নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ গল্পঃ ♣♣Lady Ruth♣♣ -কাহলিল জিবরান

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

♣♣♣♣ Lady Ruth♣♣♣♣



এক বিকালে তিনবন্ধু ভ্রমনে বের হল। হাটতে গিয়ে দূরে সবুজ পাহাড়ে সাদা রং এর বিশাল প্রাসাদ তাদের চোখে পড়ল।পাহাড়ের বুকে মাথা উঁচু করে একাকী দাঁড়িয়ে আছে সেই বিশাল প্রাসাদ।

প্রথম বন্ধু বলল, এই বিশাল পাহাড়ে বাস লেডি রুথ। লেডি রুথ একটা ডাইনী বুড়ি।

দ্বিতীয় বন্ধু বলল, তুমি কচু জান। ওই প্রাসাদে লেডি রুথ থাকে ঠিকই, তবে তিনি কোন ডাইনী নন। লেডি রুথ এক অনিন্দ্যসুন্দরী, তিনি ওই প্রাসাদে একাকী বাস করেন নিজের সব পবিত্র স্বপ্ন নিয়ে।

তাই শুনে তৃতীয় বন্ধু উপহাসের হাসি হেসে বলল, তোমরা আমার হিন্দি চুলটা জান।লেডি রুথ এই এলাকার জমিদার, আশেপাশের যত জমি দেখছ সবই তার। এই মহিলা তার ভূমিদাসদের রক্ত শোষন করে বেচে আছে।

এভাবে তিন বন্ধু তর্ক বিতর্ক করতে করতে সামনে এগিয়ে চলল। প্রত্যেকের দাবি, তার জানাটাই সঠিক, বাকি দুজন ভুল।

এভাবে তর্ক করতে করতে তারা চৌরাস্তার মোড়ে এসে পৌছাল।মোড়ে এক বৃদ্ধ দাঁড়িয়ে ছিলেন। তিন বন্ধু তার দিকে এগিয়ে গেল।

এক বন্ধু জানতে চাইল, আচ্ছা, আপনি কি লেডি রুথ সম্পর্কে কিছু জানেন? লেডি রুথ ওই সবুজ পাহাড়ের ওপর সাদা প্রাসাদে থাকেন।

বৃদ্ধ মুখ তুলে পাহাড়ের দিকে তাকালেন। এরপর মুচকি হেসে জবাব দিলেন, আমার বয়স নব্বই বছর। মনে আছে, যখন আমি ছোট ছিলাম তখন ওই প্রাসাদে লেডি রুথ বাস করতেন। রুথ সাহেবা আজ থেকে আশি বছর আগে মারা গেছেন। ওই প্রাসাদে এখন বাদুর আর পেঁচা ছাড়া আর কিছু থাকেনা।লোকে বলে ওই বাড়িতে এখন ভূত প্রেতের বাস।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦


আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ

১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: তিন বন্ধুর ধারনা তাহলে মিথ্যা । গল্প ভাল লাগল ।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ঠিক মিথ্যা না, বলতে পারেন তিন বন্ধুর ধারণাই ভুল। গল্প আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

শুভকামনা সবসময় :)

২| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: না জেনে বুঝে ধারনা করা ঠিক না। তাই তো? :)

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৪

আমি তুমি আমরা বলেছেন: একদম ঠিক ধরেছেন। না জেনে বুঝে ধারণা করা ঠিক না আর সেই ধারণা নিয়ে অন্যের সাথে তর্কও করতে যাওয়া ঠিক না।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

ডি মুন বলেছেন:

এই বিশাল পাহাড়ে বাস লেডি রুথ। ------ এখানে সম্ভবত 'বাস করে' হবে।

তাই শুনে তৃতীয় বন্ধু উপহাসের হাসি হেসে বলল, তোমরা আমার হিন্দি চুলটা জান। -------------- এ জায়গাটা একটু ভিন্ন রকম হলে ভালো শোনাত। যেমন "কচুটা জানো" / "ছাই জানো" এরকম কিছু একটা।

অনুবাদ ভালো লেগেছে। ছোট্ট সুন্দর গল্প।
+++

শুভেচ্ছা আপনাকে

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

আমি তুমি আমরা বলেছেন: ওখানে 'বাস করে'ই হবে। এডিট করে ঠিক করে দেব ইন শা আল্লাহ্‌।

হিন্দি চুল কথাটা ইচ্ছাকৃতভাবেই লেখা। মানে আশা করি জানেন ;) :P

৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর গল্প । ভালো লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৭

আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ তনিমা :)

৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: অনুবাদ সুন্দর লেগেছে।
গল্পটাও দারুণ

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল। শুভকামনা সবসময় :)

৬| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তৃতীয় বন্ধু উপহাসের হাসি হেসে বলল, তোমরা আমার হিন্দি চুলটা জান। :) :)

আন্দাজের উপর কোন কথা বলা ঠিক না। দারুণ লাগল অনুবাদ।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১

আমি তুমি আমরা বলেছেন: সেটাই। আন্দাজের ওপর কোন কথা বলা ঠিক না। বললে সেটা গ্রহনযোগ্য কোন কথা হয় না, হয় হিন্দি চুলের কথা।

ভাল থাকুন। শুভরাত্রি :)

৭| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭

কলমের কালি শেষ বলেছেন: ভালো লেগেছে। একটা কেনো ? আরও চাই :#)

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

আজকের জন্য এই একটাই। সামনে ইন শা আল্লাহ্‌ আরো আসবে। সাথে থাকুন :)

৮| ১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সুমন কর বলেছেন: অনুবাদ ভালো হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই :)

৯| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩

আমি সৈকত বলছি বলেছেন: মন ভরে নাই :(

আরো কয়েকটা দিতেন।

আপনার এই পোস্ট গুলো পড়তে দারুন লাগে।

ভালো থাকুন,
আরো আরো গল্প উপহার দিন এই প্রত্যাশা :)

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২২

আমি তুমি আমরা বলেছেন: আসলে মোবাইল থেকে পোস্ট দেয়া। মোবাইলে দীর্ঘক্ষণ টাইপ করা অত্যন্ত বিরক্তিকর।কম্পিউটার থেকে বসলে একসাথে কয়েকটা গল্প পোস্ট করব ইন শা আল্লাহ্‌ :)

১০| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯

আমি সাজিদ বলেছেন: অনুবাদটা অনেক সাবলীল। ভালো লেগেছে ভাই।

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ছোটভাই :)

১১| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬

অপু তানভীর বলেছেন: আমরা না জানিয়া কত কথাই না জোর দিয়া কইয়া ফালাই !


অনুবাদ চলুক আরও ......

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪

আমি তুমি আমরা বলেছেন: আমরা না জানিয়া কত কথাই না জোর দিয়া কইয়া ফালাই !

সেটাই। নিজেকে সব সময় আমরা সবজান্তা প্রমাণ করতে চাই।

১২| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৬

সায়েম মুন বলেছেন: সবজান্তা সমসের সম্পর্কে সম্যক জানা হলো। 8-|

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৫

আমি তুমি আমরা বলেছেন: সবজান্তা শমশের সম্পর্কে জেনে আপনিও সবজান্তায় পরিণত হলেন :P :P

১৩| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: কাহলিল জিবরান আমার প্রিয় লেখকের তালিকায় না থাকলেও আপনার অনুবাদ সমগ্রের প্রতি মুগ্ধতা বাড়ছে। আশারাখি পুস্তকাকারের লেখাগুলোর সংকলন একদিন আমাদের হাতে তুলে দিবেন

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬

আমি তুমি আমরা বলেছেন: আশা আছে। দোয়া রাখুন :)

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২১

এহসান সাবির বলেছেন: শুভ নববর্ষ !!!

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১

আমি তুমি আমরা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা এহসান ভাই :)

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১

আমি তুমি আমরা বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা সুমন ভাই :)

১৬| ১৩ ই মে, ২০১৫ রাত ১২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি সাজিদ বলেছেন: অনুবাদটা অনেক সাবলীল। কথা সইত্য।

১৩ ই মে, ২০১৫ রাত ১২:২৩

আমি তুমি আমরা বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম প্রি ব্লগার।-কথা সইত্য B-))

১৭| ১৩ ই মে, ২০১৫ রাত ১২:১৮

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: তাইলে তিন বন্ধুর একজনও হিন্দি চুল -ও জানে না। ঠিক? :P

১৩ ই মে, ২০১৫ রাত ১২:২৪

আমি তুমি আমরা বলেছেন: না রে ভাই, হিন্দি চুল সম্পর্কে তাদের কোন ধারনাই নাই ;) :P

১৮| ১৩ ই মে, ২০১৫ রাত ১২:৩২

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ওহ/// তাইলে অহেতুক ধারণার জন্য তিন বন্ধুকে হিন্দি চৌদ্দ পিটানি দেওয়া দরকার :-P :P :P

১৩ ই মে, ২০১৫ রাত ১২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.