নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিতর্ক করি ও খেতে ভালোবাসি।

আনাছ আল জায়েদ

আনাছ আল জায়েদ › বিস্তারিত পোস্টঃ

মনঃসমীক্ষণ তত্ত্ব

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:০০



সিগমুন্ড ফ্রয়েডের মতে “মানুষের অবচেতন মনে অনেক কামনা-বাসনা অবদমিত অবস্থায় থাকে এর অনেক কিছুই স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়’’- এটাই ফ্রয়েডীয় তত্ত্ব।
ফ্রয়েড মানুষের মনের(mind) ৩ টি স্তরের কথা বলেছেন।

১. চেতন (Conscious)
২. অবচেতন(Sub-conscious)বা প্রাক-চেতন(pre-conscious)
৩. অচেতন (Unconscious)
• অচেতন ২টি স্তর।

১. অচেতনের প্রথম স্তর( Primary Unconscious)
২.অচেতনের দ্বিতীয় স্তর(Secondary Unconscious)


অচেতনের প্রাথমিক স্তরের আবার ২টি ভাগ আছে।
১.প্রেমের এষণা(Eros)
২.মৃত্যুর এষণা(Thamotos).

অচেতনের দ্বিতীয় স্তর(Secondary Unconscious) থেকে অবদমিত আবেগ(Repressed Emotion)- এর জন্ম। মানুষের হিংসা, ক্রোধ, বিরহ, নৈরাশ্য, শোক, অপূর্ণ কামনা-বাসনা ইত্যাদি নানাবিধ আবেগ অবদমিত আঁকারে অবচেতন মনে অবস্থান করে এবং প্রতীক আঁকারে পুনরায় চেতন মনে ফিরে আসে,যা স্বপ্নের মাঝে ধরা পড়ে।


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:২৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: যা নিয়ে লেখা শুরু করেছেন আশা করেছিলাম আরো বেশি কিছু পাবো। :(
টপিক্স টা ভালো ছিলো।তবে,আরো বিস্তারিত লেখা যায় না?

২| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৩

আনাছ আল জায়েদ বলেছেন: আরো ভালো লিখবো। এখন শুধু তত্ত্বটা লিখেছি।

৩| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ বিষয়ে আরও লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.