নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ গল্পঃ ♣♣কাহলিল জিবরানের পাঁচটি গল্প♣♣

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩

♣♣♣♣UPON THE SAND♣♣♣♣



এক লোক আরেক লোককে বলল, একদিন সাগরে জোয়ারের সময়, অনেককাল আগে, আমার লাঠির ধারালো শীর্ষ দিয়ে বালির ওপর একটা কথা লিখেছিলাম।লোকে এখনও সাগর পাড়ে হাঁটার সময় আমার লেখাটা দেখে দাঁড়িয়ে যায়। এরপর সবাই সাবধানে হাঁটতে শুরু করে যাতে তাদের পায়ের চাপে লেখাটা মুছে না যায়।

দ্বিতীয় লোকটা বলল, আমিও সাগর পাড়ে একবার একটা লাইন লিখেছিলাম। তবে আমি লিখছিলাম আমি তুমি আমরা ভাটার সময় আর সাগরের বিশাল ঢেউ সেই লেখাটা মুছে দিয়েছিল।আচ্ছা, তুমি কি লিখেছিলে?

প্রথম লোকটা জবাব দিল, আমি লিখেছিলাম, 'আমিই সেই লোক'।আর তুমি কি লিখেছিলে?

দ্বিতীয় লোকটা বলল, আমি লিখেছিলাম, 'আমি এই মহাসমুদ্রের একটি ক্ষুদ্র কণা'।


♣♣♣♣THE MADMAN♣♣♣♣



এক বিকেলে, পাগলাগারদের বাগানে, এক তরুনকে দেখলাম।তার মুখটা মলিন ছিল, কিন্তু চোখ দুটো বিস্ময়ে ভরা। আমি তার পাশে রাখা বেঞ্চে গিয়ে বসলাম। একথা-সেকথার পর জানতে চাইলাম, তুমি এখানে কেন?

ছেলেটা আমার অবাক হয়ে তাকিয়ে বলল,এটা খুবই অপ্রয়োজনীয় প্রশ্ন। তবুও বলি, বাবা চেয়েছিলেন আমাকে তার মত করে গড়ে তুলতে, আমার চাচা চেয়েছিলেন আমি তার মত হই। আমার মা ভাবতেন তার পিতাই আমার জন্য আদর্শ উদাহরন-একজন নাবিক। আর আমার ভাই ভাবত আমারও তার মত খেলোয়াড় হওয়া উচিত।

আমার শিক্ষকরাও ছিলেন একই রকম। কেউ আমাকে দার্শনিক বানাতে চাইতেন, কেউ ভাবতেন আমি চমৎকার সঙ্গীতজ্ঞ হব আর কারো ধারনা ছিল যুক্তিবিদ্যাই আমার জন্য উপযুক্ত।আমি তুমি আমরা এদের সবার ইচ্ছা ছিল আমার চেহারাটাকে আয়না বানিয়ে তারা নিজেদেরকেই দেখতে পাবেন।

তাই আমি এখানে চলে এসেছি। এখানকার পরিবেশ আমার কাছে অনেক সুস্থ মনে হয়। অন্তত এখানে আমি নিজের মত থাকতে পারি।

হঠাত ছেলেটা আমার দিকে ফিরে বলল, আর তুমি এখানে কেন? তোমাকেও কি ওরা চিকিৎসার নাম করে এখানে পাঠিয়ে দিয়েছে?

আমি জবাব দিলাম, না, আমি একজনকে দেখতে এসেছি।

শুনে ছেলেটা বলল, ও, তুমিও তাহলে দেয়ালের ওপাশের পাগলাগারদের বাসিন্দা।


♣♣♣♣LAWS AND LAW-GIVING♣♣♣♣



অনেককাল আগে এক জ্ঞানী রাজা বাস করতেন।একদিন তিনি ভাবলেন প্রজাদের জন্য আইন তৈরী করবেন।

রাজ্যের প্রত্যেক গোত্রের জ্ঞানী লোকদের তিনি ডেকে পাঠালেন আইন তৈরী করবেন বলে। এক হাজার গোত্রের এক হাজার জ্ঞানী লোক রাজধানীতে এসে আইন তৈরীর কাজ শুরু করলেন।

অবশেষে আইন তৈরীর কাজ শেষ হল। আইনগুলো পড়ে রাজা কাঁদতে শুরু করলেন। তার কোন ধারনাই ছিল না আমি তুমি আমরা রাজ্যে এক হাজার রকমের অপরাধ সংগঠিত হয়!

