নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

সুন্দর আগামীর প্রতিবন্ধক বাল্য বিবাহ

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

বাল্য বিবাহ শিশুর সুন্দর শৈশবের সমাপ্তি ঘটায়। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা বিকাশের অধিকার ও সুযোগ খর্ব করে। বাল্য বিবাহের ফলে সাধারণত মেয়ে শিশু শারীরিক ও মানসিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মূলত দারিদ্রতার কারনে বাল্যবিবাহের প্রবনতা উর্ধ্বমুখী। আমাদের দেশে বিয়ার আইনগত বৈধ বয়স ছেলের ২১ বছর ও মেয়ের ১৮ বছর। জন্ম নিবন্ধন সনদ না থামায় আমাদের দেশে বয়স বাড়িয়ে অহরহ বাল্য বিবাহ হচ্ছে। বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ হলেও বয়স প্রমাণের অভাবে কার্যকর করা যাচ্ছে না। বর্তমান সময়ে গ্রাম অঞ্চলে আর একটা সমস্যা প্রকট রুপে দেখা যাচ্ছে তাহল JSC ও SSC পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীদের বিয়ে দেয়া। আমি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করি গত ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে JSC পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীদের মধ্যে বিয়ে হয় যথাক্রমে ০৪, ০৭, ও ০৩ জন। শুধু আইন করে নয় বাল্য বিবাহ নিরোধের জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। আমাদের সুন্দর আগামীর জন্য সময় থাকতেই বাল্য বিবাহ রোধ করতে সমিলিত ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

ওয়াহিদ রহমান বলেছেন: আইন সংশোধন করে মেয়েদের বিয়ের বয়স ১৬ করা উচিত।

২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০০

জল ও ছবি বলেছেন: মেয়েদের বিয়ের বয়স ১৬ করলে বাল্যবিবাহ নিশ্চই অনেক বেড়ে যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.