নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পসমগ্র-৭

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮




০১.
মেয়েটা দেয়ালের সাথে হেলান দিয়ে তখনো দাঁড়িয়েছিল। একজন পুলিশ অফিসার তার বন্দুকটা মেয়েটার দিকে তাক করে আছেন, অন্য অফিসার মেয়েটির কাছে জানতে চাইলেন, কি হয়েছিল?
মেয়েটা কোন জবাব দিল না, শূন্য দৃষ্টিতে দূরে চেয়ে রইল।
অফিসার দুজনের মাথার চুল ছেড়ার যোগাড়। তারা কিছুতেই বুঝতে পারছিলেন না অজানা অচেনা একটি কিশোরীর পাশে দেশের প্রেসিডেন্টের রক্তাক্ত লাশ পড়ে আছে কেন???!!!

গল্পঃ ধাঁধাঁ
২৩.০৯.২০১৮



০২.
অন্ধকার রাতের শীতলতার মাঝে ল্যাম্পপোস্টের উষ্ণ সোডিয়াম আলো লোকটাকে অভ্যর্থনা জানাল।পার্কের ভাঙ্গা চেয়ারটাকে তার বুড়ো মেরুদন্ডের কাছে মনে হল যেন মখমলের বিছানা।কুড়িয়ে পাওয়া ছেড়া কাঁথাটায় চমৎকার শীত মানছে। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া পুরনো জুতো জোড়াও পায়ে চমৎকারভাবে মানিয়ে গেছে।
"আহ, জীবন এত সুন্দর কেন?" মনে মনে ভাবল লোকটি।

গল্পঃ সুখী মানুষ [gratitude]
মূল গল্পঃ এন্ড্রু ই. হান্ট
অনুবাদঃ আমি তুমি আমরা
২৩.০৯.২০১৮



০৩.
"সাবধান, জানটুশ। বন্দুকটা কিন্তু লোডেড।" বেডরুমে ঢুকতে ঢুকতে লোকটা বলল।
"শেষে বউকে এটা দিয়ে মারবে?" মেয়েটা বিছানায় বসতে বসতে জানতে চাইল।
"নাহ, ধরা পড়ে যাওয়ার চান্স থাকবে। ভাবছি প্রফেশনাল কাউকে ভাড়া করব।"
"আমাকে এই কাজের জন্য কেমন মনে হয়?"
লোকটা হাসল।"তোমার মত কিউট মেয়েরা হলিউডি সিনেমায় হিটম্যান হতে পারে। বাস্তবে মেয়ে হিটম্যান ভাড়া করার মত বেকুব কে হবে?"
মেয়েটার ঠোঁটের কোণে একটুখানি হাসির ঢেউ এসে মিলিয়ে গেল।"তোমার বউ।"

গল্পঃ ঘুমিয়ে পড়ার গল্প [bedtime story]
মূল গল্পঃ জেফরি হুইটমোর
অনুবাদঃ আমি তুমি আমরা
২৩.০৯.২০১৮


===============================================================
এবারের পর্বের প্রতিটি গল্পই অনুবাদ। তিনটিই ইন্টারনেটে পাওয়া, পরের দুটো গল্পের লেখকের নাম খুঁজে পেলেও প্রথম গল্পের লেখকের নাম উল্লেখ ছিল না। যদি কারো জানা থাকে, তবে কমেন্টে জানান, পোস্টে যোগ করে দেব।ধন্যবাদ।
-আমি তুমি আমরা


===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:

অনেক দিন পর ভাইয়া কে পেলাম......


আপনাদের প্রবীণ দের এই হঠাৎ হঠাৎ মুখখানা দেখলে মনটা খুশিতে ভরে যায়।


তিন টি গল্পই ভাল লাগল।



ঠিকাছে পোস্টে প্লেস.......


২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

আমি তুমি আমরা বলেছেন: আসলে ভাই, ব্যক্তিগত জীবনে নানারকম ব্যস্ততার কারণেই ব্লগে আসা হয় না। তাছাড়া ব্লগে একসময় যাদের সাথে চমতকার কিছু সময় কেটেছে-তাদের প্রায় কেউই এখন আর ব্লগে একটিভ নন। এজন্য ব্লগে আসার আগ্রহটাও ঠিক পাই না।তারপরও আপনার মত দুয়েকজন যখন ব্লগে মাঝেমাঝে উকি দিয়ে যান, তখন মনে হয় কিছু লিখি।

তিনটি গল্পই আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ভাল থাকবেন।
শুভকামনা সবসময় :)

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

স্রাঞ্জি সে বলেছেন:
জ্বি ভাইয়া। আসলেক আগে হলো নিজের ব্যক্তিগত কাজগুলো। তারপর বিবিধ কাজ........


