নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

ওদের একটু সুযোগ দাও

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

শত প্রতিকূলতা সত্ত্বেও দেশের তরুণরা এখন অন্য রকমের তরুণ। আমার তরুণ বয়সে যতটুকু বুঝতাম, জানতাম, কোনকিছু করার জন্য প্রস্তুত ছিলাম, বর্তমান সময়রে তরুণেরা তার চাইতে অনেক বেশি জানে, বুঝে এবং প্রস্তুত । এদেরকে সামনে এগুবার পথ খুলে দিতে হবে । তানাহলে নিজের আগুনে এরা নিজেরাই মরবে এবং অন্যদের মারবে । আমাদের তরুণেরা সামনের দিকে এগুতে চায়, তারা নিজেকে এবং দেশকে গড়ার সুযোগ চায় । আমাদের তরুণেরা সবুজ পাসপোট হাতে নিয়ে কোন দেশের ইমিগ্রেশনের সামনে ফাঁসির আসামীর মতো দাঁড়াতে চায় না, তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায় । কিছুদিন আগেও গ্রামার তরুণ আর শহরের তরুণের মধ্যে যে দুরত্ব ছিল তা ক্রমে ঘুচে যাচ্ছে । যেন পুরাদেশটাই এখন নিমেশের পথ । এক হাতের মুঠোর ভেতর সবার ভাগ্য ধরে রাখার চেষ্টা করাটা এখন ভয়ংকর ব্যাপার হয়ে দাঁরাবে । মুঠো আলগা করে দিন, ছেলে মেয়ে বড় হলে মা বাবা যেমন করেন ঠিক সেভাবে। এদেশের তরুণেরা দায়িত্ববান তরুণ। এদের দায়িত্বহীনতার পথে চলে যেতে আমরা যেন বাধ্য না করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.