নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

নারী

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৯

আবহমান কাল থেকেই নারীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, আয় উপার্জন ইত্যাদি ক্ষেত্রে বঞ্চনার শিকার। মানুষ হিসাবে মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত। যা তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করে। এর বিরুপ ফলাফল দীর্ঘমেয়াদী ও সুদূর প্রসারী। যার ফলে নারীরা তালাক, ফতোয়া, বহুবিবাহ, যৌতুক, এসিড নিক্ষেপ, বাল্যবিবাহ, পাচার, ধর্ষণ, পতিতাবৃত্তিতে বাধ্য করানো সহ শারীরিক ও মানুসিকভাবে নির্যাতিত হচ্ছে।নারীদের শারীরিক নিরাপত্তা আজ চরম হুমকির সম্মুখিন। এ সকল নির্যাতনমূলক ঘটনা আমাদের সমাজে আজ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খবরের কাগজের পাতায় এবং টেলিভিশনের পর্দায় যা প্রতিনিয়ত প্রদর্শিত হচ্ছে। নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধের দুর্বলতা এখানকার সমাজে বিশেষ করে নারীদের মধ্যে এক গভীর নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে। এরফলে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে ব্যাহত। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা ঘোষণা করা হলেও এই সমতার নীতি নারীর বেলায় মানা হচ্ছে না। তাই লোকচক্ষুর অন্তরালে ঘটছে নানা কায়দায় নারী নির্যাতন। একটি সভ্য সমাজের অগ্রগতির জন্য নারী নির্যাতন অন্যতম প্রতিবন্ধক। আর তাই প্রয়োজন নারী নির্যাতনের অবসান। নারীকে পুরুষের চেয়ে ছোটকরে দেখার মানসিকতা পরিবর্তনের মধ্যদিয়ে নারী নির্যাতন প্রতিরোধে তাই সবাইকে সচেতন হতে হবে। আসুন আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ ও দুর্বার আন্দোলন গড়ে তুলি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.