আর হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। সামু তে অনেক ভাল মনের মানুষ গুলো নিরব হয়ে গেছে.....


ভাইয়া শেষমেশ এটাই কামনা। মাঝেসাঝে ব্লগে এসে আমাদের জন্য কিছু লিখা রেখে যাবেন......


২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

আমি তুমি আমরা বলেছেন: সেটাই। অনলাইনের জীবন পরে, অফলাইনের জীবনটাই আগে।

পুরনো ব্লগারদের মিস করি :( কিছি করার নেই। পুরনোরা চলে যাবে, নতুনরা তাদের জায়গায় আসবে-এটাই নিয়ম।

আপনার কথায় উতসাহ পেলাম। মাঝে মাঝেই পোস্ট দেয়ার চেষ্টা থাকবে ইন শা আল্লাহ :)

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

সনেট কবি বলেছেন: বেশ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভুলতে পারিনি সেই অভিমান
আবার ফিরে আসা তোমার কাছে
ঘুমিয়ে পড়ি নক্ষত্রের বুকে
এখনো ভালোবাসি ,ভালোবাসি সে ই
অচেনা শিহরন।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

আমি তুমি আমরা বলেছেন: পোস্টের বিষয়বস্তুর সাথে মন্তব্যের কোন মিল খুজে পেলাম না।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

আরোগ্য বলেছেন: তিনটি গল্পই দারুণ। ১ম টা রহস্যময়, ২য় টা কঠিন বাস্তব আর ৩য় টা হাস্যরস।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

আমি তুমি আমরা বলেছেন: তিনটি গল্পই আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

শান্তির দেবদূত বলেছেন: প্রথমটা মাথার উপর দিয়ে গেল, পরের দুইটা বেশ ভালো লেগেছে। শেষেরটা তো অসাধারণ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

আমি তুমি আমরা বলেছেন: অতি সাধারণ একটা মেয়ে কেন প্রেসিডেন্টের রক্তাক্ত লাশের পাশে দাঁড়িয়ে আছে- ধাধা বলে মনে হয় না?

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

শিখা রহমান বলেছেন: তিনটা গল্পই ভালো লেগেছে। তবে তৃতীয়টার শেষে চমকটা দারুন ছিলো।

শুভকামনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২

আমি তুমি আমরা বলেছেন: তৃতীয় গল্পটা পড়ার পর আমি নিজেও একইভাবে মুগ্ধ হয়েছিলাম। আপনারও ভাল লেগেছে জেনে খুশি হলাম :)

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

আরজু পনি বলেছেন: পড়তে ভালো লাগছিল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪

আমি তুমি আমরা বলেছেন: পড়তে ভাল লেগেছে জেনে খুশি হলাম।

অনেকদিন পর আপনাকে দেখলাম ব্লগে।আশা করি ভাল আছেন।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা ,



শেষের গল্পের জানটুস-ই প্রথম গল্পের প্রেসিডেন্টের হত্যাকারী । কারন জানটুসের মতো মেয়ে হিটম্যানের পক্ষেই এটা সম্ভব যদি প্রেসিডেন্টের নারী ঘটিত ব্যাপার স্যাপার থাকে । ;)

শেষের গল্পের লোকটি আর পার্কের বুড়ো লোকটার জীবন আসলেই সুন্দর !!!!!! :||

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

আমি তুমি আমরা বলেছেন: বাহ, চমতকার বলেছেন তো। হয়ত জানটুশই সেই মেয়ে হিটম্যান, হয়ত পরকীয়া করতে আসা সেই লোকটিই প্রেসিডেন্ট। পার্কের বেঞ্চে শুয়ে থাকা সেই লোকটি হয়ত কোন দুর্ধর্ষ স্পাই-যেকিনা প্রেসিডেন্ট হত্যার তদন্ত করছে।

দারুণ একটা থ্রিলারের আইডিয়া পেয়ে গেলাম।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তিনটাই জমেছে!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

আমি তুমি আমরা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: গল্পের মতন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২

আমি তুমি আমরা বলেছেন: ঠিক তাই।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

আলোরিকা বলেছেন: শেষেরটা দারুণ ! এভাবেই মানুষ ফেঁসে যায় :D

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩

আমি তুমি আমরা বলেছেন: সেটাই। কাছের লোকগুলোই বিশ্বাস ভাংগে সবচেয়ে বেশি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

স্রাঞ্জি সে বলেছেন:
ভাইয়া কেমন আছেন???

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

আমি তুমি আমরা বলেছেন: আলহামদুলিল্লাহ।

আপনার কি অবস্থা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.