নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর..................

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

যাযাবর৮১

কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।

যাযাবর৮১ › বিস্তারিত পোস্টঃ

খেলার শ্লোগান

০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৪



১.
ইন্ডিয়ারে ইন্ডিয়া
যাবি এবার কান্দিয়া,
পরাজয়ের বিন্দিয়া
পরাই দিব বান্ধিয়া।

২.
বাঘের সাথেতে লড়াই
আজ ভেঙ্গে দিব বড়াই,
খেলাতে যাব ছাড়াই
আমরা যে কাওকে হারাই।

৩.
হারিয়ে দিলাম লঙ্কা পাকি
আছে এখন ইন্ডিয়া বাকি,
গর্জে উঠে বাঘেরা ডাকি
পালাবে আজ দাদারা নাকি।

৪.
ফাটিয়ে দিব
সাটিয়ে দিব
বুঝিয়ে দিব
এই জয়টা নিব।

৫.
হৈ হৈ হৈ দাদা গেল কই
পৈ পৈ পৈ খুঁজে এলাম ঐ
নৈ নৈ নৈ আমরা ভিতু নই
রৈ রৈ রৈ জয়ী এবার হই।

০৫.০৩.২০১৬, রাত ০৭.০০, ওজন পার্ক, নিউ ইয়র্ক।



উৎসর্গ : বাংলাদেশ ক্রিকেট দল কে লিখাটি উৎসর্গ করলাম। যারা অন্তত এই খেলার মাঠে আমাদের দ্বিধা বিভক্ত জাতি কে এক জায়গায় দাড় করিয়ে জাগ্রত করেছে হারানো দেশপ্রেম। সেইদিন বেশি দূরে নয় যেদিন খেলার মাঠের এই অনুপ্রেরণা আমাদের সর্বক্ষেত্রে আমরা দেখব। ইনশাল্লাহ আমরা জাতি হিসেবে মাথা তুলে গর্বের সাথে বলব আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশ আমার অহংকার।



# ছবি গুগল

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৯

অগ্নি কল্লোল বলেছেন: জয় আমাদের হবেই।

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৯

যাযাবর৮১ বলেছেন:
আজ হয়নি কাল হবে। ...শুভকামনা অহর্নিশ :)

২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: শুধু স্লোগান দিলেই চলবেনা খেলতেও হবে ।

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩১

যাযাবর৮১ বলেছেন:
স্লোগান চাই তবেই না খেলা উঠবে। .................... ...শুভকামনা অহর্নিশ :)

৩| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, ভালো লাগল।
ইনশাল্লাহ, আজকে শুধু এ স্লোগান গুলাই চলবে। :-P

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৩

যাযাবর৮১ বলেছেন:

একদিন আমরা হব সেরা .................... ...শুভকামনা অহর্নিশ :)

৪| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৭

বিজন রয় বলেছেন: এ যে দেখি শ্লোগানে শ্লোগানে মুখর। আজ এই মুখরতা বজায় থাকুক।
জয়ের স্পর্শে আজ মুখর হতে চাই।

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

যাযাবর৮১ বলেছেন:
জয়ী আজ হয়নি কাল হবে। ...শুভকামনা অহর্নিশ :)

৫| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫

মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ :D

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৬

যাযাবর৮১ বলেছেন:

একদিন আমরা হব সেরা। ....স্বপ্ন পূর্ণ হবেই হবে ইনশাল্লাহ।.............. ...শুভকামনা অহর্নিশ :)

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

ডঃ এম এ আলী বলেছেন: বলে ছিলাম শুধু স্লোগান দিলেই চলবেনা খেলতেও হবে, এর মধ্যে অবশ্যই স্লোগান অন্তরর্ভুক্ত আছে । স্লোগানের বিষয়টা দেখে একটা অনেক পুরানো কাহিণী মনে পরে যাওয়ায় কথাটি এসে যায় অজানা আশংকে । প্রায় বছর চল্লিশেক আগে মোহামেডান ক্লাব কোন এক দারুন উত্তেজনাপুর্ণ খেলায় হেরে যায়, তখন তার অগনিত ভক্ত দর্শক ক্লাবটির সামনে গিয়ে উত্তেজিত কন্ঠে বলতে থাকে মাঠের গ্যালারীতে বসে হাততালী আর স্লোগান দিয়ে আর কতদিন বাচিয়ে রাখব , বাবারা নীজেরা আর একটু ভাল খেল । অল্প বয়সে দেখা ও শুনা সে কথাগুলি ভুলতে পারিনি বলেই প্রিয় দলের যে কোন পরাজয়েই কথা কটি মনের পর্দায় ভেসে উঠে । সে লক্ষ্যেই বলা শুধু স্লোগান দিলেই চলবেনা ভাল খেলতেও হবে । দুটিই এসাথে পএয়োজন , তবে স্লোগান আমরা দিয়ে যেতেই থাকব । স্লোগান চলবেই চলবে।
আবারো ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য । বাংলাদেশ ক্রিকেটে বিশ্বজয়ী হবে এ কামনাই করি । ফুলেল অগ্রীম অভিনন্দন থাকল আজকের ও অনাগত দিনের ক্রিকেটারদের প্রতি, আর একাত্বতা থাকল ক্রিকেট প্রেমী সকলে প্রতি ।
ভাল থাকুন , সুন্দর সুন্দর স্লোগান ও পোষ্টারে পোষ্টারে ছেয়ে ফেলুন সামুর পাতা । ক্রিকেটারদের বুকে জাগিয়ে তুলুন জয়ের এক অদম্য স্পৃহা ।

০৩ রা মে, ২০১৬ সকাল ৯:৪৮

যাযাবর৮১ বলেছেন:
বিলম্বে উত্তর দিবার জন্যে দুঃখিত।

অসাধারণ বলেছেন। একদিন আমরা বিশ্বের সেরা হব, ইনশাল্লাহ।

শুভকামনা অহর্নিশ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.