নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

কাষ্টমার ম্যানেজার, একটি ফোনকল অতঃপর গোলজার সাহেবের পরিবারের উৎকন্ঠার দিন

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৮

আমার পাড়ার গোলজার সাহেব চাকুরীর সুবাদে টাঙ্গাইলে থাকেন। গত ২৮জুলাই গ্রামীণ ফোন কাষ্টমার ম্যানেজারের একটি কল আসে গোলজার সাহেবের কাছে। কল করে বলেন, স্যার আমি গ্রামীণফোন থেকে কাষ্টমার ম্যানেজার বলতেছি। স্যার আমাদের গ্রামীণফোন ব্যবহার করে আপনার কোন অসুবিধা হচ্ছে কি না? গোলজার সাহেব বলেন তেমন অসুবিধা হচ্ছে না তবে ইদানিং আপনারা মনেহয় বেশি কলরেট কাটতেছেন। কাষ্টমার ম্যানেজার বলেন স্যার আপনি সবচাইতে বেশি কথা বলেন এমন দুটি নাম্বার বলবেন আমি আপনার সমস্যা এখনেই দেখতেছি কেন কলরেট বেশি কাটা হচ্ছে। গোলজার সাহেব বাড়ির দুটি নাম্বার দেন সেইসাথে কাষ্টমার ম্যানেজার কৌশলে গোলজার সাহেবের নাম ও অবস্থান জেনে নেন। সঙ্গে সঙ্গে গোলজার সাহেবের মোবাইল সিম ডেথ হয়ে যায়। কিছুকক্ষন পর গোলজার সাহেবের বাড়িতে একজন লোক কলদিয়ে বলে গোলজার সাহেব আপনার কি হয় ? তিনি মটরসাইকেল একসিটেন্ট করেছেন। মটরসাইকেলে দুজন ছিলেন একজন মারা গেছেন গোলজার সাহেবের অবস্থা আশংকাজনক তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখনেই ২৫ হাজার টাকা লাগবে, একটা নাম্বার দিয়ে বলেন বিকাশ করতে । এই সংবাদ শুনে বাড়ির লোকজনের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে । বাড়ির লোকজন হিতাহীত জ্ঞান হারিয়ে ফেলেন। তারা অনেক চেষ্টা করেও গোলজার সাহেবের সাথে যোগাযোগ করতে পারেনা । কোন উপায় না দেখে তারা টাকা পাঠিয়ে দেন। গোলজার সাহেব বাড়িতে অন্য নাম্বার থেকে কল করে বুঝলেন তাদের সাথে প্রতারনা করা হয়েছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.