নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

সোনার বাংলা ও মুক্তিযুদ্ধ

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

আজ বাংলাদেশে নানাবিধ সমস্যা মাথা চারা দিয়ে উঠেছে। আজ এই সভ্য সমাজে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। শ্রমিকরা ঠিকমত কাজ পাচ্ছে না। ফলে তাদের কর্মের হাতে পরিনত হচ্ছে ভিক্ষুকের হাতে। চাকরির বাজারেও মেধার যথাযথ লালন হচ্ছ না। ফলে তরুণ সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে। আশাহত বঞ্চিতদের আবার প্রতিবাধী হতে হবে। এ দেশ অপরিমেয় সম্ভাবনার দেশ, লক্ষ কুটি জনতার দেশ। পঞ্চাশ ও ষাটের দশকে নিঃস্বার্থ ভাবে সকলে কাঁদে কাঁদ মিলিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তখন ছিলনা শহর ও গ্রামার ভেদাভেদ স্বাক্ষর ও নিরক্ষরের ব্যবধান, নারী ও পুরুষের বিভেদ। কিন্তু আজ সর্বক্ষেত্রে বিভেদের ছড়াছড়ি। যারা আজ মুক্তিযুদ্ধের জনযুদ্ধকে নিজেদের একক সাফল্য বলে ধরে রাখতে চায় জাতী তাদের কাছে আরও অনেক কিছু আশা করে। এজন্য তাদের মধ্যে থাকতে হবে আদর্শিক প্রেরণা, হতে হবে অন্যায়ের বিরুদ্ধে কঠোর। নিজের ক্ষুদ্র ও তাৎক্ষনিক স্বার্থের উর্দ্বে উঠে হতে হবে সত্যিকারের দেশ প্রেমিক, তবেই আমরা গড়ে তুলতে পারব সত্যিকারের সোনার বাংলা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:

সোনার বাংলা গড়া হয়ে গেছে, এখন ডিজিটাল শেষ হচ্ছে; আপনি কি খেই হারায়ে ফেলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.