নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

পৃথিবীর আয়ু আর মাত্র চার সপ্তাহের। যারা দূর্বল চিত্তের অধিকারী তাদের নিশ্চই এখবর শুনে হার্ট এ্যাটাকের মত অবস্থা। এই খবরটি জানিয়েছেন যুক্তরাজ্যের ট্যাবলয়েড "ডেইলি স্টার" ও "মিরর"। পুয়ের্তো রিকোর রডরিগেজ নামের এক স্বঘোষিত সৃষ্টিকর্তার বার্তা বাহক এমন তত্ত্ব দিয়েছেন। তারমতে পৃথিবীর বুকে ধেয়ে আসছে দানবীয় এক গ্রহাণু। এই গ্রহাণু নাকি পৃথিবীর বুকে আঘাত হানবে ২১ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। সৃষ্টি কর্তা নাকি তাকে এমন খবর জানিয়েছেন। এমনটাই রডরিগেজের দাবি। তাই তিনি নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে খবরটি দিয়েছেন। নাসা খবরটি ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। নাসা এমনও বলেছেন আগামী ১০০ বছরের মধ্যে এমনটি হবার কোন সম্ভবনা নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩১

সাগর আর্ট বলেছেন: চার সপ্তাহ/১০০ বছর কোনটাই বিস্বাস যোগ্য নয়।।। (ওরা বিশ্ব নিয়ে ভাবে, নিজের খবর কতটুকু জানে?)

২| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪

জল ও ছবি বলেছেন: একদম ঠিক বলেছেন, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.