নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিক ও রাজাকার মুক্ত ব্লগ

আমি তুমি আমরা

লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

আমি তুমি আমরা › বিস্তারিত পোস্টঃ

বা-র-ব-ছ-রঃ এক ডজন পরমাণু গল্প

২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩১



১.
আম খেতে বসেছি।
-থু। বলতে বলতে পুরোটাই ফেলে দিলাম ময়লার বালতিতে।
-কি হল? জানতে চাইল ও।
-আম কাটার সময় পোকা চোখে পড়ে না?
*** *** ***
মাঝরাতে ঘুম ভাঙলো একটা বিশ্রী গন্ধে। অন্ধকারেও বুকের ওপর বসে থাকা কালো পোকাটার অস্তিত্ব বুঝতে কোন সমস্যা হল না কেন যেন।
-এই হারামজাদা, আমাকে ময়লার বালতিতে ফেলে দিলি কেন? জানিস না, ময়লার মধ্যে আমি থাকতে পারি না? নীরবতা ভঙ্গ করে হঠাৎ-ই পোকারটার বিকট চিৎকার।

গল্পঃ কীট
২০.০৭.২০২২


২.
-যদি আমায় ছেড়ে দিস, তবে প্রতিদিন একটা মানুষকে ধোঁকা দিয়ে তোর গুহায় নিয়ে আসব। এই বুড়ো বয়সে তোকে আর না খেয়ে মরতে হবে না।কোনরকমে বললাম আমি।
-তুই আমায় ধোঁকা দিবি না, তার কি প্রমাণ? হিংস্র কন্ঠে বাঘটা জানতে চাইল। তাছাড়া তোকে ছেড়ে দিলে, আজ আমার না খেয়ে থাকতে হবে।
-আমার সাথে চল তবে। আমার সাথীকে নদী পাড়ে দাড় করিয়ে এসেছি, কোন দিক থেকে আক্রমণ করবি, দেখিয়ে দেব। আজ আমার সাথীকে খাবি, আমাকে ছেড়ে এভাবেই নিয়মিত নরমাংসের স্বাদ পাবি।
-চল তবে। লোভে চকচক করে উঠল বাঘের চোখ।
বাঘটা তখনো জানে না, গুহা থেকে বেরুনো মাত্রই প্রথম গুলিটা লাগবে ঠিক তার দুই চোখের মাঝখানে...

গল্পঃ ফাঁদ
২০.০৭.২০২২


৩.
বার বছর চলার পর হঠাৎই একদিন টিভিটা নষ্ট হয়ে গেল।
-ধুর শালা, আমার ভাগ্যটাই খারাপ। সবসময় দুই নম্বর জিনিসটা আমার কপালে জোটে। বলতে বলতে টিভিটায় জোরসে একটা বাড়ি দিলাম হতাশায়।
হঠাৎ-ই চালু হয়ে গেল টিভিটা।
-মরে যাচ্ছি, এবারতো অন্তত এতদিনের সার্ভিসের একটা স্বীকৃতি দে। কাঁদতে কাঁদতে আবার অফ হয়ে গেল টিভিটা।

গল্পঃ আক্ষেপ
২০.০৭.২০২২


৪.
পুকুর থেকে উঠে এলাম।
-পানি কেমন? পাড়ে দাঁড়িয়ে থাকা লোকটা জানতে চাইল।
-মারাত্মক গরম। জবাব দিলাম আমি।
-কই? বলতে বলতে হাত ডুবিয়ে পানির উষ্ণতা মেপে দেখল লোকটা।
-নিজেই যখন দেখবি, তাহলে আমাকে জিজ্ঞেস করলি কেন?

