নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

হৃদয়গলিত জীবন

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭


হৃদয়গলিত জীবন
জাহিদ মোস্তাফি

মানুষের জীবনটা সকালের শিশিরের মত
রোদ্র আসলেই ফুরিয়ে যায়,
শুধু ফুরায় না তার কর্মসমূহ,
মৃত হাড়ের ন্যায় পড়ে থাকে সহস্র বছর ।।

চোখ মেলে তাকানোর সুযোগ নেই
সুযোগ নেই পিছু তাকানোর,
জীবন নামক শব্দে আটকে গেছে -
অস্তিত্ব, ভালবাসা, দুঃখ, অনুশোচনা ।।

সুখ শব্দে জীবন থাকে না
ওখানে থাকে বীভৎস্য এক পরিহাস
তবুও ছুটছে সুখের নেশায় -
জীবন, যৌবন, সমস্ত কর্মফল।।

কর্ণ, চক্ষু, সমস্ত কিছু দৃষ্যমান
কিন্তু হৃদয় দখল করে আছে সমস্তকে
হৃদয়ের খোঁজ কেউ রাখে না!
সে আহত হলো কি বেদনায় ছটফট করলো
মানুষ মরে না কেবল তাঁর হৃদয়ই মারা যায়।।

হৃদয় এক আজব খন্ড
ভেঙে গেলে আর জোড়া লাগে না-
তবুও হাসে, আবার কাঁদে -
আবার সুখের ছায়ায় -
পালিয়ে বেড়াই জীবনের অলিতে -গলিতে।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

মোস্তফা সোহেল বলেছেন: হৃদয়ের খোঁজ নেওয়াও শিখতে হয় তা না হলে কারও হৃদয়ের খোজ নেওয়া যায় না।
কবিতা ভাল লেগেছে।
ভাল থাকুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

দুঃখী জাহিদ বলেছেন: হ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.