এরপর রাজা হাসিমুখে আইন ঘোষনা করতে শুরু করলেন।সবাই অবাক হয়ে দেখল মাত্র সাতটা আইনেই রাজা সব অপরাধের শাস্তি ঘোষণা করে ফেলেছেন!

রাজার কান্ড দেখে জ্ঞানীরা রাগে ফেটে পড়লেন। অপমানিতবোধ করে তারা সবাই নিজ নিজ গোত্রের কাছে ফিরে গেলেন আর বললেন অহংকারী রাজার কান্ড। তাই দেখে সব গোত্র রাজার আইন বাদ দিয়ে নিজ নিজ গোত্রের জ্ঞানী লোকের আইন অনুসরন করতে শুরু করল।

তাই আজও গোত্রগুলোর হাজার হাজার আইন।

এটা একটা অসাধারন রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের এক হাজার বন্দিশালা আর তাতে বন্দি হাজার হাজার নারীপুরুষ-যারা এক হাজার আইন ভঙ্গের শাস্তিভোগ করছে।

এটা আসলেই একটা অসাধারন রাষ্ট্র-এর নাগরিকেরা এক হাজার আইন তৈরিকারী আর একজন সত্যিকারের জ্ঞানী রাজার বংশধর।


♣♣♣♣THE WHALE AND THE BUTTERFLY♣♣♣♣



এক বিকেলে ট্রেনে এক লোক আর এক সুন্দরী মহিলার দেখা হল। তারা একে অপরকে আগে থেকেই চিনতেন।

লোকটা ছিল কবি। পরিচিতার পাশে বসে ভাবল গল্প দিয়েই সে সুন্দরীকে মুগ্ধ করবে। লোকটা গল্প বলতে আমি তুমি আমরা শুরু করল, কোনটা তার নিজের লেখা, কোনটা অন্য কারো।

লোকটার গল্প শুনতে শুনতে সুন্দরী ঘুমিয়ে পরল। হঠাৎ ট্রেনটা থেমে গেল। সুন্দরী তাড়াতাড়ি জেগে উঠে বলল, জোনাহ আর তিমির গল্পটা আপনি অসাধারন অনুবাদ করেছেন। আমার খুব ভাল লাগল।

আর কবি জবাব দিলেন, কিন্তু প্রিয়তমা, আমিতো তোমাকে নিজের লেখা একটা গল্প বলছি। প্রজাপতি আর সাদা গোলাপের গল্প-তারা একে অপরের সাথে কেমন ব্যবহার করেছিল তা-ই নিয়ে।


♣♣♣♣THE CURSE♣♣♣♣



এক বৃদ্ধ নাবিক একদিন আমাকে বলল, ত্রিশ বছর আগে এক নাবিক আমার মেয়েকে নিয়ে পালিয়েছিল। মেয়েকে আমি প্রচন্ড ভালবাসতাম। ওর পালিয়ে যাওয়ায় এতটাই আঘাত পেয়েছিলাম আমি, দুজনকেই অন্তর থেকে অভিশাপ দিয়েছিলাম।

এই ঘটনার কদিন পরেই ওদের জাহাজটা ঝড়ের কবলে পরে ডুবে গিয়েছিল।আর আমি চিরদিনের জন্য হারিয়েছিলাম আমার মেয়েটাকে।

নিজেকে আমার সেই থেকে একটা খুনী মনে হয়। আমার অভিশাপই ওদের দুজনকে ধ্বংস করেছিল। আমি তুমি আমরা আর এখন আমি প্রতিদিন স্রষ্টার কাছে আমার পাপের ক্ষমা চাই।

লোকটা বলল বটে, কিন্তু তার কন্ঠে একটা আশ্চর্য আত্মতৃপ্তি ছিল। মনে হল নিজের অভিশাপের ক্ষমতায় সে আজও ভীষন গর্বিত!!!


