নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজান আহামেদ

কালের সময়

সকলে ভালো থাকুন

কালের সময় › বিস্তারিত পোস্টঃ

পরিক্ষামূলক একটি পোস্ট

০৭ ই মে, ২০১৬ সকাল ১১:২৩

আজ কদিন থেকেই লক্ষ করছি আমার ব্লগে মডারেশন স্ট্যাটাসে লেখা আছে যা তা এই রকম
আপনি একজন সাধারন ব্লগার এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা এখন থেকে আর প্রথম পাতায় প্রকাশ করা হবে না । ভালো ভালো তাও ভালো যা মনে চায় তাই করুন তাই ভালো ।
ভালো কথা সেফ থেকে নামাইয়া দয়া করে শুধু জেনারেল করছেন একে বারে ব্যন বাজান নাই ।কিন্তু এই যে লেখা আছে আপনি একজন সাধারন ব্লগার এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। কিন্তু কোথায় আমিতো কারো লেখায় মন্তব্যয়ই করতে পারছি না ।
একটি ভুল পাওয়া গেছে
sorry,you are not allowed to comment in this blog
তাহলে বলুন এই ধরনের মিথ্যে কথা বলার মানে কি ? আর এ
আমার কাছে মনে হচ্ছে ধরনের মিথ্যে কথা আর পতরনার মধ্যে কোন পার্থক্য নেই ।
আসলে কৃতপক্ষ মনে কিছু করবেন না কোন কিছুতেই ক্ষমতা অপ ব্যবহার বা অহেটুক কোন ব্লগারকে ব্যন করা ঠিক না ।
আমি আপনাদের এখানে বেশ কিছুদিন ধরেই লেখছি আর শুরু থেকেই দেখছিলাম যে অবস্থা এখন অবশ্য তখনের চেয়ে
কিছুটা উন্নত হয়েছে । তবে আরো উন্নত হোক সেটাই আমাদের সকলের চাওয়া ।
আমার মনে হয় না আমি কোন ব্লগে ঢুকে মনের ভুলেও কোন ব্লগারকে কোন খারাপ মন্তব্য করছি আমি বেশি হলে =p~
ধরনের একটি ভেটকি হাসির ইমু দিয়ে পোস্ট ভালো হয়েছে বা সুন্দর পোস্ট অথবা ভালো লেগেছে বলে মন্তব্য করে বেরিয়ে যাই
কিন্তু এমন কোন উসকানীমূলক মন্তব্য করি না যার কারনে আমাকে কমেন্ট ব্যন করতে হবে । আর এটা এই প্রথম না আপনাদের
এই ব্লগে গত আড়াই বছর থেকে আছি আর এই আড়াই বছরে কম হলেও এ নিয়ে তিনবার আমাকে কমেন্ট ব্যন করা হয়েছে ।
কিন্তু কেন ? আমার উপরে এই অন্যায় এই জুলুম একটু খুলে বলবেন আসলে আমাকে নিয়ে আপনাদের সমস্যা কোথায় ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.