নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

বাদরের আক্রমণে ভেঙ্গে যাচ্ছে তাজমহল

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬


ঐতিহাসিক সম্রাট শাহজাজহানের সাধের তাজমহলের মিনারে বড়সড় ক্ষত দেখা যাচ্ছে৷ সম্প্রতিক মিনারের সৌন্দার্যবর্ধণে কাজ করতে গিয়ে সেখানকার কর্মীদের নজরে দক্ষিণ পশ্চিম মিনারের গম্বুজটির ভগ্নদশা ধরা পড়ে । তারপর থেকেই গম্বুজটি ভেঙে পড়তে পারে বলেও তারা জানান। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে আশ্বাস দেয়া হয়েছে গম্বুজটি ভেঙ্গে পড়বে না।
তাজমহলের সৌন্দর্য রাখতে তিনটি মিনারে রাসায়নিক দিয়ে পরিষ্কারের কাজ করার সময় বিষয়টি তাদের নজরে আছে ৷ প্রত্নতাত্বিক বিশেষজ্ঞরা বলেছেন বাদরের উপদ্রবেই এ ক্ষতিগ্রস্ত হয়েছে গম্বুজটির ৷ আপাতত সে গম্বুজটির সে স্থান কাপড় দিয়ে ঢেকে রাখা দেয়া হয়েছে ৷ আগামী বুধবারের মধ্যে সেটিকে ঠিক করে দেয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে ৷

তথ্যঃ ইন্টারনেট

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১

নেয়ামুল নাহিদ বলেছেন: খবরটা জানলাম।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০

কালের সময় বলেছেন: জানার জন্য ধন্যবাদ ।শুভকামনা থাকল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.