নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১


ভ্রমণ
জাহিদ মোস্তাফি


এ চাহনি আর কিছু নয়,
কেবল তোমাকে দেখার তরেই,
তোমাকে দেখবো বলেই-
জেগে আছি অতন্দ্র প্রহরী হয়ে,
চেয়ে আছি পথিক হয়ে পথের সীমানায়
কালিমা রাখবো না!
তোমার তরে সকলই বিসর্জন।

এ পথচলা আর কিছু নয়,
কেবল তোমার কাছে যাওয়া,
তোমার ওখানে যাবো-
তোমাকে ভালবাসার গীত শুনাবো,
তোমার চারপাশে আমার হৃদযন্ত্রের বাঁশি বাঁজাবো,
আর চিৎকার করে বলবো ;
ভালবাসি ভালবাসি শুধু তোমাকে।

এ ভ্রমণ আর কিছু নয়,
কেবল তোমাকে পাওয়ার তরেই,
আমার ভিতরে তুমি ছাড়া -
যা আছে সব ছাড়খার হোক,
তুমি ক্ষত মুছে নিয়ে বুকে জড়াবে-
আদরে কাছে ডাকবে,
আমার জীবনের সকল আঁধার
মুছে দিয়ে আলো আনবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

এম ডি মুসা বলেছেন: ভালো লেগেছে ।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


সব পথ এক দুয়ারে এসে মিশেছে

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

দুঃখী জাহিদ বলেছেন: চাঁদগাজী নামটা ভাল লেগেছে ভাই

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ ভাই ঠ্যঠা মফিজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.