গল্পঃ আজাইরা
২০.০৭.২০২২


৫.
ছাতা ছিল না সাথে, বাসায় পৌছাতে পৌঁছাতে ভিজে গেলাম।
-আকাশ ভর্তি মেঘ ছিল, তবুও ছাতা ছাড়া বেরিয়ে গেলে। এজন্যই বলি, চারপাশটা খেয়াল রাখতে হয়।

ঘন্টাখানেক পর। খেতে বসেছি, ও খাবার সার্ভ করছিল টেবিলে।
-বাবারে, বলতে বলতেই মেয়েটা ধপাস করে পড়ে গেল ফ্লোরে।
-কি হল?
-আর বোল না, হঠাৎই একটা তেলাপোকা উড়ে গেল পাশ দিয়ে। যা ভয় পেয়েছিলাম।
-এজন্যই বলি, চারপাশটা খেয়াল রাখতে হয়। বলতে বলতে আরেক লোকমা ভাত মুখে দিলাম আমি।

গল্পঃ চারপাশ
২০.০৭.২০২২


৬.
ক্ষেতের আইলে বসে ছিলাম চুপচাপ। ওই দূরে কতগুলো জোনাকী পোকার আলো ক্রমাগত জ্বলছে আর নিভছে।
-কি ব্যাপার, অন্ধকারে বসে আছ কেন? একটা জোনাকী জানতে চাইল।
-আলোয় গেলে তোমাকে আর পাব না বলে।

গল্পঃ আলো অন্ধকারে যাই
২০.০৭.২০২২


৭.
সাইকেল চালিয়ে ফিরছিলাম অফিস থেকে, পথেই দাঁড়িয়ে পড়লাম। নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখান বুফে খেয়ে আয়েশ করতে করতে বেরুচ্ছে সব বড়লোকের বেটা-বেটির দল।
-আমিও একদিন... বলতে বলতে প্যাডেল চালালাম।

ত্রিশ বছর পর।
-দেখুন, আগেই বলেছি শুধু খাওয়া কন্ট্রোল করে আর হবে না আপনার, এখন থেকে নিয়মিত ব্যায়াম করতে হবে। বিরক্ত হয়ে বললেন ডাক্তার।
-এই বয়সে ব্যায়াম? অবাক হলাম।
-বাঁচতে চান তো?
কোন জবাব দিলাম না, ডাক্তারের ফী দিয়ে নীরবে বেরিয়ে এলাম।

পাঁচ মিনিট পর। জ্যামে আটকা পড়েছে গাড়িটা।হঠাৎ-ই চোখ পড়ল সাইকেলের শোরুমে। এক বাপ তার ছেলেকে সাইকেল কিনে দিচ্ছে।
-আমিও একদিন... হঠাৎই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। কথাটা শেষ করতে পারলাম না। তার আগেই ড্রাইভার এক্সলেরেটরে চাপ দিল।

গল্পঃ আমিও একদিন...
২০.০৭.২০২২


৮.
-বুঝলি, রাশিয়া দেশটা এত খারাপ, শুধু শুধু ইউক্রেনে হামলা করল। কোন মানে হয়?
আমিও হয়ত এই আলোচনায় যোগ দিতাম, কিন্তু তার আগেই কারেন্ট চলে গেল।
-বুঝলি, আমাদের সরকারটা এত খারাপ, রাশিয়া এত সস্তায় তেল দিতে চাইছে, নিয়ে কোথায় বিদ্যুৎ উৎপাদন করবে, তা না ...

গল্পঃ দুমুখো
২০.০৭.২০২২


৯.
-আমি জায়েদ খানের ফ্যান, কোন সমস্যা?
-তাহলে মুনমুন-ময়ূরী কি দোষ করল?

গল্পঃ লেভেল
২০.০৭.২০২২


১০.
-খুব কষ্টে আছি, বুঝলা। আগে প্রতিদিন বুফে খেতাম, এখন সপ্তাহে দুদিন খাই।
-খুব ভাল আছি, আলহামদুলিল্লাহ। আগে প্রতিদিন হাওয়া খেতাম, এখন সপ্তাহে দুদিন ভাত খাই।

গল্পঃ ভাল আছি, ভাল থেকো
২০.০৭.২০২২


১১.
-আচ্ছা, সামুর ওয়েব সাইটের কোন টেকনিক্যাল ডেভেলপমেন্ট হয় না কেন?
-এই মান্ধতার আমলের টেকনিক্যাল সাপোর্ট নিয়েই ব্লগাররা যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে সামুতে, টেকনিক্যাল ডেভেলপমেন্ট করবে কেন?

