নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

আলোকিত অন্ধকার

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২


আলোকিত অন্ধকার
জাহিদ মোস্তাফি


নিশুতিদের কুহু ডাকে অন্ধকারে জাগরণ আসে,
দেখি রূপালি চাঁদের ভরা যৌবন আর অমানিশা,
পালিয়ে যাবে এখনই তবুও চুপিসারে আড়ি পাতে।

তিতাসের জলরেখায় এঁকেছিলাম প্রিয়তমার নাম,
কোনদিন আর জানবে না জেনে!
ও নামে চুমোও দিয়েছিলাম।

হে সবুজ বাতায়ন -
নীল রেখা আঁকো আমার হৃদয়ে,
তুমি আলো নও, স্বপ্ন নও -
তুমি পরশ লাগা এক আদর।

জীবন শালুকের ভিতরে শাপলা হয়ে ফুটে
চোখের কিনারায় জমে অন্তত যৌবনা ঘুম,
যে মৃত্যুর পরশে রয়ে যায় এক প্রিয়সখীর প্রেম।

আমি অনেক দিন -
পালকহীন ডাহুকের মত উড়তে চেয়েছি,
হিংস্র প্রাণীদের মত তোমাকে চেয়েছি
সে -প্রেম নষ্টের পথে নয়
চাঁদের অন্ধকার রেখাও জানে
আমি কতটা ভালবেসেছি।

হৃদয়ের অন্ধকারে ডুবে থাকে চাঁদের আলো-
প্রনয়ে ভরে উঠে রক্তজবার নূপুর আসর,
আর আমাকে তারিয়ে দিয়েছে -
আমি অন্য কোন নক্ষত্রের প্রাণ নই
মানুষের কাছে এসেছিলাম কিন্তু
অমাবশ্যার আঁধারে ঢেকে দিলো।

আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি -
সে আসে পাখি হয়ে জাগাতে আমায়
কিন্তু আমি তাঁর মিথ্যার আসর থেকে পালিয়ে বেড়াই
আমি অভিমানী নই বরং আমি বিব্রত।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২

ফাহমিদা বারী বলেছেন: সুন্দর কবিতা। বেশ ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.