নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

প্রেম অমর চির অমর

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৭

প্রেম করে সেকা খাওয়া মানুষের জীবনে প্রেম তাদের মনের সবথেকে আবেগ ময় বিষয় হয়ে থাকে ।প্রেম মানুষের মনে ও দেহে যেমন গতি বিধি আবেগময় করে তেমনি প্রেমের

কারনে মানুষে মনে ভিবিন্ন প্রেমের রিতিনিতি গতি ধারন করে ।

তবে আজ শুনিনী কেউ প্র্রেম করে সুখী হয়েছে । প্রেম করে হয়ত কেউ মরেছে গলায় ফাঁস লাগীয়ে নয়ত বা মরেছে বিশ পান করিয়া ।প্রেম করে সেকা খেয়ে যারাউ বেচেঁ আছে তাদেরকে বেচেঁ থাকা বলে না বা ওতাকে জিবন বলে না । কেউ প্রেম করে সেকা খেয়ে হয়ত রাষ্টার ফুটে বসে হিরয়ন খাচ্ছে নয়ত বা কেউ প্রেম করে সেকা খেয়ে রাষ্টার ফুটে বসে সিরিজ দিয়ে রক্তের সাথে মিছিয়ে দিচ্ছে নেশা । কেউ বা প্রেম করে সেকা খেয়ে তা সইতে না পেরে কোন বারে বসে গলা গীলছে হয়ত বা কার্সটিংয়ের ডিব্বার পানি নয়ত বা গীলছে কাচের বোতলের সেরাপ । হায়রে প্রেম আমার দুংখ আমার অহংকার আমার প্রেম সবই আমার ।প্রেম নিয়ে বহু কবিটা রচিত হয়েছে প্রেম নিয়ে বহু কাব্য রচিত হয়েছে প্রেম নিয়ে বহু ঘটনা ঘটেছে । তবুও প্রেম বেচেঁ আছে এবং বেচেঁ থাকবে । প্রেম চির অমর । দোষ নয় প্রেমের দোষ হল প্রেম করনীয় দের বা প্রেম কারী দের । প্রেম করেছিলেন ইসুব নবীর সাথে জোলেখা বিবি,,প্রেমে মরা জলে ডুবে না প্রেম করেছেন ইসুব নবী সংঙ্গে সাথী জোলেখা বিবি প্রেমে মরা জলে ডুবে না । প্রেম করেছিলেন লাইলী মজনু,,প্রেম করেছিলেন সিরীন ফরহাদ,,প্রেম করেছিলেন রমিও জুলীয় । তারাও প্রেমীক প্রেমীকা আর আমরাও প্রেমীক প্রেমীকা । পার্থক্য এতাই তারা মনে সাথে মন মিলায়া প্রেম করতেন । আমরা দেহের সাথে দেহ মিলীয়ে প্রেম করি ।

তাই আজ প্রেমের এ পরিহাস ।

সকল পাঠকের তরে ক্ষমা চেয়ে বিদায় নিলাম

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.