গল্পঃ ভাল আছি, ভাল থেকো-২
২০.০৭.২০২২


১২.
-কি লেখ এত সারাদিন?
-সামুতে বার বছর পার করে ফেলেছি। বর্ষপূর্তি পোস্ট লিখছি।
-লাভ কি? এসব ছাইপাশ এখন আর কেউ পড়ে না।
-তাই নাকি? তাহলে এই প্লাটফর্মে ১২ বছর কাটালাম কি করে?

গল্পঃ বিস্ময়
২০.০৭.২০২২


--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--_--

বিগত বছরের বর্ষপূর্তি পোস্টগুলোঃ
১.সামুতে কেটে যাওয়া তিনটি বছর এবং আমি, তুমি কিংবা অন্য কারো না বলা গল্প
২.চা-র-ব-ছ-রঃ একজন সামু গ্রাজুয়েটের গল্প
৩.পাঁ-চ-ব-ছ-র
৪.আমি তুমি আমরা ফিচারিং সামু ব্লগারসঃ অর্ধযুগের প্রেমের গল্প
৫.সা-ত-ব-ছ-রঃ সামুতে আমার বিবর্তনের গল্প
৬.গল্পঃ অসীম শূন্যতার মাঝে (৮ বছর পূর্তি পোস্ট)
৭.বর্ষপূর্তি পোস্টঃ ন-য়-ব-ছ-র
৮.দ-শ-ব-ছ-রঃ আমি-তুমি-আমরা নামাঃ পর্ব-১
৯.এ-গা-র-ব-ছ-রঃ আমি-তুমি-আমরা নামা



=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
পরমাণু গল্পসমগ্র সিরিজের বাকি পর্বগুলোঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
পরমাণু গল্পসমগ্র-১৩
পরমাণু গল্পসমগ্র-১৪
পরমাণু গল্পসমগ্র-১৫
পরমাণু গল্পসমগ্র-১৬

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৪

আমি তুমি আমরা বলেছেন: পোস্টে দেয়া স্ক্রিনশট নিয়েছিলাম এক যুগ পূর্তির ঠিক একদিন পরেই। পোস্টটা লিখতে গিয়ে মাসখানেক দেরী হয়ে গেল। ব্লগাররা যে যেখান থেকে এই পোস্ট পড়ছেন, সবাই ভাল থাকুন। সবার জন্য শুভকামনা।

হ্যাপী ব্লগিং।

২| ২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৪

সোনাগাজী বলেছেন:



একযুগ ব্লগিং, অভিনন্দন।

সাধারণ মানুষকে নিয়ে গল্প লিখুন।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৪

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভেচ্ছা।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৫

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ :)

৪| ২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথমেই অভিনন্দন জানাই। ১২ বছরের অনুভূতি নিশ্চয়ই অসাধারণ!!
১২ নং গল্পে অনেক কিছুই বলে দিয়েছেন । সম্ভব হলে নিয়মিত হন, আপনার কাছে এটাই আবদার।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২২

