নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

খুব শিগ্রয়ই বাজারে আসছে গুটিয়ে রাখা যাবে এরকম অভিনব টিভি

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩


টেলিভিশনের স্ক্রিন এতই পাতলা যে তা সহজেই গুটিয়ে রাখা যাবে
হায়রে টেলিভিশন এমন একটি সময় গেছে যখন একটি ফ্যামেলিতে একটি সাদাকালো টেলিভিশন কিনতে দুই তিন বিঘা জমির
দামও গুনতে হয়েছে । আর এখন সেই টেলিভিশন ঘরে ঘরে বলা চলে এখন একটি টেলিভিশন একটি ঘরের একটি সদস্য । দেখতে
দেখতে প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে এসেছে আমরা এখন অসাধারণ প্রযুক্তিতে মাঝে বসবাস করছি । শুনতে কল্পকাহিনী মনে হলেও বাস্তবে এই প্রযুক্তি এখন আমদের নাগালের মধ্যেই এসে হাজির হয়েছে । এরকম এক টেলিভিশন ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে তৈরি করেছে এলজি এবং এটি তারা প্রদর্শন করছে লাস ভোগ কনজুমার ইলেকট্রনিক্সের বিশ্ব প্রদর্শনীতে।এলজি এরকম একটি টেলিভিশন উদ্ভাবনের জন্য কাজ করছিল বহুদিন ধরে। তাদের তৈরি এই টেলিভিশনের ডিসপ্লে হাই-ডেফিনিশন এইচডি মানের। বিবিসির প্রযুক্তি বিষয়ক সংবাদাদাতা ডেভ লিকে এই নতুন টেলিভিশনটি পরীক্ষা করে দেখার সুযোগ দিয়েছিল এলজি।তিনি জানিয়েছেন টেলিভিশনটি কার্যত একটি স্ক্রিনের মতো যা ইচ্ছে করলে যখন তখন কাগজের মতো গোল করে পাকিয়ে রাখা যায়। এলজির তৈরি পরীক্ষামূলক টেলিভিশনটির স্ক্রিন সাইজ হচ্ছে ১৮ ইঞ্চি। কিন্তু তারা এখন ৫৫ ইঞ্চি সাইজের এরকম টেলিভিশন তৈরির পরিকল্পনা করছে। এই স্ক্রিনে হবে ফোর কে মানের অর্থাৎ এইচডি র চেয়েও চারগুণ বেশি উন্নত।

আমাদের কাছে এগুলো স্বপ্ন মনে হলেও এলজি কাছে এটা স্বপ্ন না কিন্তু তবে এলজি এখনও তাদের এই প্রযুক্তির রহস্যের কথা ফাঁস করেন নাই। তবে যেটা জানা যাচ্ছে তারা এখন এলইডির পরিবর্তে ও-এলইডি প্রযুক্তিতে চলে যাচ্ছে।ও-এলইডি বলতে অর্গানিক এলইডি। এই টেলিভিশনে ব্যাকপ্যানেলের কোনো প্রয়োজন হবে না সে কারণেই স্ক্রিনেটিকে বাঁকানো যাবে। কিন্ত বাঁকানো যায় এমন টেলিভিশনের দরকারটা কি ? এলজির কৃতপক্ষ থেকে বলা হয়েছে ইচ্ছেমাফিক ডিসপ্লে তৈরিতে খুব কাজে লাগবে এই টেলিভিশন স্ক্রিনে যেমন দোকান পাটে বা অফিস রেষ্টুরেন্ত ওসব স্থানে। তাছাড়াও যারা ঘরের একটি কোনা টেলিভিশনের জন্য বরাদ্দ রাখতে চান না তাদের জন্য এই টেলিভিশন খুব কাজে লাগবে। টেলিভিশন দেখা শেষ গোল পাকিয়ে স্ক্রিনটা তুলে আলমরি বা সুকেচ বা অন্য কোথাও রাখুন । কোন বাড়টি ঝামেলা থাকলো না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

আজমান আন্দালিব বলেছেন: এইরকমটাই অনেকদিন ধরেই শুনছি। আসুক।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কালের সময় বলেছেন: এবার মনে হয় খুব শিগ্রয়ই বাজারে আসবে ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: আসুক.....

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

কালের সময় বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.