নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

সকল ব্লোগার হত্যার বিচার চাই

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২২

আমি একজন নতুন ব্লোগার। সবেমাত্র লেখা লেখি শুরু করেছি। ব্লোগার নিলয় হত্যাকান্ডে আমি আজ হতবাক, শংকিত। আমার লেখা যদি কারো বিপক্ষে যায় বা কারো মুখশ খুলে যায় তাহলে ব্লোগার বাজিব বা নিলয়ের মত আমার পরিনতি হবে নাতো ? একজন ব্লোগারের মৃত্যুতে হয়তোবা দেশের কোন আসে যায় না, কিন্তু অনেকের অনেক কিছু আসে যায়। একজন ব্লোগার হতে পারে কারো ভাই বোন, কারো ছেলে মেয়ে, কারো স্বামী স্ত্রী, কারো প্রেমিক প্রেমিকা। হয়তোবা একজন ব্লোগারের উপর নির্ভর করে আছে একটি পরিবার। আমরা আজ এমন দেশে বাস করতেছি যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। তারপরও কর্তা ব্যক্তিরা এই মৃত্যুকান্ড নিয়ে নানা রকম হাস্যকর মন্তব্য করে যাচ্ছ। দায়িত্ববান যারা আছেন তাদের কথার মধ্যে ওজন থাকতে হবে নইলে হালকা কথা বলারর জন্য সবার কাছে হাসির পাত্র হতে হবে। প্রশাসনের সাহায্য চাইলে যখন তারা বলে অন্যদেশে চলে যেতে তখন মনে হয় প্রশাসন কর্তারা আজ ক্লান্ত, তারা ব্যার্থ। দায়িত্ববান মন্ত্রীদের আজকাল কথাশুনে মনে হয় তারা যেন সবাই কোন কবিতার লাইন মুখস্ত বলতেছে। আমরা দায়িত্বের জায়গায় থেকে দায়িত্ববান কথা বলব এটাই জাতীর কাম্য। নিলয়কে বাম না ডান হাতে দিয়ে সন্ত্রাসীরা খুন করল তা আমাদের জেনে কোন লাভ নেই, আমরা চাই খুনিরা যত শক্তিশালী আপনজন হউকনা কেন যত তারাতারি সম্ভব ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্তা গ্রহন করতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.