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦


আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ

১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৯

আমি তুমি আমরা বলেছেন: বেশ কিছুদিন পর আরো পাঁচটা গল্প অনুবাদ করলাম। দেখি সবার কেমন লাগে।

২| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: +


১ম ও ২য় টি বেশি ভালো লাগল। যদিও সবগুলোই চমৎকার।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :)

৩| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: দুই নাম্বার গল্পটা পড়ে শিউরে উঠালাম ...
ছেলে টা সত্যি বলেছে দেয়ালের ওপাশের পাগলা গারদ :(

অনুবাদে ভালোলাগা :)

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

আমি তুমি আমরা বলেছেন: THE MADMAN অসাধারন একটা গল্প। এক হিসেবে পুরো পৃথিবীটাই পাগলাগারদ আর আমরা তার বাসিন্দা।

অনুবাদ ভাল লেগেছে জেনে খুশি হলাম :)

৪| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয়তে নিলাম।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৯

আমি তুমি আমরা বলেছেন: সম্মানিতবোধ করছি প্রিয় ব্লগার :)

৫| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার রয়েছে।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই :)

৬| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৮

ঘুমন্ত আমি বলেছেন: THE WHALE AND THE
BUTTERFLY & LAWS AND LAW-GIVING এই দুইটা গল্প বেশি ভালো লেগেছে। এবং মাঝখানে আমি তুমি আমরার নামের ব্যবহারটাও।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

আমি তুমি আমরা বলেছেন: দুটো গল্প আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম :)

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

আমি তুমি আমরা বলেছেন: লেখার মাঝখানে "আমি তুমি আমরা" আসা প্রসংগেঃ

পাঁচ গল্পের পাঁচ লাইনের মাঝখানে "আমি তুমি আমরা" এসে পড়েছে। পুরো বিষয়টাই ইচ্ছাকৃত।কিছুদিন আগে তিনটি বা চারটি পেজ পেলাম, যারা আমার অনুমতি ছাড়াই গল্পগুলো কপিপেস্ট করে বসে আছে।আমি সেখানে মন্তব্য করলাম। একটা পেজের এডমিন দুঃখ প্রকাশ করল, দুটো পেজ আমার মন্তব্যের জবাব দেয়নি আর একটা পেজ কি করেছে জানেন? তারা মন্তব্যের জবাবতো দেয়ই নি, উল্টো আমার কমেন্ট ডিলিট করে দিয়েছে।

এইসব লেখাচোর ধরার জন্যই এই ব্যবস্থা।এরা যাস্ট কপিপেস্ট করে যায়,ভেতরে কি আছে খেয়াল করে না।আশা করছি পোস্টের সাথে তারা "আমি তুমি আমরা"ও কপিপেস্ট করবে। তখন জানতে চাইব এই "আমি তুমি আমরা" কি, কোত্থেকে এল আর দেখব শালারা কি জবাব দেয়।

৭| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সবগুলোই চমৎকার হয়েছে। ++

তবে লেখার মাঝে বেশ কয়েক জায়গার আমি তুমি আমরা এসে গেছে।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩০

আমি তুমি আমরা বলেছেন: সবগুলো ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম। :)

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

আমি তুমি আমরা বলেছেন: লেখার মাঝখানে "আমি তুমি আমরা" আসা প্রসংগেঃ

পাঁচ গল্পের পাঁচ লাইনের মাঝখানে "আমি তুমি আমরা" এসে পড়েছে। পুরো বিষয়টাই ইচ্ছাকৃত।কিছুদিন আগে তিনটি বা চারটি পেজ পেলাম, যারা আমার অনুমতি ছাড়াই গল্পগুলো কপিপেস্ট করে বসে আছে।আমি সেখানে মন্তব্য করলাম। একটা পেজের এডমিন দুঃখ প্রকাশ করল, দুটো পেজ আমার মন্তব্যের জবাব দেয়নি আর একটা পেজ কি করেছে জানেন? তারা মন্তব্যের জবাবতো দেয়ই নি, উল্টো আমার কমেন্ট ডিলিট করে দিয়েছে।

এইসব লেখাচোর ধরার জন্যই এই ব্যবস্থা।এরা যাস্ট কপিপেস্ট করে যায়,ভেতরে কি আছে খেয়াল করে না।আশা করছি পোস্টের সাথে তারা "আমি তুমি আমরা"ও কপিপেস্ট করবে। তখন জানতে চাইব এই "আমি তুমি আমরা" কি, কোত্থেকে এল আর দেখব শালারা কি জবাব দেয়।

