নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ব্যন খাইলাম

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪২

আপনার একাউন্টটি স্থগিত করা হয়েছে

উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার একাউন্টটি স্থগিত করা হয়েছে। আপনাকে নজরে রাখা হবে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন যাতে করে আপনি নজরদারি থেকে মুক্ত হতে পারবেন।



বর্তমানে আপনার কমেন্ট করার সুবিধা বন্ধ আছে।

আপনার একাউন্টটি স্থগিত করা হয়েছে

উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার একাউন্টটি স্থগিত করা হয়েছে। আপনাকে নজরে রাখা হবে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন যাতে করে আপনি নজরদারি থেকে মুক্ত হতে পারবেন।



বর্তমানে আপনার কমেন্ট করার সুবিধা বন্ধ আছে।

এইযে এখানে বলেছেন সামুর মডুরা আপনাকে উপর্যুপরি নিয়ম ভঙ্গ করার

কারনে আপনাকে ব্লগ পোষ্ট করা এবং পোষ্ট মন্তব্য করার সুবিধা বন্ধ করে রেখেছেন ও আমার উপরে নজরদারী করছেন কিনতু আমার প্রশ্ন আসলে এসবের মানে কি আমি যে নিয়ম গুলো ভেঙ্গেছি তা আমাকে একটু খুলে বলবেন ।

তাহলে খুশি হতাম ও আন্তরীক ভাবে সতর্ক হোতাম ।

আমি কিনতু অন্য ব্লগের চেয়ে সামুর ব্লগকে খুব ভালজানতাম কারন এখানে কোন নাস্তীকের আড্ডা নেই ।

এতা এমন একটি মুক্ত অঙ্গন বা ব্লগ প্লাট ফরম যেখানে মুক্ত পাখির মত ডানা

মেলে উড়া যাবে

আসলে কি মুক্ত অঙ্গন বলতে কি বুজায় আর আমরা কি আসলে ব্লগ প্লাট ফরমে মুক্ত পাখির মত ডানা মেলে উড়তে পারিছি বা মুক্ত কন্ঠে কোন কথা

বলতে পারছি ও মুক্ত ভাবে কোন কিছু লেখতেও পারছি না ।

তবে এতে আসলে ব্লগ কৃত পক্ষ সামুর বা এই ব্লগের কৃতপক্ষ যারাই আছেন

তাদের কোন হাত নাই ।

আমি শুধু সামুর ব্লগেই নয় আর বেশ কিছু ব্লগ সাইট দেখেছি যেমনঃ

আমার বাংলা ব্লগ

মুক্ত মনা

শবুজ বাংলা ব্লগ

বাশের কেল্লা

মুসলিম বাংলা

সোনাঁর বাংলা ব্লগ

এই ব্লগ গুলো এবং আর কিছু বাংলা ব্লগ আছে এই সব গুলো বাংলা ব্লগে শুধু

নাশ্তীক ও আশ্তীক দের শুধু আড্ডা খানা ।

আর ঐ ব্লগ গুলো যখন তখন ব্লগার গো ব্যন মারছে মডুরা ।

তাই বলে আমি কোন ব্লগ কৃতপক্ষ বা আমু মডুগো দোষ দেই না ।

দোষ আমাগো কপালের এমন একটি দেশে বসবাস হায়রে আমার প্রিয় জম্ম ভূমি হায়রে প্রিয় সোনার বাংলা । আমার দেশের সরকারের পক্ষ হয়ে কোন লেখক যদি কিছু লেখেন তাহলে সেই লেখকে সরকার বুকে টেনে নেয় আর যদি বিরোধী দলের পক্ষে হয়ে লেখে তাহলে বিরধী দল তাকে বুকে টেনে নেয়

হয়তা বা লেখক আবার এই দুই তিন দলের রেশারশির কারনে লেখকের জেলের ঘানী বা এমন হইতে পারে লেখককে জিবন দিয়ে তার লেখার

সমাধি দিতে হয় ।

এবার আপনেরাই বলুন সত্যি কারের লেখক যে সে কি কখন কার পক্ষবাদী

লেখে ।

আমি বলবো না লেখেনা । একজন শিল্প যেমন সে তার মনের গহীনতা

থেকে শিল্প চর্যা করে ঠিক একজন লেখক তার মনের বিতরের কথা বা সরকারী বা বিরোধী দলের কোন কাজ করলে ভাল হবে ও কোন কাজ করলে

দেশের খারাপ হবে সাধরনত কোন ব্লগার ও সাংবাধিক এই বিষয় গুলো উপরেই বেশির ভাগ লেখালেখি করে ।

এই বিষয় গুলো সরকার ও বিরোধী দলের সাধারনত চিন্তা করা উচিত

অথচ চিন্তা তো দূরের কথা উল্তো যারা চিন্তা করছে তাদেরকে চিরদিনের জন্য একে বারে ঘুমপারিয়ে দেন ।

এই হলো আমাদের দেশের রাজনৈতীক নেতাকর্মী দের কর্মকান্ড ।

আর মনে হচ্ছে তাদের চাপেই বা তাদের ভয়ে যদি তারা আবার কোন ব্লগারকে হত্যা করে তাই মডুরা আমাদের ভালোর জন্য এবং আমাদের

জীবন বাচাঁতে আমাদের কিছু কিছু নীক যখন তখন ব্যন বা স্থগিত করে দেন। ধন্যবাদ কৃতপক্ষ অসংখক ধন্যবাদ ও কৃতজ্ঞর্তা জানাই আমাদের জীবনের নিরাপর্তার কথা চিন্তা ভাবনা জন্য ।



মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১:২৬

ঢাকাবাসী বলেছেন: বড়ই বিচিত্র দেশে বাস করি!

