নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ ও ছবি ব্লগ দেখুন কি ভাবে ঈদ উদর্যাপন করতে হয়

২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:২৩



ঈদ আনন্দ ও ছবি ব্লগ দেখুন কি ভাবে ঈদ উদর্যাপন করতে হয়।

ঈদের একটু সকালে ঘুম থেকে উঠেপরতে হয় তারপরে আগে পরিস্কার করে সুন্দর ভাবে অযু করতে হয় । পরে ফযরের নামাজ আদায় করতে হয় । পরে আবার কিছুক্ষন হাতাচলা করে আবার পরিষ্কার হয়ে অযুকরে সুন্দর ভাবে গোসল করতে হয় তার পরে সুন্দর পরিষ্কার ও যাদের সম্ভবহয় নতুন জামা কাপর পরে শরিলে

ও কাপরে কিছু খুসব আতর মেখে ঈদ গা ও মসজিদে যেতে ।

মসজিদে যাওয়ার সময় এক রাস্তা এবং নামাজ শেষে অন্য রাস্তা দিয়ে

বাড়ীতে যেতে হবে ।

আর মসজিদে বা ঈদ গাঁ ঈদের নামাজে যাওয়ার আগে অবস্যই বাসা

থেকে কিছু মি্ষ্টি মুখ করে রোজা ভেংঙ্গে ঈদের নামাজে যেতে হয়।



অবশেষে নামাজের পরে এই ভাবে একজন আরেক জনের বুকের সাথে বুক মিছিয়ে ঈদের কোলাকুলি করতে হয় ।



ঈদ আনন্দ ও ছবি ব্লগ দেখুন কি ভাবে ঈদ উদর্যাপন করতে হয়।

ঈদের একটু সকালে ঘুম থেকে উঠেপরতে হয় তারপরে আগে পরিস্কার করে সুন্দর ভাবে অযু করতে হয় । পরে ফযরের নামাজ আদায় করতে হয় । পরে আবার কিছুক্ষন হাতাচলা করে আবার পরিষ্কার হয়ে অযুকরে সুন্দর ভাবে গোসল করতে হয় তার পরে সুন্দর পরিষ্কার ও যাদের সম্ভবহয় নতুন জামা কাপর পরে শরিলে

ও কাপরে কিছু খুসব আতর মেখে ঈদ গা ও মসজিদে যেতে ।

মসজিদে যাওয়ার সময় এক রাস্তা এবং নামাজ শেষে অন্য রাস্তা দিয়ে

বাড়ীতে যেতে হবে ।

আর মসজিদে বা ঈদ গাঁ ঈদের নামাজে যাওয়ার আগে অবস্যই বাসা

থেকে কিছু মি্ষ্টি মুখ করে রোজা ভেংঙ্গে ঈদের নামাজে যেতে হয়।



অবশেষে নামাজের পরে এই ভাবে একজন আরেক জনের বুকের সাথে বুক মিছিয়ে ঈদের কোলাকুলি করতে হয়

আর ঈদের কয়েক দিন আগে থেকেই আমাদের পাশে প্রতিবেশী আছে যারা এবং পারাপ্রতিবেশী আর্তিয়স্বজন আছেন যারা তাদের

ভাল মন্দ খোজখবর নিতেহবে ।

এতা কিনতু আমাদের দার্য়ত্ব ও কর্তব্য এবং ইসালামের নিদের্শ নামা ।

আর যদি তা ঈদের আগে সম্ভব নাউ হয় তাহলে ঈদের নামাজ পরা শেষে অবশ্যই প্রতেকটি পাড়াপ্রিবেশী ও আর্তিয়স্বজনদের ঘরে যেয়ে খোজ খবর নিতে হবে যে সে কোন অসবিদায় আসেকিনা তার ঘরে তার ছেলেমেয়ের জন্য ঈদে বাজার করছে কিনা এবং তার সরীল সুস্থ আছে কিনা ইত্যাদি নানান বিষয়ে তার সাথে মত বিনিময় বা কথা বলতে হবে এবং তার কোন অসবিধা থাকলে যততুক সম্ভব দূরকরে দেওয়ার চেষ্তা করতে হবে ।

এবং প্রয়োজনে তার কাছে মাফ চাইতে হবে এই বলে ভাই আমাকে

মাপকরে দিন আমার উচিত ছিল আর আগেই আপনার খোজ নেওয়া এবং তা নিতে পারি নাই বলে ।



ঈদ মানে আনন্দ উৎসবের দিন ঈদ মানেই খুশির দিন ঈদ মানেই সকল মানুষের সমমিলীত হওয়ার দিন ।

ঈদের আগে যদি কার সাথে জগড়াবিবাদ থাকে তাহলে অবশ্যই ঈদের দিন ঐ ব্যক্তির সাথে মিলে যেতে হবে ।

মহান আল্লাহু আমাদের সকলকে সুন্দর ভাবে ঈদ পালন করার সুযোগ সুবিদা দান করুক সবাই বলবো কিনতু আমীন ।

এবং সকলব্লগার ভাইদের ও সকল ব্লগার বোনদের আমার পক্ষ্য

থেকে ঈদের শুভেচ্ছা রইল ।

ঈদমোবারক ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫১

কালের সময় বলেছেন: @ সুমন কর ভাই আপনাকেউ ঈদমুবারক

২| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৫

মামুন ইসলাম বলেছেন: @কালের সময় @সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো
ঈদমুবারক

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

কালের সময় বলেছেন: জি জি মামুনইসলাম আপনাকেউ ঈদের শুভেচ্ছা ঈদমুবারক

৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ঈদ শুভেচ্ছা।।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৫:১৬

কালের সময় বলেছেন: আপনাকেউ প্রানঢালা অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা ।
ঈদমোবারক;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
ঈদমোবারক;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
ঈদমোবারক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৪| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৭:১৯

মাহাভুব আল হাছান বলেছেন: ঈদমোবারক

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৪২

কালের সময় বলেছেন: ঈদমুবারক

৫| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৪৭

রাজিব বলেছেন: এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেরাতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১০

কালের সময় বলেছেন: অবশ্যই সঠিক কথা বলেছেন রাজিব ভাইয়া ।আপনার এই কথার সাথে আমি সহমত আর আসা করব সকল ব্লগার ভাইরাও আপনার এ কথার সাথে অবশ্যই সহমত থাকবে ।
আর শধু সহ মত থাকলেই হবে না সকলকে এর কার্যকিরতাও
করতে হবে।
ধন্যবাদ রাজিব ভাইয়া ঈদের শুভেচ্ছা নিবেন ।
ঈদমুবারক

৬| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কোলাকুলি করাটা রেওয়াজ হয়ে গেছে। ঈদের আমল হিসেবে সেটি গুরুত্বপূর্ণ নয়। করাটা হয়তো দূষের কিছু নয়। দীর্ঘ বিরতির পর দেখা হলে ওটা করা হয় ।

সুন্দর পোস্ট +

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৪

কালের সময় বলেছেন: ভাইয়া এই ছোট ভাইয়ের ব্লগটি দেখে যাওয়ার জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞথাকলাম ।
আরেক বার ঈদের শুভেচ্ছা নিবেন
ঈদমুবারক

৭| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

আরজু মুন জারিন বলেছেন: দেখলাম সুন্দর ছবি।ঈদ মোবারক।চমৎকার পোষ্টটির জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

কালের সময় বলেছেন: আপু আমার ব্লগবাড়ীতে আসার জন্য আন্তরীক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.