নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

আমি ও আমার বোন

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১১

শিশুকাল থেকেই চলে আমার ও আমার বোনদের সঙ্গে আমার পরিবারের বৈশম্য মূলক আচারন। আমাকে দেয়া হয় কত ভালো ভালো খেলনা অথচ বোনদের দেয়া হয় হাঁড়ি পাতিল আর পুতুল। আমার বাবাকে দেখেছি বাজার থেকে কত সুন্দর সুন্দর পোষাক আমার জন্য কিনে আনতে অথচ বোনদের দিত বাজারের সবচাইতে কমদামী পোষাক। ছোট বেলা থেকে আমরা দুটি ভিন্ন দৃষ্টি ভঙ্গির বলায়ে বাড়তে থাকি। আমার বোনদের বেলায় মা মনেকরতেন তাদের উপযুক্ত পরিমান পুষ্টিকর খাবার না দিলেও কোন সমস্যা হবে না। আমার মায়ের দৃষ্টি ভঙ্গি দেখে মনে হত শুধু আমি বয়োঃপ্রাপ্ত হয়ে উপার্জন করব, তাদের বংশ ধরে রাখব ও প্রয়োজনে আর্থিক সাহায্য করব। তাই আমার মা যা কিছু রান্না করতেন তার অনেকাংশেই আমাকে খাওয়াতেন আর সামান্য অংশই বোনদের খেতে দিতেন। আমার মায়ের মুখে শুনতাম
মেয়ের নাম কেলি
পরে নিলেও গেলি
যমে নিলেও গেলি।

মা আরো বলতেন--------

ধন ধন ধন
বাড়িতে ফুলের বন
এ ধন যার ঘরে নাই
তার কিসের জীবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.