৮| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭

দিশেহারা আমি বলেছেন: ভালো লেগেছে।
দুই নাম্বার গল্পটার সাথে আমার একটা বাস্তব অভিজ্ঞতার মিল খুজে পেলাম।৯৭ সালে পাবনা গিয়েছিলাম একটা কাজে, ঐ কয়দিন পুরো পাবনা শহর চষে বেরিয়েছি।এক ফাকে পাবনার পাগলা গারদে ও গেলাম। গারদের সবাই অপেক্ষায় থাকে কখন একজন ভিজিটর আসবে।একটা সিগারেট অথবা ২ টা টাকার জন্য এরা অস্থির থাকে।কেউ গান,কবিতা আবৃতি,নাচ, যাত্রাপালা, ছবি একে অথবা অন্য কিছু করে ২টি টাকা চেয়ে নেয়। অবাক হলাম এদের আত্ম মর্যাদা দেখে। কেউই ভিক্ষাবৃত্তি করছে না বরং যার যার প্রতিভা দেখিয়ে ২ টাকা রোজগার করছে।অনেক্ষন ধরেই একজন বয়স্ক ভদ্রলোককে দেখলাম সেলের লোহা ধরে দাড়িয়ে আছে।চোখে চোখ পরতেই উনি একটা সিগারেট চাইলেন। সিগারেট টানতে টানতে উনি বললেন, তোমার মুখে তো অনেক ব্রুন। একটা কাগজ কলম দাও তো। ছাত্র মানুষ তাই কাগজ কলম সাথেই থাকে। উনি কাগজ কলমে কিছু একটা লেখে দিয়ে বলল- ৫ টা টাকা দাও।আমি বললাম সবাই ২ টাকা চায় আপনি ৫ টাকা চাচ্ছেন কেন? উনি বললেন - আমি ডাক্তার প্রেস্ক্রাইব করেছি তাই ৫ টাকা। B-)) আরও বলল আমি চিটাগাং মেডিকেল কলেজের প্রফেসর। অতিরিক্ত প্রেসারে মাঝে মাঝে মাথা আউলা জাউলা হয়ে যায় তাই এখানে।ভদ্রলোকের কথা বার্তা আর হাতের লেখা দেখে খটকা লাগলো।বাহিরে গিয়ে আমি ফার্মেসিতে খবর নিলাম উনি ঠিক ঔষধ ই দিয়েছে।আমি ঔষধ খেয়ে ভালো ও হয়েছি। এর পর থেকে আমি আর কোন পাগলকে আর পাগল ডাকি না , মুঞ্ছায় দুলাভাই ডাকি। B-)

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭

আমি তুমি আমরা বলেছেন: এর পর থেকে আমি আর কোন পাগলকে আর পাগল ডাকি না , মুঞ্ছায় দুলাভাই ডাকি

=p~ =p~ =p~

৯| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ২, ৩ আর ৫ এ গভীর কিছু কথা লুকিয়ে আছে। তাই এই তিনটাই বেশী ভালো লাগলো। বাকী দুটোও পছন্দ হয়েছে। কারণ আপনি সবগুলো অনুবাদই সাবলীল ভাষায় করেছেন। তাই বেশ সুখপাঠ্য হয়ে উঠেছে। শুভ কামনা নিরন্তর।

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৯

আমি তুমি আমরা বলেছেন: মনযোগী পাঠ এবং চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।

ভাল থাকুন। :)

১০| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

আবু জাকারিয়া বলেছেন: সব কয়টা ভাল লাগল।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩২

আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম আবু জাকারিয়া :)

১১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৪

এম এম করিম বলেছেন: সবকটিই ভালো লাগলো।
+++

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ এম এম করিম :)

১২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আয়োজন । ++

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: অনুবাদগুলো দারুণ হয়েছে। সবগুলোই ভালো লাগলো। তবে "ম্যাডম্যান" পড়ে হুলুস্থুল রকমের মজা পেয়েছি :)




ভালো থাকুন। শুভেচ্ছা রইল :)

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ম্যাডম্যান আসলেই একটা অসাধারন গল্প। প্রথমবার পড়ার পর আমি নিজেও কিছুক্ষন থ মেরে বসে ছিলাম।খুব অল্প কথায় জিবরান আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে এনেছেন। আমরা আমাদের সন্তানদের নিজেদের মত বানাতে চাই, ভুলে যাই তারাও পরিপূর্ণ মানুষ, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবল তাদেরই।

১৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

কলমের কালি শেষ বলেছেন: এককথায় অসাধারণ অনুবাদ । অনেক মজা পেলাম ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৫

আমি তুমি আমরা বলেছেন: আপনাকে দেখে অনেক ভাল লাগল প্রিয় ব্লগার। :)

১৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: শেষটা ভাল লাগল বেশি।

আমি তুমি আমরার ইতিহাস বুঝে আনন্দ পেলাম ;) ;)

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৪

আমি তুমি আমরা বলেছেন: আমাদের সমাজেও এমন মানুষের অভাব নেই। নিজেদের ইগো সমস্যার কারনে এরা নিজের আপনজনের ক্ষতি করে আর মনে মনে সেটা নিয়ে গর্বিতও হয়!!!

মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা সবসময় :)

১৬| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৪

ডি মুন বলেছেন: 6 ও 7 নং কমেন্টের উত্তরে মজা পেলাম। চোর ধরার দারুণ পদ্ধতি।

অনুবাদ বরাবরের মতোই সুন্দর ও সহজবোধ্য হয়েছে।

শুভকামনা রইলো

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: দেখা যাক কোন চোর ধরা পড়ে কিনা। আশা করছি একটা দুইটা হলেও ধরা পড়বে।

ভাল থাকুন। শুভকামনা :)

১৭| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৫

ডি মুন বলেছেন: 6 ও 7 নং কমেন্টের উত্তরে মজা পেলাম। চোর ধরার দারুণ পদ্ধতি।

অনুবাদ বরাবরের মতোই সুন্দর ও সহজবোধ্য হয়েছে।

শুভকামনা রইলো

১৮| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: লেখার ভিতর আমি তুমি আমরা ঢুকিয়ে দেয়ার রহস্য উন্মোচন করে দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারলেনতো আবার? :P
কারণ লেখা চোররা পরবর্তীতে সাবধান হয়ে যাবার সম্ভাবনা আছে। খুব খিয়াল কইরা কিন্তু! :D

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪১

আমি তুমি আমরা বলেছেন: লেখাচোরেরা সব শর্টকাটের খোঁজে থাকে। এ কারনে ছোট লেখা এরা কপি করে বেশি। আমার মনে হয় না কোন লেখাচোর একটা লেখা পড়ার পর তার মন্তব্য প্রতিমন্তব্য পড়ার জন্য সময় খরচ করবে।যদি আমার মন্তব্য পড়েই ফেলে তাহলে কপাল খারাপ। তবে আমার মনে হয় না সেটা হবে।

১৯| ১৯ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৫৬

জাফরুল মবীন বলেছেন: আপনি একটি অসাধারণ কাজ করে চলেছেন।

গল্প ও গল্পের অনুবাদ দুটোই ভালো লাগল।

অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনাদের উতসাহেই সিরিজটা চালিয়ে নেয়ার আগ্রহ পাচ্ছি :)

২০| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬

আলোরিকা বলেছেন: :) :) :)

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫০

আমি তুমি আমরা বলেছেন: :)

২১| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ---চমৎকার একটি কাজ-------ক্ষণে ক্ষণে শুভকামনা রইল

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

২২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: আপনার এই সিরিজ চলুক........

ভালো লাগা।

কেমন আছেন?

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

আমি তুমি আমরা বলেছেন: আছি ভালই। আপনার কি খবর?

২৩| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২০

অপ্রতীয়মান বলেছেন: প্রতিটা গল্পই অসাধারণ। তারপরও দ্বিতীয় এবং তৃতীয় গল্প দুটি বেশি অর্থবহ মনে হয়েছে।

শুভ কামনা জানবেন :)

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ অপ্রতীয়মান :)

২৪| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৮

জেন রসি বলেছেন: "The Madman" পড়েছি।

অনুবাদ ভালো হয়েছে।

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ জেন রেসি :)

২৫| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০২

এহসান সাবির বলেছেন: আমি ভালো আছি। শুভেচ্ছা রইল।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: :)

২৬| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পাঁচটি গল্পই ভালো লেগেছে। প্রথমটি এবং শেষেরটি বেশি ভালো লেগেছে।

একটি বিষয় চোখে পড়ার মতো। প্রতিটি গল্পে ‘আমি তুমি আমরা’ সেঁটে দিয়েছেন। ;)

চোর ধরার কায়দাটি কিন্তু দারুণ। তবে ছাপাখানায় দিলে সেগুলো মুছেই দিতে হবে।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:০১

আমি তুমি আমরা বলেছেন: পাঁচটি গল্পই আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।

চোর ধরার এর ভাল বুদ্ধি মাথায় আসে নাই। তবে আশা করছি এটাই কাজে লাগবে।

ছাপাখানায় যাওয়ার ইচ্ছা আছে। দোয়া রাখবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.