নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর..................

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

যাযাবর৮১

কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।

যাযাবর৮১ › বিস্তারিত পোস্টঃ

মায়া

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৯



কুকুর ছানার পা কেটেছে ট্রেনে
টোকাই বাবু নিবে কেমনে মেনে!
বুকে জড়িয়ে ছানাটারে কয়
আমি আছিরে তোর নেই কোন ভয়।

মাঝ রাতেতে গেট ধরে চিৎকার
হাসপাতালে আছেনি গো ডাক্তার?
দারোয়ান কথা কি লয়রে কানে
মায়া কি জিনিস সেকি তা জানে।

মরণ কান্না সুর করিলরে জয়
কেমনে ডাক্তার আর দূরেতে রয়,
কুকুরের চিকিৎসা শেষেতে হয়
মায়া মমতার বাঁধন হোক অক্ষয়।

২.৩০, দুপুর
৩০.০৩.২০১৫
ঢাকা

# ছবি ও ঘটনাটি শেয়ার করেছেন ফেবুতে :
ডাক্তার আযান খান, রেলওয়ে হাসপাতাল, রাজশাহী।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১১

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: "মরণ কান্না সুর করে জয়
কেমনে ডাক্তার দূরেতে রয়,
কুকুরের চিকিৎসা শেষে হয়
মায়া মমতা হোক অক্ষয়। "

মহান আল্লাহ্‌ তাঁদের সকলকে উত্তম প্রতিদান দিন যারা এই প্রাণীটিকে সাহায্য করলো।

অনেক ধন্যবাদ পোষ্টটি শেয়ার করার জন্য।।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৭

যাযাবর৮১ বলেছেন:

মহান আল্লাহ্‌ তাঁদের সকলকে উত্তম প্রতিদান দিন যারা এই প্রাণীটিকে সাহায্য করলো। আল্লাহ হুম্মা আমিন


পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

২| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

আবদুর রব শরীফ বলেছেন: হাহা মজা লাগলো, বিড়াল ছানা হলে আরেকটু কিউট লাগতে....

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১১

যাযাবর৮১ বলেছেন:
হাহা মজা লাগলো, বিড়াল ছানা হলে আরেকটু কিউট লাগতে....


আপনার মন্তব্যে হয়েছি অবাক!!!
মজা পেয়েছেন কেন তা আমার বোধগম্য হয়নি............


পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

৩| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

মীর সজিব বলেছেন: ভালই লিখেছেন

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৫

যাযাবর৮১ বলেছেন:
ভাল থাকবেন
মনে রাখবেন


পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

৪| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

কাক ??? বলেছেন: ভাল লাগল খুব।।।।।।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪

যাযাবর৮১ বলেছেন: ভাল থাকবেন,

আমায় মনে রাখবেন



পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

৫| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

কলমের কালি শেষ বলেছেন: ছড়ায় কষ্ট পেলাম ।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬

যাযাবর৮১ বলেছেন:

পাচ্ছি আমরা কষ্ট
সমাজটা হচ্ছে নষ্ট

পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

৬| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

তানভীরএফওয়ান বলেছেন: :(( :(( :(( :(( :(

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪১

যাযাবর৮১ বলেছেন:

পৃথিবীতে থাকুক মায়া
দূর হোক আঁধার ছায়া


পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

৭| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

গরু গুরু বলেছেন: ভালো লাগলোযে বড়

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৬

যাযাবর৮১ বলেছেন:

ছন্দ কথায় দোয়া দিলাম

থাকুন আপনি বেশ

জীবন থেকে দুঃখ ভাগুক

থাকুক না আর রেষ......

৮| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: ছড়ায় ভাল লাগা।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

যাযাবর৮১ বলেছেন:

সমাজে ধরছে কত ঘুন

মনে তাই আগুন। X(



পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

৯| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন মায়াময় ছড়া ।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৮

যাযাবর৮১ বলেছেন:

সেলিম আনোয়ার ভাই আছেন কেমন? :)

আলোকিত হোক আপনার জীবন :D



সতত শুভকামনা রইল :)

১০| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৯

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: দারুন। 3:)

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৩

যাযাবর৮১ বলেছেন:

ভাইরে ঘটনা খান বড়ই যে করুণ
আমাদের মনে উদিত হোক অরুণ


সতত শুভকামনা রইল :)

১১| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩৮

আছিফুর রহমান বলেছেন: অতপর অসভ্য এই দেশে এখনো কিছু সভ্য মানুষ বাস করে

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫১

যাযাবর৮১ বলেছেন:

অতপর অসভ্য এই দেশে এখনো কিছু সভ্য মানুষ বাস
আর হব না আমরা অসভ্যতারি দাস
আর পড়বে না অসহায় মানুষের লাশ
এই দেশ হোক সভ্য মানুষের আবাস ..........................


পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

১২| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: ছড়া এবং ছড়ার পেছনের গল্প খুব ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

যাযাবর৮১ বলেছেন:

ভাই লাগে যদি ভাল

দূর হোক যত কালো

জ্বলুক আবার আলো

হৃদয়ে আগুন জ্বালো।





পূর্ণতার মাঝে জীবন সাজুক

অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।

শুভকামনা সর্বক্ষণ

থাকুক সুস্থ দেহ মন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.