নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

অতিথি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭


অতিথি
জাহিদ মোস্তাফি

সে এসেছিলো বর্ষার অতিথি ফুল হয়ে
এলোকেশে রক্ত শাপলার সৌন্দর্য দেখাতে
হৃদয় ছুঁয়া কদম্বফুলের বৃষ্টিবিলাস শেখাতে
অন্তরকে রাঙিয়ে এক স্নিগ্ধ ভোর জাগাতে।

সে প্রতিবিম্বিত হয়ে এসেছিলো স্মরণে
হারিয়ে গেছে কথাকাব্যের কোন এক মিছিলে
বৃষ্টিভেজা ভাসমান শিউলির উতাল পাতাল ঢেউয়ে
হেমন্তের কাক ডাকা মেঘাচ্ছন্ন ভোরে ।

সে এসেছিলো এক অতিথি পাখি হয়ে
চোখের পাঁপড়ির মত লেগে থাকা স্বপন
ঢিকিপানচিলের মত এসেছিলো হৃদয়ে -
এ যে দলবদ্ধ এক সারসি -
পরিযায়ী হয়ে পালিয়ে গেছে তাঁর নীল আকাশে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা ও ছবি বেশ সুন্দর।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

সাইফুর রহমান খান বলেছেন: ভাল লিখেছেন

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: সে এসেছিলো এক অতিথি পাখি হয়ে
চোখের পাঁপড়ির মত লেগে থাকা স্বপন
ঢিকিপানচিলের মত এসেছিলো হৃদয়ে -
এ যে দলবদ্ধ এক সারসি
অসাধারন লিখেছেন ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

করুণাধারা বলেছেন: ভাল লাগল।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৭

মাকার মাহিতা বলেছেন: বাহ! দারুন লিখেছেন তো...! @ জাহিদ মাসাফি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.