নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

একটি চমকপ্রদ ঘটনা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০


ইবনে হাজার আসকালানী (রহ) যখন প্রধান বিচারপতীর পদে সমাসীন তখন একটি মজার ও শিক্ষনীয় ঘটনা ঘটে।
একদিন তিনি কায়রো শহরের যে পথ দিয়ে যাচ্ছিলেন তার পাশে ছিল জনৈক ইহুদীর তেলের মিল । ক্লান্ত শ্রান্ত দেহে তিনি তেলের মিলে কাজ করছিলেন । প্রধান বিচারপতিকে পথ দিয়ে যেতে দেখে সেই ইহুদী এগিয়ে এলেন । তিনি ইবনে হাজার আসকালানীকে বললেন “আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে , প্রশ্নটি হলো আপনাদের নবী কি সত্যই বলেছেন , এ পৃথিবী মুমিন মুসলমানদের জন্য দোযখ স্বরূপ আর অবিশ্বাসীদের জন্য বেহেশত স্বরূপ ? ”

ইবনে হাজার আসকালানী (রহ) বললেন – হ্যা তিনি ঠিকই তা বলেছেন ।
সেই ইহূদী লোকটি তখন বলল : “সেটা যদি হয় তাহলে আপনি আমাকে বলুন আপনি কোন দোযখে আছেন এবং আমি কোন বেহেশতে আছি” ।

ইবনে হাজার আসকালানী (রহ) তৎক্ষনাৎ বললেন, “আল্লাহ তা’আলা মুমিন, বিশ্বাসীদের জন্য বেহেশতে যে নেয়ামতরাজী , অফুরন্ত সুখ-শান্তি রেখেছেন তার তুলনায় এই পার্থিব জীবন বিষাদময়, দোযখ-স্বরূপ । আর অবিশ্বাসীদের জন্য যে ভয়াবহ শাস্তি , ভীতি এবং দুর্বিষহ জবীন দোযখে রয়েছে তার তুলনায় এই পৃথিবী তাদের জন্য বেহেশত-স্বরূপ ।
ইবনে হাজার আসকালানী (রহ) এর জবাব শ্রবণ করে সাথে সাথে ইহুদি লোকটি বলল “আমি আজই ইসলাম গ্রহণ করব, আমাকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিন”।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধর্মগুলোতে বাকচাতুর্য প্রখর। বিজ্ঞানে তার লেশমাত্র নেই।
চাতুর্যের ঝলকানি, স্বর্গের লোভ আর নরকের ভীতির কারণেই সাধারণ মানুষ ধর্মের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। আর কোন কারণ না হলেও চলে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

দুঃখী জাহিদ বলেছেন: আমি বলবো আপনি বিজ্ঞানের কিছুই জানেন না । এর বেশী বলা অহেতুক ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

কামরুননাহার কলি বলেছেন: আমিন। আল্লাহ যেনে প্রত্যেক অমুসলিমকে এই ভাবে হেদায়েত দান করেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

দুঃখী জাহিদ বলেছেন: আমিন

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ একমাত্র হেদায়েত দানকারী।
তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন
আর কাউকে করেন গোমরাহ।
তর্ককারীদের ব্যাপারে
তাই সাবধান থাকতে হবে
আমাদের।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

দুঃখী জাহিদ বলেছেন: অবশ্যই ভাই

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

উপরের কথাটা তো ঠিক না। শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

দুঃখী জাহিদ বলেছেন: ভাইজান ! আমি তো আমার গন্তব্য খুঁজে পেয়েছি । খুঁজে পেয়েছি এক মহান সত্যের পথ এবং মত । শান্তির ছায়া । যে কথা বলে অসহায়ের । যে কথা বলে সবার । আর যারা ইসলামের নাম দিয়ে সমাজে তথা সম্রাজ্যে হানাহানি মারামারি করে তাঁরা অবশ্যই ভুল পথে আছে । ইসলাম কেবলই শান্তির পথ ও মত ।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

বারিধারা ২ বলেছেন: ১ নম্বর মন্তব্যকারীর মন্তব্যও বাক চাতুর্যতায় পরিপূর্ণ - কিন্তু তাতে ২ ও ৩ নম্বরের বিশ্বাস এতটুকুও টলেনি। আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস করবে, তার কাছে আস্কালানীর উপরোক্ত বাণী বিজ্ঞানের চেয়েও বেশি সত্য মনে হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

দুঃখী জাহিদ বলেছেন: আহা ! তাঁদের জন্যই আফসোস

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

কাতিআশা বলেছেন: ভালো পোস্ট।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

দুঃখী জাহিদ বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুঃখজনক হলেও সত্যি এ ধরণের কথা মানুষ এখনও বিশ্বাস করে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

দুঃখী জাহিদ বলেছেন: বিশ্বাসীদের জন্য রয়েছে নিদর্শন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.