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।

যখন ব্লগিং শুরু করেছিলাম এই প্লাটফর্মে, তখন আমি নিজে ছিলাম ছাত্র। ক্লাস আর ল্যাবের বাইরে অধিকাংশ সময়ই তখন ব্লগে কাটিয়েছি। ব্লগে তখন চমৎকার একটা পরিবেশ ছিল, সহব্লগারদের অধিকাংশই ছিলেন অসাধারণ লেখক। ফেসবুক-ইউটিউবের মত সাইটের উত্থান, সেখানে তুলনামূলক অধিক জনপ্রিয়তা আর অর্থসংযোগের সুযোগ কিংবা নিছক ব্যক্তিগত বা কর্মজীবনের ব্যস্ততা-নানান কারণেই অতীতের অধিকাংশ অসাধারণ লেখকেরা ব্লগ ছেড়ে গেছেন। তাদের ছেড়ে দেয়া শূণ্যস্থান পূরণে সেই মাপের কিংবা সেই সংখ্যক নতুন ব্লগার আসেননি এই প্লাটফর্মে। এই কথার মাধ্যমে আমি এখনকার ব্লগারদের ছোট করছি না, তবে এখন দৈনিক গড় পোস্টের সংখ্যা যেমন কমেছে, তেমনি পোস্টের গড় মানও আগের চেয়ে নিম্নমুখী হয়েছে। অবশ্য সময়ের সাথে সাথে ব্লগ কর্তৃপক্ষও সাইটটিকে আপডেট করে প্রয়োজনীয় সংখ্যক নতুন ব্লগারদের আকর্ষণ করা বা পুরনো ব্লগারদের ধরে রাখার চেষ্টা করেননি-এটাও সত্য। সেই সাথে মডারেশন নিয়ে অভিযোগতো নিত্যনৈমিত্তিক ঘটনা। ব্লগে নিয়মিত না থাকার পেছনে আসলে বহু অজুহাতই দেখানো যায়। তবে সত্যটা হচ্ছে এখনো অফলাইনে পোস্ট পড়া হয়, কিন্তু নতুন পোস্ট লেখা কিংবা মন্তব্য করার জন্য লগইন করার ইচ্ছেটা জাগে না।

ব্লগিং-এ জড়তা আমায় জড়িয়ে ধরেছে বহুদিন ধরে, তবুও টিকে আছি এই প্লাটফর্মে, থাকতে চাই আরও বহুদিন-এটাই আসল কথা।

ভাল থাকুন। শুভকামনা রইল।
হ্যাপী ব্লগিং

৫| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি যুগের সাক্ষি। আন্তরিক অভিনন্দন গ্রহন করুন। আপনার বারো বছর পূর্তিতে প্রিয় জগজিৎ সিংয়ের প্রিয় গানটি আপনার জন্য উপহার। আর হাজীর বিরিয়ানী রেস্টোরেন্টের বরফ শীতল এক গ্লাস বোরহানি। পোস্টে +++





২২ শে জুলাই, ২০২২ রাত ৮:২৮

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ঠাকুর মাহমুদ। আপনারও নয় বছর পেরিয়েছে, কম সময় নয় কিন্তু, আপনিও এই ব্লগের অনেক চড়াই উতড়াই এর সাক্ষী। আপনারো তাই একটা অভিনন্দন প্রাপ্য এই দীর্ঘ যাত্রার জন্য।

জগজিৎ সিং বাংলা গান গেয়েছেন, জানতাম না। আপনার সৌজন্যে জানা হল।

ভাল থাকুন। হ্যাপী ব্লগিং। :)

৬| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: আমি তুমি আমরা,




বারো বছর চলার পরেও আমি তুমি আমাদের টিভিটা একেবারে নষ্ট হয়নি। খালি মাঝেমাঝে সার্ভিসিং দরকার হয়, তখন গোটা দুই বাড়ি দিলেই চলে। নইলে ফিরে আসা লোডশেডিংয়ের মতো ঝট করে চলে যায়। তাইতো ভাবতে হয় - বারো বছর এভাবে চলছে কেমন করে !!!!!!! :|

আমরাও শঙ্কায় আছি, বুঝলেন !! আগে প্রতিদিন আপনাকে দেখা যেতো, ভাগ্যে থাকলে এখন মাসে-দু'মাসে আপনার দেখা মিললেও মিলতে পারে! :((

সামুতে মান্ধাতার আমলের টেকনিক্যাল সাপোর্টের যেমন ডেপেলপমেন্ট নেই তেমনি আপনারও কোনও ডেপেলপমেন্ট নেই! সেই একই পরমাণু গল্প। কেন ফুটবলের মতো বড় অনুগল্প লিখতে কি হাত ব্যথা করে ? :P

এতোগুলো আজাইরা গপ্পো বেজাইর‍্যা ব্লগে একটু জোনাকির আলো জ্বালিয়ে গেলো যেন!