২২ শে জুলাই, ২০১৪ রাত ১:৪১

কালের সময় বলেছেন: ধন্যবাদ@ঢাকাবাসী ।
আমার ব্লগ দেখে যাওয়ার জন্য শুভেচ্ছা নিবেন ।

২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৭

মামুন ইসলাম বলেছেন: @ কালের সময় সামনের এগীয়ে চলুন পাশ্বে আছি থাকব ।

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:১৫

কালের সময় বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া দোয়া করিবেন সামনের দিনগুলিতে ভাল পোষ্ট দিতে পারি ।
আর পাশে থাকার কৃতজ্ঞর্তা জানিবেন ।

৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ২:২৪

তার ছিড়া আমি বলেছেন: আপনি হুদাই প্যাচাল পাড়লেন, না সত্যি সত্যিই ব্যান করে দিছিলো ?

২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৮

কালের সময় বলেছেন: মনে হচ্ছে ভাইয়া গত এক মাস জেল খেতে বেরিয়ে আসলাম ।
এর আগে আর একবার
এই নিয়ে দুই বার
আমার জন্য একটু দোয়া কইরেন ।
আমার ব্লগে আসার জন্য শুভেচ্ছা ।

৪| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৩

কথার_খই বলেছেন: হ্যাঁ ..... হু ম কি

২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৬

কালের সময় বলেছেন: হ্যাঁ ..... হু ম কি কিনা জানিনা তবে আমার যা হয়েছিল তাই বলেছি।
শুভেচ্ছা নিবেন ব্লগে আগমন করার জন্য।

৫| ২২ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৮

মাহাভুব আল হাছান বলেছেন: দোয়া করি @ কালের সময় ভাল থাকুন ।
ভাল পোষ্ট করুন আর নিজেকে পারলে এখন সেফ করুন।

২২ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২০

কালের সময় বলেছেন: ধন্যবাদ@মাহাভুব আল হাছান ভাইয়া।
সেফ তো আর আমার হাতে না সেফ হলো কৃতপক্ষ্যের হাতে ।
শুভেচ্ছা নিবেন ।

৬| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০১

নীল আকাশ ২০১৪ বলেছেন: মডুরা ব্যান করার সময় কোন কারণ উল্লেখ করেনা - তাতে তদের এক্সপোজারটা হয় এরকম - ব্লগ আমার নিজস্ব সম্পত্তি, ইচ্ছা হইলে ব্যান করব, না হইলে না, পোষাইলে থাক, নইলে ভাগ!

আমি এর আগে তিনবার ব্যান খাইছি। একটা নিক পারমানেন্টলি ব্যন করে দিয়েছিল গত বছর থাবা বাবার জানাযার বিরোধিতা করে পোস্ট দেওয়াতে। তখন আমার অন্য কোন নিক ছিলনা। নতুন নিক খুললাম, সেটাকে ১৪ মাস (ভুল শোনেন নাই, ১ বছর ২ মাস) ওয়াচে রেখে তারপর মুক্তি দিয়েছে।

তারপর কি কারণে যেন মাস দুয়েক ব্লগিং করার পর সেই নিকটাও কমেন্ট ব্যান করে দিল। আমি একজনকে ব্লগে এনেছি - এরকম একজনকেও অজানা কারণে কমেন্ট ব্যান করেছে গত বছরের আগস্ট মাসে - এখনো তাই বহাল আছে । দুঃখে সে ব্লগিং ছেড়ে দিয়েছে।

আমার এই নিকটা নিয়েও ভয়ে আছি। কোন একদিন উৎসাহ নিয়ে কোন ব্লগে মন্তব্য করতে গিয়ে দেখব নিচে লেখা, "দুঃখিত, আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে"

মডুদের কাছে অনুরোধ, দোয়া করে আমার এই নিক ব্যান করার সময় লিখে দেবেন এভাবে, "ব্লগিং নীতিমালার অমুক অমুক ধারা ভঙ্গ করায় আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে" তাহলে আর কিছুনা আমি অন্তত জানতে পারব আমার অপরাধটা কি!

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:৩০

কালের সময় বলেছেন: হ্য ভাই @ নীল আকাশ আমিও আপনার কথার সাথে এক মত আছি মডুগ আসলে এ কাজ গুলো ঠিক হচ্ছে না নিক ব্যন করার আগে একবার নোটিশ দিয়ে জানিয়ে দিলে ভাল হতো কোন কারনে নিকটি ব্যন করছেন।
আর কৃতপক্ষের মডুরা দয়া করে আর কোন ব্লগার ভাইয়ের নিক ব্যন কইরেন না ।

৭| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩২

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনার কথার সাথে আমি একমত না। ব্যান করবেনা কেন? নীতিমালা ভঙ্গ করলে অবশ্যই ব্যান করবে। কিন্তু ক্ষমতা দেখানোর জন্য ব্যান করলেই আপত্তি।

ব্লগার থাবা বাবার জানাযার প্রতিবাদ করে পোস্ট দেবার সাথে সাথেই যখন ব্যান খেলাম, আমি অন্তত তিনবার মেইল করেছিলাম, কি কারণে আমাকে ব্যান করা হয়েছে জানাতে - মডুরা কোন উত্তর দেবার প্রয়োজন মনে করেনি। ক্ষমতা আছে, তাই দেখায় আর কি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.