নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

আমি মানুষ

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

আমি মানুষ
দুঃখী জাহিদ
আজ তোমাদের মস্তিস্কে নীল নকশা
আমাদের চেহারায় ভাঁসে আলোর প্রত্যাশা ।
আমাদের জাগরণে জাতির জয়ধ্বণি
তোমরাই কেবল শুনিয়ে যাও অন্ধকারের বাণী ।
তাঁরা আমাকে ডাক পাড়ে,এবার তুই থাম
অনেক ঝরায়েছিস পা থেকে মাথার ঘাম ।
আমি বলি ,সত্য এতো ঠুনকো কেন ?
কিছু বলতে গেলেই আমাকে মারবে যেন ।
তোমরা ধার্মিক ,আমি অধার্মিক তাই বটে
আমি কী তোমাদের মেরেছি হাত উঠে ।
ওরা বলে,ছাঁই পড়ুক তোর কপালে
আমি বলি ,পার পাবি না ক্ষেপালে ।
আর ওরা তেড়ে আসে চাপাতি দা নিয়ে
হাত কাঁপছে বাবা,শরীর ক্যামন যাচ্ছে শিয়ে ।
তোমাদের জাত ধর্ম এমন শিক্ষা দিয়েছে ভাই
মানুষ হয়ে মানুষকে হত্যা করছো তাই ।
ওরা বলে ,চুপ থাক,তর সত্যের উপর লাথি মারি
বেহেস্ত তর বাবায় দিবো ,না কাটিলে তর বুরি ।
আমি জানি,আমার মুক্তি,মৃর্ত্য তোমাদের কাছে
এমন ডংঙ্কা বাঁজিয়ে যাবো চিরদিন যেন বাঁজে ।
ঈশ্বর তোমার কাছে একটাই এই মানুষের দাবি
মানুষের জীবন হয় না যেন কারো হাতের চাবি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.