নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

সামুতেও মনে হয় হেপাটাইটিস ভাইরাসের ছোয়া লেগেছে =p~ =p~ =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১


বুঝলাম না কত দিন পরে একটা পোস্ট লিখতে বসলাম আর পোস্ট খানা লিখতে লিখতে আমার পোস্ট পুস্ট হয়ে গেল ।
লিখা শেষে যখন পোস্ট করুন বাটন এ ক্লিক করলাম তখনি গাপলা লাগলো গাপলাটা হলো পোস্ট দেয়ার সময় দেখলাম
লাল রং এ লিখা আসে ট্যাকনিক্যাল সমস্যার কারনে আপনাকে আবার লগিন করতে হবে । আরে মিয়া লগিন না করলে
আমি পোস্ট লেখলাম কি করে । তাই মনে হচ্ছে সামুতে হেপাটাইটিস বি জন্ডিসে আক্রান্ত হয়েছে অতিশিগ্রয়ই ভ্যাকসিন দিতে হবে =p~

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

মোঃ হাবিবুর রহমান (হাবীব) বলেছেন: এটি আপনার ব্রাউজার এর সমস্যার কারণেও হতে পারে ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

কালের সময় বলেছেন: ভাই কি কন আমিতো ব্রাউজার মজিলা ৩৮ চালাই তাহলে কি এটা বাদ দিয়া দিমু ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

স্বাধীনতাকামী বলেছেন: :P :P :P কিছুই করার এমন টাই হয়

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

কালের সময় বলেছেন: নাহ! ভাই তাহলেতো ভ্যাকসিন দেয়া ছাড়া আর কুন উপায় দেখি না ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

কালের সময় বলেছেন: নাহ! ভাই তাহলেতো ভ্যাকসিন দেয়া ছাড়া আর কুন উপায় দেখি না । =p~

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এক বালতি সমবেদনা অাপনার জন্য!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

কালের সময় বলেছেন: সমবেদনা ছাড়া আর আছেই বা কি? সমবেদনা জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনাকে প্রথমে দেখতে হবে উক্ত কম্পিউটারে আপনি আর কোন ব্রাউজার ব্যবহার করেন কিনা? এবং সেইটা দিয়ে সামুতে আগেই লগইন ছিলেন কিনা? অনেক সময় তাড়াহুড়াতে আমরা লগইন করতে ভুলে যাই। কিন্তু পরবর্তিতে যখন অন্যকোন ব্রাউজার দিয়ে লগইন করি তখন লগইন হয়, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না।

দ্বিতীয়তো নেট সমস্যার কারণে অনেক সময় এমনটা হতে পারে।
তৃতীয়তো দেখা যায় আপনি যখন কোন পোস্ট লেখেন তখন নেট কানেকশন স্লো থাকে। আর পোস্ট লেখা শেষ হলেই উক্ত লেখাটি যখন পোস্ট করতে যান তখন হঠাৎ করে চাপ সহ্য করতে না পেরে লগ আউট হয়ে যায়।
চতুর্থ কারণ হতে পারে আপনার ব্রাউজারটি হয়তো ব্যাক ডেটেড যার ফলে এমন বিড়ম্বনার স্বীকার হয়েছেন!

তবে সব থেকে ভাল হয়, কোন লেখা লেখার পর সেটাকে কপি করে তারপর পোস্ট বাটনে ক্লিক করতে হয়। তাহলে যদি আপনি লেখা পোস্ট করতে গিয়ে কোন সমস্যার সম্মূখিন ও হন তাহলে পরবর্তিতে কপি পেস্ট দিয়ে তা পূনরায় প্রকাশ করতে পারেন।
তাছাড়া আপডেটেড ব্রাউজার ব্যবহার করেন! যদি ব্রাউজার আপডেট থাকে তাহলে ব্রাউজারের কুকি & হিস্টোরি রিফ্রেস দেন। তাহলে ব্রাউজার আবার নতুন করে কাজ শুরু করতে পারবে। পাসওয়ার্ড সেভ করা থাকলে সেটাকেও রিমুভ দিয়ে পরবর্তি লগইনে সেটা পূনরায় সেভ করতে পারেন!

আশা করি আপনার সমস্যার সমাধান হবে! ধন্যবাদ! ভাল থাকবেন!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

কালের সময় বলেছেন: আপনা মন্তব্যে অনুপেরিত হলাম ধন্যবাদ ভালো থাকবেন ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অনেক সময় তাড়াহুড়াতে আমরা 'লগআউট' হবে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

কালের সময় বলেছেন: হুম তাও হতে পারে ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

আবু শাকিল বলেছেন: ব্লগেই আইসাই কট খাইলেন :)
ট্রাই মাইরা দেখেন। জান মতে সামুতে পোষ্ট দেয়ায় সমস্যা হচ্ছে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

কালের সময় বলেছেন: ধন্যবাদ হু মারা ছাড়াতো কুন উপায় দেখছি না তাই মাইরা মাইরা দেখছি =p~

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

জাহিদ হাসান বলেছেন: বাংলা বানানে এত ভূল থাকলে পোষ্ট তো গায়েব হবেই ! B:-/

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

কালের সময় বলেছেন: হুম আগে বুল সংসোধন করতে হব বোঝা গেছে /:)

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

শাহ আজিজ বলেছেন: ওয়ার্ডে লেখা তৈরি করে তারপর কপি পেস্ট করুন। আর কোন সমস্যা থাকবেনা। আমরা শুরুতে এই সমস্যায় ভুগেছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

কালের সময় বলেছেন: ওহ! ভাইয়া কপি পোস্ট করাতো দন্দনীয় অপরাধ । =p~

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

সুমন কর বলেছেন: সাময়িক সমস্যা হতে পারে, এটা নিয়ে বিচলিত হবার কারণ নেই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

কালের সময় বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই ।না তেমন বিচলিত হই নাই । =p~

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

দিশেহারা আমি বলেছেন: কি জানি বাপু :(
অনেকদিন কোন পোষ্ট দেইনি।
আজকে কয়েক জায়গায় কমেন্ট করতে পারিনি। :||

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

কালের সময় বলেছেন: আমিতো পোস্ট দিতেই পারিনি আজও অনেক কষ্টে একটি পোস্ট দিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.