাল লেগেছে ১ম গল্পটি।
৩য় গল্পটি তেমন জমেনি।

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

আমি তুমি আমরা বলেছেন: কাহলিল জিবরান যেভাবে লিখেছেন সেভাবে প্রকাশ করতে পারিনি বলেই হয়ত তৃতীয় গল্পটি তেমন জমেনি। তবুও চারটা গল্পের মাঝে একটা আপনার ভাল লেগেছে জেনেই আমি খুশি :)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: কাহলিল জিবরানের সব গল্পেই একটা মেসেজ দেয়া থাকে। এই কারণেই উনার গল্পগুলো এত বেশি নন্দিত ও পঠিত। শুধু একটা ভালো লেগেছে, তা বলিনি।

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, কাহলিল জিবরানের সব গল্পেই একটা মেসেজ দেয়া থাকে আর তার জন্যই গল্পগুলো অসাধারন হয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//একজন দার্শনিকের আত্মা থাকে তার মস্তিষ্কে, একজন কবির আত্মা থাকে তার বুকের মাঝে, একজন গায়কের আত্মা থাকে তার গলায় আর একজন নাচিয়ের আত্মা থাকে তার সারা দেহে।//


-বাহ!

কাহলিল জিবরানের সাথে পরিচিত হয়ে অনেক সত্যিকার আনন্দ পেলাম...


চারটি গল্পই অনন্য..........

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০

আমি তুমি আমরা বলেছেন: কাহলিল জিবরানকে আপনার সাথে পরিচিত করতে পেরে আনন্দিত হলাম। বাকি গল্পগুলোও পড়ে দেখুম। আশা করি ভাল লাগবে।

:)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

ডি মুন বলেছেন:
সবগুলো গল্পই উপভোগ্য।

এক, দুই, আর চার বেশী ভালো লেগেছে।

++++

অনুবাদ সাবলীল। পাঠকবান্ধব।
শুভেচ্ছা রইলো
:)

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ডি মুন। আপনাদের নিয়মিত উপস্থিতিই সিরিজ চালিয়ে নেওয়ার প্রেরনা যোগায় :)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: সবগুলোই চমৎকার :)
দারুণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রিয় ভাই ।
ভাল থাকবেন ।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।

ইদানীং ব্লগে কম দেখি আপনাকে।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

সুনীল সাজিদ বলেছেন: চমৎকার ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সাজিদ :)

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

মাহমুদ০০৭ বলেছেন: হা ভাই একটু কম ছিলাম । রেগুলার হবার ধান্ধায় আছি ।
সময় করতে পারিনা , আবার সময় করতে পারলে
মন মানসিকভাবে ক্লান্ত থাকি , এখন আবার নেট টাও হিসেব করে খরচ করতে হচ্ছে সব মিলিয়ে কিছুটা প্যারায় আছি আরকি :)
আশা করি রিকভার করতে পারব ।
আপনি খুবই ভাল একটা কাজ করে যাচ্ছেন , খুবই ভাল লাগে ভাই ।

সবসময় আপনার পোষ্টে আসতে না পারলেও মানসিকভাবে সবসময়েই থাকি ।
অনেক অনেক শুভকামনা রইল ভাই ।
সৃজনশীল অনুবাদ চলুক পুরোদমে ।
ভাল থাকবেন ।


২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

আমি তুমি আমরা বলেছেন: অফলাইনের চেয়ে অনলাইনের জীবন কখনোই বেশী গুরুত্বপূর্ন নয়। আগেতো ব্যক্তিগত জীবন, তারপরেই অন্যকিছু। আশা করছি ব্যস্ত সময় পেরিয়ে আবার আমাদের মাঝে রেগুলার হবেন। পুরনো মানুষদের দেখলে ভালই লাগে।

আপনার বইয়ের কি খবর?

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বেশ কিছু অনুবাদ গল্প পড়ে আমি একটা জিনিস বুঝতে পারছি যে অনুবাদ মানে ইংরেজীকে বাংলায় অনুবাদ করা না , ভাবটাকেও অনুবাদ করতে হয় । আমার মনে হয় আপনি শুধু ভাষার অনুবাদই করেছেন তাই অনুবাদটা খুব একটা শ্রুতিমধুর হয় নাই । আমি নিশ্চিত আপনি যদি নিজে এই গল্পগুলা বাংলায় লিখতেন তাহলে সেটা অনেক শ্রুতি মধুর হতো । তাই আমার সামান্য সাজেশন থাকবে যে, আক্ষরিক অনুবাদ না করে,ভাবানুবাদ করবেন । পড়তে ভালো লাগে ।

প্রথম গল্পটা বেশী ভালো লেগেছে,সুক্ষ ম্যাসেজ আছে। ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আক্ষরিক অনুবাদ করব না ভাবানুবাদ করব সেটা নিয়ে আমিও অনেক ভেবেছি। জিবরানের গল্পগুলো অনেক ছোট। আমার কাছে মনে হয়েছে ভাবানুবাদ করতে গেলে গল্পগুলো মূল গল্পের চেয়ে বড় হয়ে যাবে, যা মূল গল্পের প্রতি সুবিচার করবে।তবে আপনার কথা আমার মাথায় থাকবে। সামনে কোন একটা পোস্টে নিজের মত করে একটা গল্প অনুবাদের চেষ্টা করব।

ধন্যবাদ :)

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

কলমের কালি শেষ বলেছেন: সবগুলোই খুব উপভোগ্য । কাহলিল জিবরান একটা মাল । মজার গল্পে কত চমৎকার শিক্ষা দিয়ে দিয়েছেন । আর আপনার সুবাদে এই মালের মালগুলো পড়তে পারছি । আপনিও কিন্তু মাল হয়ে গেলেন !

অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল । :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

আমি তুমি আমরা বলেছেন: কাহলিল জিবরান একটা মাল । মজার গল্পে কত চমৎকার শিক্ষা দিয়ে দিয়েছেন ।

একদম খাটি কথা। খুব অল্প কথায় অনেক কিছু বলে ফেলতেন এই লেখক। এই মন্তব্যটা আপনাকেও একটা মালে পরিনত করল ;) :P

নিয়মিত পাঠে কৃতজ্ঞতা :)

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৯

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো। চমৎকার উদ্যোগ। ধীরে ধীরে বাকি গুলোও পড়ে ফেলব আশা করি।


পিস অ্যান্ড ওয়ার বেশি রকমের ভালো লেগেছে =p~ =p~


ভালো থাকুন। শুভকামনা রইল :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে। আশা করি ভাল আছেন। বাকিগুলোও পড়ে দেখুন। কেমন লাগল জানাতে ভুল্বেন না :)

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রতিটা গল্পের মেসেজই ভাবার মতো এবং অনুধাবন করার মতো। সুন্দর অনুবাদ করে যাচ্ছেন। আমি একটা কী দুটো পর্ব মনে হয় পড়েছি। বাকীগুলোও সময় করে পড়ে নিতে হবে। ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

আমি তুমি আমরা বলেছেন: গল্পগুলো আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। আশা করছি বাকিগুলোও পড়বেন :)

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫

আবু শাকিল বলেছেন: চমৎকার সিরিজ চলছে।

সব সময় ভালবাসা রেখে গেলাম।

শুভেচ্ছা জানবেন ;)

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আবু শাকিল। আপনাদের চমৎকার প্রতিক্রিয়াই সিরিজ এগিয়ে নেয়ার উৎসাহ যোগায়।

শুভকামনা সবসময়।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

এহসান সাবির বলেছেন: চারটাই ভালো লাগছে।


শুভেচ্ছা।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা :)

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: কলমের কালি শেষ ভাই ইদানিং যা শুরু করছে B-) :D

প্রথম প্রথম ত ভালা পুলাই আছিল ;)

এই মন্তব্যটা আপনাকেও একটা মালে পরিনত করল হাহাহ =p~ =p~ =p~

হাসির চোটে জিব্রান কাকার উপদেশ ভুলে গেছি মাইরি :D

সবার মাল হবার সংবাদে খুবই আনন্দিত হলাম ।

কখনো নিজেদের বিক্রি করতে চাইলে বিক্রয় । কমে দেবার আগে
আমার ইনবক্সে জানানোর বিনীত অনুরোধ রইল । (( দফর দামে মিল্লে কিনে নেব আশা করি :D B-) ;) :P )


হাহ , অনেক মজা পেলাম ভাই ।

ভাল থাকবেন ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ;) ;) :P :P

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ সব গল্প! কস্ট করে আমাদের মাঝে শেয়ার করছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমি প্রায় নিয়মিত পড়ি আপনার এই সিরিজটা। চালিয়ে যান।

আর হ্যা, আমি অন্য কোথাও লেখাগুলো শেয়ার করলে আপত্তি নেই তো?

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

আমি তুমি আমরা বলেছেন: আপনি সিরিজটা নিয়মিত অনুসরন করছেন জেনে আনন্দিত হলাম।

অন্য কোথাও লেখাগুলো শেয়ার করতে পারেন, তবে অনুবাদকের নাম আর মূল পোস্টের লিংক যোগ করতে ভুলবেন না যেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।শুভকামনা সবসময় :)

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বরাবরের মতোই চমৎকার অনুবাদ।++

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় :)

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: প্রথম গল্পটা ভালো লেগেছে।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ হামা :)

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

আরমিন বলেছেন: প্রথমটা আর শেষেরটা ভালো লেগেছে !

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

আমি তুমি আমরা বলেছেন: দুটো গল্প আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।

গল্প পাঠে কৃতজ্ঞতা :)

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৭

জাফরুল মবীন বলেছেন: বরাবরের মতই অর্থপূর্ণ গল্পের চমৎকার অনুবাদীয় আয়োজন :)

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

তুষার কাব্য বলেছেন: বরাবরের মতই চমৎকার অনুবাদ। দারুন কাজ করছেন আপনি ।

শুভেচ্ছা....

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার । শুভকামনা সবসময় :)

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

অযুত বলেছেন: বেশ লাগলো। :)

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯

আমি তুমি আমরা বলেছেন: জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ...আর একজন নাচিয়ের আত্মা থাকে তার সারা দেহে।

দারুণ কাজ। প্রিয়তে নিয়ে রাখলুম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব। অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। খবর কি আপনার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.