নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পাঁ-চ-ব-ছ-র

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪২


আশ্চর্য! চোখের পলকে পাঁচ বছর কেটে গেল।

ব্লগে পাঁচ বছর হয়ে গেল। পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে বিশাল একটা পোস্ট দেয়ার প্ল্যান ছিল, কিন্তু রোযা আর সময়ের অভাবের কারনে সেই পরিকল্পনা এখন বাদ।ভেবেছিলাম একটা স্মৃতিচারন পোস্ট লিখব, সেই সব ব্লগারদের কথা বলব-যাদের লেখা পড়ে প্রচন্ড মুগ্ধ হয়েছিলাম, যাদের লেখা পড়ার জন্যই ব্লগে লগ ইন করতাম, কিন্তু সময়ের স্রোতে যারা ব্লগ থেকে হারিয়ে গেছেন।কিন্তু এখন সেটাও ইচ্ছা করছে না :(

যারা চলে গেছেন-তাদের মিস করি।যারা এখনো ব্লগে আছেন, উৎসাহ নিয়ে ব্লগিং করে যাচ্ছেন- তাদের সকলকে ধন্যবাদ।

হ্যাপী ব্লগিং :)


সবশেষে পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সময়ে নেওয়া সামুর কিছু স্ক্রীনশটঃ



সবার ব্লগ আর্কাইভ বাংলায় হলেও আমার ব্লগ আর্কাইভ ইংরেজীতে /:)


ব্লগে তার বয়স ছাড়া আর সবকিছুই শূন্য :P


অসাধারন ক্রিয়েটিভ নিক :P


-কতদিন ধরে ব্লগিং করছেন?
-সঠিক তথ্য নেই। :-&



একদা নিজের ব্লগে মন্তব্য করার অনুমতি ছিল না আমার ! /:)


ক্ষেক ক্ষেক ক্ষেক B-))


একদা সামুতে DUREX পাওয়া যেত :``>>


প্ল্যাটফমর্ না প্ল্যাটফর্ম? ;)


সামুর প্রথম পোস্ট-১৯৬৯ সালে! :-/



আজ যখন পাঁচ বছর পূর্তি পোস্ট পাবলিশ করার চেষ্টা করলাম X(

সকলকে ধন্যবাদ। :)

মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: পোস্টে প্রথম ভাল লাগা।



অনাগত আগামী হোক আরো বৈচিত্রময় এবং বর্নাঢ্য।



ভাল থাকুন নিরন্তন।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনাদের সাথে নিয়েই আগামীর পথ চলা আরও বৈচিত্রময়। সাথে থাকবেন আশা করি :)

২| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০০

♥কবি♥ বলেছেন: অগ্রযাত্রা চলুক নিরন্তর, ভাল থাকুন।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ কবি :)

৩| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০২

আমিনুর রহমান বলেছেন:




অভিনন্দন !:#P !:#P !:#P

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: অনেএএএএএএক ধন্যবাদ ভাই :)

৪| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৬

পাকাচুল বলেছেন: একটি ভুল পাওয়া গেছে।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ভুল সংশোধন করা হয়েছে, ব্যান তুলে নেওয়া হয়েছে B-)) B-))

৫| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১০

কাবিল বলেছেন: দীর্ঘ হোক আপনার ব্লগিং জীবন।
শুভকামনা নিরন্তর।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ব্লগার।

আপনার জোকস কালেকশান বেশ ভাল লেগেছে। সামনে আশা করি এরকম আরও পাব :)

৬| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: সামুর ইমো গুলা মিস করি সেই সাথে আপ্নাদের
বর্ষপুর্তির শুভেচ্ছা

B-))

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

আমি তুমি আমরা বলেছেন: আমরাও সামুর একমাত্র পাইলটকে খুব মিস করি।আপনি ফিরে আসুন, সবাই মিলে ছাদে ফিল্ডিং মারব ;) :P

৭| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছুদিন আগে আমারও বর্ষপূর্তি হলো। যাইহোক বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫১

আমি তুমি আমরা বলেছেন: আপনিতো অনেক সিনিয়র ব্লগার। নয় বছর পার করে দিলেন। এবার দেরী হয়ে গেল, এক দশক পূর্তিতে আশা করি শুভেচ্ছা জানাতে দেরী করব না :)

৮| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪২

তেলাপোকা রোমেন বলেছেন: শুভেচ্ছা রইলো :)

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রোমেন :)

৯| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫

টয়ম্যান বলেছেন: শুভকামনা

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ টয়ম্যান। বর্ষপূর্তিতে কিছু খেলনাপাতি পেলে ভালই লাগত ;) :P

১০| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন !

শুভেচ্ছা রইলো।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই :)

১১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,



আমি তুমি আমরা বোধহয় এমনিই । এই ব্লগ আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে যেন আমাদের ।
পাঁচ বছর কম সময় নয় । হারিয়ে যাননি দেখে ভালো লাগলো ।

শুভকামনা সবসময়ের জন্যে ।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

আমি তুমি আমরা বলেছেন: আমি তুমি আমরা বোধহয় এমনিই । এই ব্লগ আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে যেন আমাদের ।

অসাধারন বলেছেন। আমরা আম ব্লগাররা এমনই। ব্লগ আমাদের বেঁধে রেখেছে।সাথে থাকুন। ধন্যবাদ :)

১২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

লেখোয়াড়. বলেছেন:
আমারো ৫ বছর হইসে.................. হি হি হি...........

++++++++++++++++++++++++++++++

বাঁইচা থাহেন।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৭

আমি তুমি আমরা বলেছেন: পাঁচ বছর পূর্তি পোস্ট লিখতে গিয়ে সবার আগে মনে পড়েছে আপনার কথা। আপনি আর আমি প্রায় সমসাময়িক ব্লগার। এক সপ্তাহ আগে পরে বোধহয়।

এটা মনে হয় আপনার নতুন নিক? পুরান নিকের কি হল?

১৩| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাঁচ বছর পূর্তির অভিনন্দন। আর পোস্টের ছবিগুলো বেশীরভাগই এপিক। মজাদার বর্ষপূর্তি পোস্টে +++

ভালো থাকুন সবসময়, আগামীর দিনগুলোতে আরও নিত্যনতুন পোস্ট নিয়ে হাজির হন সামুর আঙ্গিনায়। শুভকামনা।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় বোকা মানুষ বলতে চায়। সামুর আঙিনায় আমি সবসময়ই হাজির থাকি। কখনো নিজের পোস্ট নিয়ে, আর বেশির ভাগ সময় আপনাদের অসাধারন পোস্টগুলোর জন্য। :)

১৪| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫

আরণ্যক রাখাল বলেছেন: পাঁচ ব-ছ-র! সত্যিই একটা বিশাল সময়! এতদিন থেকে ব্লগে লেগে থাকাটাই অনেক, আপনি শুধু লেগেই নেই একটিভ! অনেক শুভেচ্ছা আপনাকে, আরও অনেকদিন ব্লগিং করুন আপনি।
পোস্টটা বেশ মজার ছিল! :> :> :-P

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৪

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:১২

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন।

অবশেষে পোস্ট করতে পারলেন।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৪

আমি তুমি আমরা বলেছেন: অবশেষে পোস্ট করতে পারলেন।

হ্যা, অবশেষে পারলাম B-))

১৬| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :)

১৭| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন!

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ হামা :)

১৮| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: এ কি কাজ করছেন? সোনালী জীবনের এতটা এই রুপালী জগতে ঢালছেন?!

আরো ঢালেন, আপনার জন্য শুভকামনা। পোষ্ট মজার হইছে। :)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭

আমি তুমি আমরা বলেছেন: আরও ঢালতে চাই। আশা করি আপনারা সাথে থাকবেন :)

১৯| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: আমি আর বর্ষপূর্তী পোস্ট লিখিনা।:

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৮

আমি তুমি আমরা বলেছেন: সে কি!কেন?

বর্ষপূর্তিতো সেলিব্রেশনের একটা উপলক্ষ্য।

২০| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী ব্লগিং ।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৯

আমি তুমি আমরা বলেছেন: হ্যাপি ব্লগিং।

মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার :)

২১| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: ৫ বছরে যেই সময় সামুর পিছে দিছেন সেই সময় কুনো কন্যার পিছে ব্যয় করলে আজকে কি হইতো একবার কল্পনা কইরা দেখেন তো ......
আমিও মাঝে মাঝে ভাবি আমার বেলায় কি হইতো ? যদিও সামু আমার সব সময়ই প্রথম প্রেমিকা ছিল । B-))

অভিনন্দন !!

