নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

হ্যাপী সেন্ট ভ্যালেন্টাইন\'স ডে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭


পুরাতন এবং দূর্লভ ভ্যালেনটাইন কার্ড যা ছিল ১৮৫০ সাল থেকে ১৯৫০ সালে
মধ্য-১৯শ এবং প্রথমিক ২০শ শতাব্দীর ভ্যালেনটাইন দিবসে ।


কমিক ভ্যালেন্টাইন, মধ্য-১৯শ শতাব্দী

ইশার হাওল্যান্ড ভ্যালেন্টাইন, প্রায় ১৮৫০

লোকশিল্প ভ্যালেনটাইন, ১৮৭৫ নিউ জার্সি

হুইটনি ভ্যালেন্টাইন, ১৮৮৭

ভ্যালেনটাইন কার্ড, ১৮৬২

হাতে লেখা কবিতা, "টু সুজানা" ভ্যালেন্টাইন্স ডে তারিখ, ১৮৫০ (কর্ক, আয়ারল্যান্ড)

সমুদ্রচিত্র ভ্যালেন্টাইন, তারিখ অজানা

ভিনেগার ভ্যালেন্টাইন, প্রায় ১৯০০

বাস্টার ব্রাউন ভ্যালেন্টাইন পোস্টকার্ড, রিচার্ড ফেলটন আউটকাল্ট, ২০< শতাব্দী

ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন'স ডে যা বছরে একদিন একটি বার্ষিক উৎসব হিসেবে পালন করা হয় । আর দিনটি ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবং এটি অনুরাগের মধ্যে দিয়ে সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়। তবে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয় আর সে ক্ষেত্রে বেশি অংশ দেশেই দিনটি ছুটির দিন না।ইতিহাসে যতটুক পাওয়া যায় ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইনস নামে একজন খৃষ্টান পাদ্রী এবং চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার অভিযোগে সে সময় রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। তারপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইনস স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। খৃষ্টানজগতে পাদ্রী সাধু সন্তানদের স্মরণ এবং কর্মের জন্য এই ধরনের অনেক দিবস রয়েছে। যেমন ২৩ এপ্রিল সেন্ট জজ ডে, ১১ নভেম্বর সেন্ট মার্টিন ডে, ২৪ আগস্ট সেন্ট বার্থোলোমিজম ডে, ১ নভেম্বর আল সেইন্টম ডে, ৩০ নভেম্বর সেন্ট এন্ড্রু ডে, ১৭ মার্চ সেন্ট পযাট্রিক ডে।
পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা কসুর করে না। খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ ঘোষনা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন উৎসব পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এই দিবস উদযাপন করা থেকে বিরত থাকার জন্যে নিষিদ্ধ ঘোষনা করেন। তাছাড়া অস্ট্রিয়া ও হাঙ্গেরি এবং জার্মানিতে বিভিন্ন সময়ে এই দিবস প্রত্যাখ্যাত হয়।বর্তমানসময় পাশ্চাত্যে এই উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়ে থাকে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

বিজন রয় বলেছেন: সুন্দর পোস্ট।
আপনাকেও শুভেচ্ছা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনার জন্য শুভকামনা থাকল ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

অগ্নি কল্লোল বলেছেন: শুভেচ্ছা রইলো।
ছবিগুলো চমৎকার।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনারজনও শুভকামনা রইল ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর পোস্ট।+++++

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

আবু শাকিল বলেছেন: আপ্নের ভালবাসাপ্রীতি দেখে মুগ্ধ।নিজেই খুইজ্জা বাইর করছেন নাকি কারো শেয়ার লিংক চোখে পড়ছে :) :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

কালের সময় বলেছেন: ধন্যবাদ আপনাকে শাকিল ভাই ।নিজের চেষ্টা । =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.