২২ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৪

আমি তুমি আমরা বলেছেন: বারো বছর চলার পরেও আমি তুমি আমাদের টিভিটা একেবারে নষ্ট হয়নি। খালি মাঝেমাঝে সার্ভিসিং দরকার হয়, তখন গোটা দুই বাড়ি দিলেই চলে। নইলে ফিরে আসা লোডশেডিংয়ের মতো ঝট করে চলে যায়। তাইতো ভাবতে হয় - বারো বছর এভাবে চলছে কেমন করে !!!!!!!

=p~ =p~ =p~

এভাবেই সার্ভিসিং করতে এক যুগ পেরিয়ে গেছে!!! ভাবতেই অবাক লাগে।

আশা রাখি আগামি আট মাসের মাথায় আপনাকেও এক যুগ পূর্তির অভিনন্দন জানানোর সুযোগ হবে, ইন শা আল্লাহ।

২২ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৭

আমি তুমি আমরা বলেছেন: আমরাও শঙ্কায় আছি, বুঝলেন !! আগে প্রতিদিন আপনাকে দেখা যেতো, ভাগ্যে থাকলে এখন মাসে-দু'মাসে আপনার দেখা মিললেও মিলতে পারে! 

ব্লগে নিয়মিত না থাকার পেছনে আসলে বহু অজুহাতই দেখানো যায়। তবে সত্যটা হচ্ছে এখনো অফলাইনে পোস্ট পড়া হয়, কিন্তু কেন যেন নতুন পোস্ট লেখা কিংবা মন্তব্য করার জন্য লগইন করার ইচ্ছেটা আর জাগে না।ব্লগিং-এ জড়তা আমায় জড়িয়ে ধরেছে বহুদিন ধরে, তবুও টিকে আছি এই প্লাটফর্মে, থাকতে চাই আরও বহুদিন-এটাই আসল কথা। :)

২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৫০

আমি তুমি আমরা বলেছেন: সামুতে মান্ধাতার আমলের টেকনিক্যাল সাপোর্টের যেমন ডেপেলপমেন্ট নেই তেমনি আপনারও কোনও ডেপেলপমেন্ট নেই! সেই একই পরমাণু গল্প। কেন ফুটবলের মতো বড় অনুগল্প লিখতে কি হাত ব্যথা করে ?

বড় গল্প টাইপ করতে অলসতা লাগে। আবার জি-বোর্ড ইনস্টল করব ভাবতেছি :P

৭| ২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমরা নিবেদিতপ্রাণ ব্লগার আমি তুমি আমরা, কে ব্লগে নিয়মিত চাই।

২২ শে জুলাই, ২০২২ রাত ১১:১৩

আমি তুমি আমরা বলেছেন: নিয়মিতভাবে পারব কিনা জানি না, তবে ব্লগে আছি।

নতুন আইডিতে আবার ফিরে এসেছেন, সেজন্য শুভেচ্ছা নিন।

৮| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:১০

অপু তানভীর বলেছেন: কদিন আগে আমার ১১ বছর পূরণ হল । আমার ঠিক এক বছর আগে আপনি !

বর্ষপূর্তিতে শুভেচ্ছা !


তিন নম্বর গল্পটা বেশ মজা লাগলো !

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৫

আমি তুমি আমরা বলেছেন: এগার বছর পূর্তির অভিনন্দন। জীবনে কোন আক্ষেপ ছাড়াই ভাল থাকুন, এই কামনা রইল।

৯| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

ফয়সাল রকি বলেছেন: যুগপুর্তির অভিনন্দন।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ ভাই।আপনারও তের বছর পেরিয়ে গেছে। অভিনন্দন জানিয়ে গেলাম। :)

১০| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:৩১

ফয়সাল রকি বলেছেন: তাই তো, তের বছর পেরিয়ে গেছে! টিন হয়ে গেছি তাহলে। B-)

১২ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১৫

আমি তুমি আমরা বলেছেন: আপনি তাহলে এখন টীন এজ মিউটেন্ট নীনজা টারটেলস :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.