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩১

আমি তুমি আমরা বলেছেন: ৫ বছরে যেই সময় সামুর পিছে দিছেন সেই সময় কুনো কন্যার পিছে ব্যয় করলে আজকে কি হইতো একবার কল্পনা কইরা দেখেন তো ...... ;) :P
তাহলে এতদিনে আপনারা চাচা হইয়া যাইতেন। আমার প্রোপিকটা চেঞ্জ হয়ে সেখানে আরেকটা কিউটা বাবুকে দেখতেন আর সংসার নিয়ে ব্যস্ততা হেতু এই পোস্ট আমার লেখা হইত না ;) :P

২২| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন অভিনন্দন :)

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই :

২৩| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা লেখককে বলছি, ভাই সিনিয়র ব্লগার বলে কিছু নেই :#) । হাত খুলে লিখে যান।

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৮

আমি তুমি আমরা বলেছেন: :)

২৪| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০২

এহসান সাবির বলেছেন: ৫ বছর
৫০ বছর
৫০০ বছর (৫০০ বছর সামু বাঁচলে এই নিকও বাঁচবে, কিন্তু তখন এই নিক দিয়ে কে পোস্ট দিবে? )

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৫

আমি তুমি আমরা বলেছেন: ৫০০ বছর সামু বাঁচলে এই নিকও বাঁচবে, কিন্তু তখন এই নিক দিয়ে কে পোস্ট দিবে?

আমি তুমি আমরা'র মাঝে সবাই পড়ে। অতএব তখনও কেউ না কেউ এই নিকের পেছনে থাকনে আশা করি ;)

২৫| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনাকেও ঈদ মুবারাক :)

২৬| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অভিনন্দন প্রিয় ব্লগার। !:#P

ঈদ মুবারক।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ প্রিয় বঙ্গভূমির রঙ্গমেলায়। কেমন আছেন?

২৭| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আল্লাহর রহমতে ভাল আছি।

দোয়া রাইখেন ভাই।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৯

আমি তুমি আমরা বলেছেন: :)

২৮| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৫

বাদশা নামদার বলেছেন: অভিনন্দন ভাই। আছেন কেমন ? কাজিম কামালই বা কেমন আছে ?

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:০১

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি ভালই আছি। আম্রিকাবাসীর খবর নেয়া হয় না অনেকদিন। ভালই আছে আশা করি। :)

আপনার কি খবর?

২৯| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: বাহ বাহ !! পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেলো!! এবার কি ?? আমাদের দিকে তাকিয়ে পিএইচডিটা করেই ফেলেন!!


অনেক অনেক অভিনন্দন !:#P !:#P !:#P !:#P ও দোয়াপ্রার্থী :`> :``>>

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:০৩

আমি তুমি আমরা বলেছেন: হ্যা, আপনাদের দোয়ায় কোর্স ওয়ার্ক শেষ, কেবল থিসিস ডিফেন্সটা বাকি। আশা করি সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে।

আপনারও দেখি গ্রাজুয়েশনটা প্রায় শেষ হয়ে এসেছে। তা পোস্ট গ্রাজুয়েশন কি নিয়ে করবেন-ঠিক করেছেন কিছু?

৩০| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:০৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অভিনন্দনপার্ক!

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ফ্লাইং ডাচম্যান :)

৩১| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: আজ্ঞে এজন্যই বলেছি দোয়াপ্রার্থী ;)

দেখা যাক কোন বিষয়ে স্নাতকোত্তর করা যায়, বিদগ্ধজনের পরামর্শ কাম্য :P

ভালো থাকুন :)

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১

আমি তুমি আমরা বলেছেন: আমার মনে হয় আপনার সর্বরোগের ওষুধ নিয়ে স্নাতকোত্তর করা উচিত। বিষয়টা রেয়ার, তারওপর আপনি বিশেষজ্ঞের সাহায্য পাবেন ;) :P

৩২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫

ভিটামিন সি বলেছেন: সামুতে আপনার পঞ্চবর্ষপুর্তি উপলক্ষে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার মাঝে একদিনের ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারেন।

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২১

আমি তুমি আমরা বলেছেন: আপনার কথা মাথায় থাকল। দেখি, ক্লার্ক আর স্মিথ কি বলে :P ;)

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা জটিল টপিক সাজেস্ট করছেন !:#P !:#P !:#P !:#P


এইটাতেই মাস্টার্স করতে হবে, দেখি কে ঠ্যাকায় !! =p~ =p~ =p~

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৪

আমি তুমি আমরা বলেছেন: তাহলে আর দেরী কেন? গ্রাজুয়েশনটা শেষ করেই মাস্টার্সে ভর্তি হয়ে যান ;) :P

৩৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৫

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাপি ব্লগিং

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ :)

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাপি ব্লগিং

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ :)

৩৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৯

রমজান আহমেদ সিয়াম বলেছেন: শেষের স্ক্রিনশট টা আমি প্রায়ই পাই

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০০

আমি তুমি আমরা বলেছেন: তাই নাকি?

৩৭| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩

রমজান আহমেদ সিয়াম বলেছেন: হুম ভাই তাই ৷ ৬ষ্ঠ বর্ষপূর্তি তো পার হয়ে গেলো ৷ শুঊভেচ্ছা অভিন্দন ভাই :-) :-P

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সিয়াম ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.